![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামি দামি ফাস্ট ফুডে খাও, ভ্যাট দিতে কষ্ট লাগে না;
নামি দামি ব্র্যান্ডের পোশাক কিনো, ভ্যাট দিতে কষ্ট লাগে না;
ফোনে কথা বল, ভ্যাট দিতে কষ্ট লাগে না;
ইন্টারনেটে পরে থাক, ভ্যাট দিতে কষ্ট লাগে না;
মাল্টিপ্লেক্সে লাইন লাগাও, ভ্যাট দিতে কষ্ট লাগে না;
বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহার কর, ভ্যাট দিতে কষ্ট লাগে না;
আর ভার্সিটিতে যেয়ে পড়ালেখা (?) সার্টিফিকেট নিবা এতে ভ্যাট দিতে কষ্ট লাগে ?
১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮
শাহ আলাম বলেছেন: লাখ লাখ টাকা দিয়ে পড়াও বিলাসিতা।
২| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: তাইলে ভাই পাবলিকে লাখ লাখ টাকা ছাত্র প্রতি ভপ্ররতুকিও বন্ধ কইরা দেন। বুয়েটের কয়টা ছেলে দেশে থাকে? এইগুলা কি অপচয় বা বিলাসিতা হয়না? এইগুলাও বন্ধ করেন। পাবলিকেও প্রাইভেটের মত ফি ধরা হোক।
১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০
শাহ আলাম বলেছেন: বুয়েটের বা অন্যান্য পাবলিকের ছাত্ররা যে কয়টা দেশে থাকে তারাই তাদের সেক্টর ধরে রাখে নিজের মেধা ও শ্রম দিয়ে।
আর যারা হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধা দিয়ে এসব ভার্সিটিতে চান্স পায় তাদের শুধু ভর্তুকি নয় বৃত্তিও দেওয়া উচিৎ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শিক্ষা মৌলিক অধিকারের একটি!!!
বেসরকারী প্রতিষ্ঠা হয়েছে কেন? সরকারী বিশ্ববিদ্যালয় গুলো আসন সংকটের কারণেইতো ! নাকি! যারা পাবলিকে সিট পাবেনা তাদের আর পড়ালৈখারই দরকার নেই!!!!
মৌলিক ছয়টি অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তেলের দাম আন্তর্জাতিক বাজারে পড়ে গেছে ২-৩ বছর হলো ! কিন্তু এই দেশে সেই আগের উচ্চদামে ভর্তুকির নামে লুটপাট চলছেই!!!
শিক্ষাকে যদি বিলাসিতা বলেন- তবে অন্যকিছু ভাবতে বাধ্য হবে সবাই!!!
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭
শাহ আলাম বলেছেন: এই দেশে ১০-২০ লাখ টাকা দিয়ে পড়ালেখা (?) করা বিলাসিতা না তো কি? বাপের টাকায় পরে বাপ-চাচা-মামার যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়া বিলাসিতা না তো কি?
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
নতুন বলেছেন: শিক্ষার খরচ আরো কমানো দরকার। শিক্ষা বিলাসিতা না যে তাতে ভ্যাট দিতে হবে।
দেশে এখন শিক্ষা এবং চিকিতসা সেবা ফ্রী করার সময় এসেছে।
যেই দেশ শিক্ষায় যতবেশি বিনিয়োগ করবে তাদের উন্নতি তত বাড়বে।
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০
শাহ আলাম বলেছেন: শিক্ষার খরচ কমই আছে। সে জায়গায় গেলেই হয়।
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
অপু তানভীর বলেছেন: আপনার এই রকম মন মানষিকতাকে রেস্পেক্ট !
