![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মধ্যে পায়ের কাফ মাসল সংকুচিত হয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেননি, এমন মানুষ পাওয়া কঠিন। হাঁটুর নিচ থেকে পায়ের পেছনের দিকের মোটা ও লম্বা মাংসপেশিকে কাফ মাসল বলে। পায়ের রগে এমন হঠাৎ টান পড়ার কারণ, কী করবেন, প্রতিরোধের উপায় কী—তা নিয়ে কিছু পরামর্শ:
কেন হয়?
■ শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের ঘাটতি।
■ অতিরিক্ত ব্যায়াম, পরিশ্রম বা পায়ের পেশির বেশি ব্যবহার।
■ পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। খুব ঠান্ডা আবহাওয়া।
■ গর্ভকালীন, বিশেষ করে শেষের দিকে প্রয়োজনীয় খনিজের অভাবে রগে টান পড়ে।
■ বেশি সময় বসে থাকা, শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা, ঘুমের সময় ভুল দেহভঙ্গির কারণে এমন হতে পারে।
কী করা উচিত?
■ পা সোজা করে পায়ের পেছনের মাংসপেশিতে হালকা মালিশ করতে পারেন।
■ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা সেঁক বা পানির বোতলে গরম পানি দিয়ে সেঁক দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট।
■ ভয় পাবেন না, কারণ রিল্যাক্স পজিশনে থাকলে কিছু সময়ের মধ্যে ব্যথা চলে যায়।
■ গর্ভকালীন যে রগে টান পড়ে, বেশির ভাগ সময় প্রসবের পর পায়ের টান চলে যায়।
প্রতিরোধের উপায়
■ নিয়মিত কাফ মাসল স্ট্রেচিং করতে হবে।
■ সোজা হয়ে পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়ালে কাফ মাসলে স্ট্রেচ হয়। দশ সেকেন্ড ধরে রেখে পা নামিয়ে ফেলুন। তিন বা চারবার করুন। প্রতিদিন অন্তত একবার।
■ বসে দুই পা সোজা করে, তোয়ালে দিয়ে পায়ের পাতা সামনের দিকে টেনে আনার চেষ্টা করুন। দশ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন। পাঁচ থেকে ছয়বার করুন।
■ সপ্তাহে অন্তত পাঁচ দিন ত্রিশ মিনিট করে হাঁটুন
■ শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে পায়ের মাংসপেশিতে টান লাগে। তাই প্রচুর পানি বা তরল গ্রহণ করুন। যেমন স্যুপ, ফলের রস, ডাবের পানি ইত্যাদি।
■ ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন ডিম, দুধ, সবুজ শাকসবজি, ফল, কলিজা ইত্যাদি।
ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে পারেন।
■ কিছু অবস্থান পরিহার করুন: যেমন পা ক্রস করে বসলে পায়ের ওপর চাপ পড়ে এবং রক্ত চলাচল ব্যাহত হয়। তাই এ ধরনের অবস্থানে বসবেন না। দীর্ঘ সময় একই ধরনের অবস্থানে না থেকে দু–এক ঘণ্টা পরপর বদলাতে হবে।
■ রাতে যাঁদের বেশি ক্রাম্প বা টান হয়, তাঁরা ঘুমাতে যাওয়ার আগে গরম পানিতে গোসল করতে পারেন।
■ সাঁতার খুব ভালো ব্যায়াম। সপ্তাহে অন্তত তিন দিন সাঁতার কাটতে পারেন।
ফিজিওথেরাপি পরামর্শক, পিটিআরসি
২| ১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫২
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: উপকারী পোষ্ট
৩| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ এই পোস্ট দেয়ায়। এই সমস্যা আমার প্রায়ই হয়।
৪| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
মাহমুদুর রহমান বলেছেন: আমার বহুবার হয়েছিলো এবং এর কারন আপনার লেখার মাধ্যমে জানতে সক্ষম হয়েছি।ধন্যবাদ আপনাকে।
৫| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: প্রথম আলোতে আজ বা গতকাল এরকম একটা লেখা পড়েছি।
৬| ১২ ই জুলাই, ২০১৯ সকাল ৮:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সমস্যাটা আমার প্রায়ই হয়। আপনার পোস্ট পড়ে উপকৃত হলাম। ধন্যবাদ।
৭| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৬
IDEALISTIC বলেছেন: খুব ভালো পোস্ট।
৮| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭
ডঃ এম এ আলী বলেছেন: ভাল তথ্যসম্বলিত পোষ্ট ।
আমাদের অনেকের বেশ উপকারে লাগবে ।
শুভেচ্ছা রইল ।