![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. প্রথমেই লক্ষ্য করুন,
আমের গায়ে মাছি বসছে কি-না।
এর কারণ, ফরমালিন যুক্ত
আমে মাছি বসে না।
২. আম গাছে থাকা অবস্থায়
বা গাছপাকা আম হলে লক্ষ্য
করে দেখবেন যে আমের
শরীরে এক রকম সাদাটে ভাব
থাকে। কিন্তু ফরমালিন বা অন্য
রাসায়নিকে চুবানো আম
হবে ঝকঝকে সুন্দর।
৩. কারবাইড বা অন্য কিছু
দিয়ে পাকানো আমের শরীর হয়
মোলায়েম ও দাগহীন।
কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই
পেড়ে ফেলে ওষুধ
দিয়ে পাকানো হয়। গাছ
পাকা আমের ত্বকে দাগ পড়বেই।
৪. গাছপাকা আমের ত্বকের
রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার
দিকে গাঢ় রঙ হবে, সেটাই
স্বাভাবিক। কারবাইড
দেওয়া আমের
আগাগোড়া হলদেটে হয়ে যায়,
কখনো কখনো বেশি দেওয়া হলে সাদাটেও
হয়ে যায়।
৫. হিমসাগর ছাড়াও আরও
নানান জাতের আম
আছে যা পাকলেও সবুজ থাকে,
কিন্তু অত্যন্ত মিষ্টি হয়।
গাছপাকা হলে এইসব আমের
ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। ওষুধ
দিয়ে পাকানো হলে আমের শরীর
হয় মসৃণ ও সুন্দর।
৬. আম নাকের
কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন।
গাছ পাকা আম হলে অবশ্যই
বোটার কাছে ঘ্রাণ থাকবে।
ওষুধ দেওয়া আম
হলে কোনো গন্ধ থাকবে না,
কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ
থাকবে।
৭. আম মুখে দেওয়ার পর
যদি দেখেন যে কোনো সৌরভ নেই
কিংবা আমে টক
বা মিষ্টি কোনো স্বাদ নেই,
বুঝবেন সে আমে ওষুধ দেওয়া।
৮. আম কেনা হলে কিছুক্ষণ
রেখে দিন। এমন কোথাও রাখুন
যেখানে বাতাস চলাচল করে না।
গাছ পাকা আম
হলে গন্ধে মৌ মৌ করে চারপাশ।
ওষুধ দেওয়া আমে এ মিষ্টি গন্ধ
হবেই না।
৯. আমের গায়ে সাধারণত এক
ধরনের সাদা পাউডারের
মতো থাকে।
যা পানিতে বা ফরমালিনে চুবালে চলে যায়
। এটাও খেয়াল রাখুন।
১০. কেমিক্যালে পাকানো আম
হলুদ না হয়ে সাদার মত রং ধারণ
করে। অনেক সময় ক্রেতার
নজর কাড়তে ও আমের
গায়ে থাকা দাগ দূর করতে এক
ধরনের কেমিক্যাল ব্যবহার
করা হয়। কিছু আম
আছে যে পাকলেও চামড়া সবুজ
থাকে এরকম আম
ক্রেতারা দেখেই কিনতে চায় না।
তাই এরকম ক্রেতাদের ভুলের
কারণেও কেমিক্যালের ব্যাবহার
হয়।
এ ১০টি টিপস
মেনে চললে কেমিক্যাল মুক্ত
আম কিনতে পারবেন আপনি।
২| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমায় আম কিনে খাইতে হয় না,
বাড়িতে যাবো, গাছে চড়বো, আম পাড়বো আর খাবো ………
৩০/ ৪০ টা গাছ আছে।
তবে টিপস্ অন্যদের কাজে লাগবে ধন্যবাদ
৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:০৫
নিশাচড় বলেছেন: আমার বাড়িতে প্রচুর আম আছে। পাড়ো আর খাও।
৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:১০
টেকনিক্যাল এনালিসিস বলেছেন: উপকারী পোস্ট
৫| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:১৩
ফেনা বলেছেন: দরকারি পোষ্ট।
ধন্যবাদ আপনাকে। ভাল কিছু জানানোর জন্য।
৬| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উপকারি টিপস...
@"গাছপাকা হলে আমের ত্বকে দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীরহয় মসৃণ ও সুন্দর।"
--ঠিক।
এই সময়ে আমের ব্যাবসা করতে হবে!!!
৭| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩
রাসেল রুশো বলেছেন: ধন্যবাদ @mdrajibsamir
৮| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০
শামচুল হক বলেছেন: উপকারী পোষ্ট
৯| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫
শাহাদাত হোসেন রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৫৭
একদম_ঠোঁটকাটা বলেছেন: পোকাধরা আম খাই না
একজন ডাক্তারের মৃত্যু
১১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫
মিজান.ঢাকা বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। ধন্যবাদ।
১২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: ধর্ম মূর্খদের জন্যে। তাদের জন্যে মদ্যপান নিষিদ্ধ। কিন্তু জ্ঞানীদের জন্যে ড্রিংক নিষিদ্ধ নয়।
১৩| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯
আবু ছােলহ বলেছেন:
ভাল লিখেছেন। ধন্যবাদ।
১৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ফল-সব্জিতে যে হারে কীটনাশক ব্যবহার করা হয় তার ক্ষতিকর প্রভাব থেকেও কি মুক্তি আছে?বিদেশ থেকে যে ফল-শব্জি আমদানি করা হয় তার উপর কি কি কীটনাশক প্রয়োগ করা হয়েছে তার ক্ষতিকর প্রভাবের কি কোন হদিস আছে?
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: কমবেশি জানা আছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
কিছু আম গাছে থাকা অবস্থায়ও তো কেমিক্যাল দেওয়া হয়। বেশ কয়েকবার।
সেটা জানবো কি করে?