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪১
শাহ আলাম বলেছেন: মানসিকতা বানান ভুল
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০
যোগী বলেছেন:
১০০% খাঁটি কথা
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১
শাহ আলাম বলেছেন:
১০০% খাটি ধন্যবাদ।
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭
জহির উদদীন বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
শাহ আলাম বলেছেন: আপনার বিরুদ্ধে ৫৭ ধারায় অভিযোগ আনলে পার পাবেন না। কমেন্ট খেয়াল করে সাবধানে করবেন। আশা করি কর্তৃপক্ষ দেখবেন ব্যাপারটা।
৮| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মজার ব্যপার হলো, যারা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলনের সমালোচনা করছেন এই অযুহাতে যে, তাদের অনেক টাকা তাহলে একটু বেশী টাকা দিলে ক্ষতি কী?- তারাই আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু ফি বাড়ালে তুলকালাম কান্ড ঘটায় (কয়েক বছর আগে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা)। অথচ, সত্যিকারের গরীব বাদে আর সবাই এখন, ফাস্ট ফুডও খায়, মোবাইলেও কথা বলে, ইন্টারনেটেও পড়ে থাকে!
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
শাহ আলাম বলেছেন: দুই নম্বর কমেন্টের উত্তরটি পড়ে নিন
৯| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯
গরম মশলা বলেছেন: ঠিক কথা
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২
শাহ আলাম বলেছেন: ঠিক কথা
১০| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
রাবার বলেছেন: @বিচার মানি তালগাছ আমার আপ্নের মন্তব্যের সাথে সহমত
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬
শাহ আলাম বলেছেন: দুই নম্বর কমেন্টের উত্তরটি পড়ে নিন )
)
)
)
)
১১| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
ঠুনকো বলেছেন: হাহাহহাহাহহহাহাহাহাহাহাহাাাা @জহির
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
শাহ আলাম বলেছেন: ৫৭ ধারা ।
১২| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪
আয়রোন বাবা বলেছেন: প্রাইভেট এ যে কি পড়াশোনা হয় ওটা সবাই জানে ( সবগুলো না কতিপয়)
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮
শাহ আলাম বলেছেন: কতিপয়ে কতিপয় ছাত্র পড়ে বাকিরা ......
১৩| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮
আর জে নিশা বলেছেন: বাংলাদেশে শিক্ষা একটি বিলাসিতা, কেননা যেখানে গ্রেজুয়েশন করতে ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা লাগে অবস্যই বিলাসিতা এবং শিক্ষামন্ত্রি ও অর্থমন্ত্রি কে ধন্যবাদ জানাই যে দেড়িতে হরেও আসল ভ্যাট ট্যাক্স ফাকিঁ দাতাদের আইনের আওতায় আনার সুব্যাবস্থা নিচ্ছেন । আমি যতোটুকু জানি বেসরকারী তথাকথিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ যতোদিক আছে সব দিকের নামে বিশ্ববিদ্যালয় গুলোতে ৮ লক্ষ টাকার নিচে কোনো কোর্স নাই তাহলে ১৫% হিসেবে ভ্যাট আসে ৮,০০,০০০%১৫ = ১,২০,০০০/-
নগদে ১,২০,০০০/- টাকা চুরি । তারপর যদি অর্থমন্ত্রির এই রায়ে কেউ দ্বিমত পোষন করে তা হবে রাষ্ট্রদ্রোহিতা ।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৩
শাহ আলাম বলেছেন: এমনি এমনি কাওকে অর্থমন্ত্রী বানানো হয় না।
ভাড়া করা বাড়িতে ভার্সিটি বানিয়ে ৩-৪ বছর পর শয়ে শয়ে কোটি টাকার ক্যাম্পাস বানায় কিভাবে?
১৪| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬
শয়তান শাহীন বলেছেন: বেয়াফুক বিনোদন দিলেন....বাংলাদেশে পাবলিক ভার্সিটির আসন সংখা কত খবর আছে...?? আর যারা এই খানে ভর্তি হতে পারবে না তাহলে কি তারা আর পড়বে না। প্রাইভেট এ কি শুধু উচ্চ বিত্তের পোলাপান পড়ে আর কেউ পড়ে না..? পাবলিক এ কি উচ্চ বিত্তের পোলাপান পডে না...? পাবলিক ভার্সিটির ছাত্রদের পিছেও সরকারের ৭/৮ লাখ টাকা খরচ হয় হয়....খবর রাখছেন...? বেসরকারি মেডিকেল এ ডাক্তারি পড়তে এক ধাক্কায় বের হয় ১২,০০,০০০ টাকা....আর নাম করা হলে তো কথাই নেই ছেব দিয়া গুইনা ১৮,০০,০০০ / ২০,০০,০০০ টাকা দিতে হইব....হা হা হা। তার পরও রেশিও হল ৪০০০ : ১ জন ডাক্তার...ভাল মন্দ পরের কথা প্রাইভেট যদি না হইত তাইলে চিন্তা করেন রেশিও কত হইত। বাংলাদেশে উচ্চ বিত্তের সংখা কত আর মধ্যবিত্ত কত...???
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৯
শাহ আলাম বলেছেন: যে কোন ক্ষেত্রে রেশিও বাড়িয়ে কি হবে, যদি কোয়ালটি যদি না থাকে।
মেধাবীদের জন্য সরকার টাকা খরচ করতে পারে সে যে আর্থিক পরিবেশ থেকেই আসুক। এখানে কথা হচ্ছে ভ্যাট নিয়ে। মান নিয়ে কথা শুরু করে কিন্তু মান সম্মান থাকবে না।
১৫| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩
মাঘের নীল আকাশ বলেছেন: "বুয়েটের বা অন্যান্য পাবলিকের ছাত্ররা যে কয়টা দেশে থাকে তারাই তাদের সেক্টর ধরে রাখে নিজের মেধা ও শ্রম দিয়ে।
আর যারা হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধা দিয়ে এসব ভার্সিটিতে চান্স পায় তাদের শুধু ভর্তুকি নয় বৃত্তিও দেওয়া উচিৎ।
".....সহমত!
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০
শাহ আলাম বলেছেন:
১৬| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫
জেকলেট বলেছেন: লেখক ভাই এই পড়ালেখা নিয়া পাবলিকে চান্স পেলেন কেমনে?? আপমনার লেখা পইড়া মনে হইল বাংলাদেশে পাবলেক আর প্রাইভেটের মধ্যে কোন পার্থক্য নাই।
প্রাইভেটে যারা পড়ে তারা কি ইনকাম করে যে ভ্যাট দিবে নাকি শিক্ষা পন্য যে তার উপর ভ্যাট যুক্ত হবে???
চলেন একটা কমন সিষ্টেম চালু হউক । পাবলিক, প্রাইভেট কিছু না সবাইকে টাকা দিয়া পড়তে হবে। টাকাটা ঋন নেবেন রাষ্ট্রের কাছ থেকে এবং পরিশোধ করবেন ছাত্র অবস্থায় না পড়ালেখা শেষ করে চাকুরীতে ঢুকে ৩০ হাজার টাকা বা তার উপর সেলারী হলে। ৩০ হাজার টাকা সেলারী হলে সরকার তার থেকে ৫% বা ৭% কেটে রাখবে যতদিন না আপনার ঋন পরিশোধ হচ্ছে। আপনি যদি বিদেশ যেতে চান পুরো টাকা পরিশোধ করে যেতে হবে। বিদেশ যাওয়ার কারনটা পড়ালেখা বাবদ হউক বা অন্য কোন কাজে। কেউ যদি ষ্কলারশিপ পান তাহলে বাধা নেই। ষ্কলারশিপের টাকা দি্য়ে টিউশন ফি পরিশোধ করবেন।
ইউনিভার্সিটির ফি সরকার নির্ধারন করে দিবে রেটিং ওয়াইজ। রেটিংটা হবে সাবজেক্ট ওয়াইজ। যে সাবজেক্টে যে ইউনিভার্সিটির রেটিং ভালো তার পড়ার খরচ সেই সাবজেকটে তত বেশি। তাহলে আর পাবলিক, প্রাইভেট কোন বীরোধ থাকলনা। সবাই নিজের টাকায় পড়ালেখা করল। তখন দেখা যাবে পাবলিকের কয়জন ছাত্র নিজের টাকায় ছাত্র রাজনীতি করেন?? তখন আমরা না হয় পাবলিক, প্রাইভেট সব ছাত্র দেশের ভালোর কথা চিন্তাকরে কমছেকম ৫০% ভ্যাটের দাবি নিয়ে আমাদের রাবিস মিনিষ্টারের কাছে যাবো!!! একমত????
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯
শাহ আলাম বলেছেন: সব জায়গায় জেনারেলাইজ করলে চলবে। মেধার মূল্যায়ন না করলে দেশের কি হবে? যাই হোক এখানে কথা হচ্ছে ভ্যাট নিয়ে। মান নিয়ে কথা শুরু করে কিন্তু মান সম্মান থাকবে না।
১৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
আরাফাত হোসেন অপু বলেছেন: আপনি একটা উচু মানের স্টুপিড.......রামছাগল বললে ছাগলের ও ইজ্জত থাকবে না.........বুয়েটে পড়া ই কি সবকিছু???????.....আর বেসরকারি গুলোতে জত জন পড়ে তাদের কয়জন ই বা বড়লোকের সন্তান???????
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫
শাহ আলাম বলেছেন: দশ বিশ লাখ টাকা ইনভেস্ট করা সাধারন লোকের পক্ষে সম্ভব নারে স্টুপিড। ভ্যাট দে সার্টিফিকেট নে।
১৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫০
মারুফ তারেক বলেছেন: আরে মখা ব্লগাররা বুঝলেন না,লেখক সাহেব একটি বিতর্কিত পোষ্ট দিয়ে নিজের পাবলিছিটি করলেন ।কতিপয় ব্লগাররা ধর্মকে গালাগালি করেও পাবলিছিটি বাড়ায়।উনারা আছেন বলেই তো দেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে।
আর কিছু বললাম না। কঠিন বিনুদুন পাইলাম।
তবে একটা কথা বলে রাখলাম,উনাদের কাছে দেশ থাকলে দেশ খালি প্রসব করতেই থাকব।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭
শাহ আলাম বলেছেন: ব্লগ লিখতেও ভ্যাট দিতে হবে এমন নিয়ম জরুরী হয়ে গেছে।
১৯| ১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫০
মিতক্ষরা বলেছেন: শিক্ষায় কোন ভ্যাট চাই না। আয়করের অর্থ আয়জীবীদের কাছ থেকে নেয়া হোক।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১
শাহ আলাম বলেছেন: ইনকাম ট্যাক্স আর ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট এক জিনিস না।
২০| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: শিক্ষার খরচ কমই আছে। সে জায়গায় গেলেই হয়।
দেশে সব পাশ করা ছেলেমেয়ে দের উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা আছে?
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫
শাহ আলাম বলেছেন: উচ্চ শিক্ষা গ্রহণ যদি সবাইকে করতে হবে এমন তো না। একজন অংক বুঝে না তার তো চার্টার্ড একাউন্টেন্ট বা ইঞ্জিনিয়ার হবার যোগ্যতা নাই। কিন্তু প্রাইভেট তাকে সে সুযোগ! করে দিচ্ছে।
২১| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০২
যোগী বলেছেন: @নতুন একটা কথা সব সময় মনে রাখতে হবে ভাল ছাত্ররা সব সময় বিনা টাকায় পড়বে আর গাধাদের উচ্চশিক্ষার দরকার নাই, তারা যদি একান্তই পড়াশুনা করতে চায় তাহলে টাকা দিয়ে পড়বে। একটা ছাত্র এইচএসসি পাশ করলেই উচ্চ শিক্ষার জন্য উপযুক্ত হয়ে যায় না।
বাংলাদেশে মেধাবী ছাত্রদের জন্য উচ্চ শিক্ষার সুবর্ণ সুজগ আছে যা পৃথিবীর অন্য দেশে খুব কমই আছে।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭
শাহ আলাম বলেছেন: রাইট। যখন কেউ যোগ্যতা ছাড়া কিছু নিতে যাবে, সে টাকা ইনভেস্ট করবে। তাকে অবশ্যই ভ্যাট দিতে হবে।
২২| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০
মহেড়া বলেছেন: কিছু কিছু মানুষ আলোচনায় থাকার জন্যে দিগম্ভর হয়ে দৌড়ায়।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯
শাহ আলাম বলেছেন: কিছু কিছু বলদ টাকা দিয়ে সার্টিফিকেট নিতে দৌড়ায়।
২৩| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫
সোহাইল বিন জয়নুল বলেছেন: চরম হীনমন্যতা এবং অজ্ঞতার পরিচয় বহন করছে আপনার পোষ্টটা,,,,,,,,,,,,,,,,,,,,,
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫
শাহ আলাম বলেছেন: আইছে একজন বিজ্ঞ ব্যাক্তি
২৪| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
সোহাইল বিন জয়নুল বলেছেন: যোগী সাহেব,ঠিক কেন উচ্চ শিক্ষার সুযোগ কারো থাকবে কারো থাকবে না জানালে বাধিত হতাম।বাংলাদেশ সং বিধান কিন্তু আপনার উল্টো কথাটা নিশ্চিত করেছে।আপনার মত মহাজ্ঞানীরও বিষয়টা জানা আছে বলে আশা করছি।আপনার অই গাদা শব্দ থেকেই আপনার পরিচয় ভালভাবে বুঝা যাচ্ছে।
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০
শাহ আলাম বলেছেন: উচ্চ শিক্ষা গ্রহণ যদি সবাইকে করতে হবে এমন তো না। একজন অংক বুঝে না তার তো চার্টার্ড একাউন্টেন্ট বা ইঞ্জিনিয়ার হবার যোগ্যতা নাই।
ছাগল দিয়া হাল চাষ হয় না।
২৫| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫
কবীর বলেছেন: সহমত
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০
শাহ আলাম বলেছেন:
২৬| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০
যোগী বলেছেন: @সোহাইল বিন জয়নুল বিনা পয়সায় উচ্চ শিক্ষার অধিকার কারো থাকবে কারো থাকবেনা কারন কারো মেধা আছে কারো নাই।
একমাত্র মেধাবিরাই বিনা পয়সায় উচ্চ শিক্ষা নেয়ার যোগ্য। মেধাহীনেরা চাইলে টাকা দিয়ে প্রাইভেটে উচ্চ শিক্ষা নিবে না চাইলে অন্য কিছু করবে। কথা বোঝা গেছে?
গাধাদের পক্ষে এই কথা বোঝা সম্ভব না যে বাংলাদেশ সংবিধানে সবাই উচ্চ শিক্ষা নিবে এই কথা বলা নাই।
২৭| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: ও আচ্ছা, জানতামনা। আপনি কি সরকারী চাকরী করেন? পাবলিক থেকে পাস দিছেন? আমারও কিছুটা ধারনা আছে কারা নিজ নিজ সেক্টর ধরে রাখে। শতকরা কতজন সরকারী চাকরীজীবি প্রথমসারির পাবলিক ভার্সিটি থেকে পাস করা? আপনি বলতে চান দেশ এরাই চালায়? বুয়েটের অনেক ইঞ্জিনিয়ার দেখছি সামান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চেয়ে জ্ঞান কম। পুরাপুরি নির্ভর করে নিজের অধীন টেকনিশিয়ানের উপর, যার শিক্ষাগত যোগ্যতা হয়তো অনেক অনেক কম। আমিও করি ভাই, আমিও পাবলিকেই পড়াশুনা করছি। কিন্তু পাবলিকে গেলেই যে সে পরিপূর্ন শিক্ষা নিয়ে বের হবে এমন কোন বাধা ধরা নিয়ম নাই। পারিবারিক মুল্যবোধ, শিক্ষারও ব্যাপার থাকে। আপনার এই ব্যাপারে কিঞ্চিত ঘাটতি আছে মনে হয়। মুল্যবোধের পরিপূর্ন বিকাশ ঘটেনাই।
একটা প্রতিবন্ধী শিশুকেও কিন্তু সমাজ ফেলে দেয়না, আরো যত্ন নেয়। বাবা মা দুস্ট আর অমনোযোগী সন্তানদের প্রতি আরো নজর দেয়। ইচ্ছা হইলে বাংলাদেশের সংবিধান পড়ে দেখবেন, ওইখানে বলা আছে শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর মৌলিক অধিকার মেটানোর জন্য চেস্টা করা সরকারের দ্বায়িত্বের মধ্যেই পরে। সেইটাও যদি আপনি আরো সাধ্যের মধ্যে না এনে আরো দুরুহ করেন সেইটা কি অবিচার হবেনা?
সরকারের উচিত প্রাইভেট পাবলিকের মান বাড়ানোর চেস্টা করা। উন্নত দেশগুলোতে কিন্তু তাই করার চেস্টা করা হয় আগে। পাবলিকের সবাই কি একেবারে মেধা অনুসারে ভর্তি হয়? কর্মচারী কোটা, মুক্তিযোদ্ধা কিংবা উপজাতি কোটা থাকেনা? এই কোটাগুলি কিন্তু একটা বিশেষ অংশকে টেনে তোলার জন্যই রাখা আছে। যাদের কারনে মেধাতালিকায় উপরে থেকেও অনেকে চান্স পায়না। আপনি বলতে চান মেধাহীনেরাই প্রাইভেটে পড়ে, তাদের ভর্তুকি পাবার যোগ্যতা নাই। তারা কিন্তু ভর্তুকি চায়নাই, তারা এখনো টাকা দিয়েই পড়োতেছে। ওরা চায় বোঝাটা আরো যাতে না বাড়ানো হয়।
কোন দেশে এরকম বেসরকারী বিশ্ববিদ্যালয় থাকাটাই উচিত না। সরকারের উচিত সবার মানসম্মত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। আর দেশের জনসংখ্যার তুলনায় আসন কম দেখেই কিন্তু প্রাইভেটের অনুমতি দেয়া হইছিলো। আর মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংও দেইখেন। দেখবেন অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নানা ফ্যাকাল্টির মান বুয়েট ঢাবির চেয়ে অনেক উপরে। আবার পাবলিকের সব ছাত্র কি সুপার ডুপার রেজাল্ট নিয়ে বের হয়? টানাটানি করে পাস করা ছাত্রের সংখ্যাও কিন্তু কম না। তাদের ভর্তুকির টাকা কি সরকার ফেরত নেয়? আবার যারা বাইরে চলে গেলো নিজের স্বার্থে তাদের পেছনে টাকা খরচ করে দেশের লাভটা কি হয়?
২৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৩
সোহাইল বিন জয়নুল বলেছেন: টাকা দিয়ে পড়ছে ওখানে ভ্যাট কেন??কারো জন্য ভ্যাট কারো জন্য নয় কেন??বাংলাদেশ সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হয়েছে।।তাহলে কারো জন্য ভ্যাট কারো জন্য ভর্তুকির ব্যাপারটা সংবিধানের সাথে কতটুকু যায় তা আপনার মত উন্নত প্রজাতির স্টুপিডের বোঝার কথা নয়।যোগ্যতাহীনরা যখন যোগ্যতার অধিক কিছু পেয়ে যায় তখন তার অহংকারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়।আপনার ক্ষেত্রেও তাই হয়েছে।। #মিঃ_যোগী
২৯| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮
মাঘের নীল আকাশ বলেছেন: শিক্ষা সবার মৌলিক অধিকার হলেও উচ্চ শিক্ষা কোন মতেই মৌলিক অধিকারে পড়ে না।
শিক্ষা মৌলিক অধিকার বলেই, মেধাবীরা যাতে সম্পূর্ণ বিনা বেতনে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়তে পারে তার ব্যবস্থা বিভিন্ন বৃত্তির মাধ্যমে সরকার নিশ্চিত করে।
তবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতেু ইতোমধ্যেই বহু অর্থব্যয়ের মাধ্যমে উচ্চশিক্ষায় যাচ্ছে, তাদের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেয়াটা অনৈতিক। এই অজুহাতে এই বিশ্ববিদ্যালয়গুলোও তাদের খরচ কয়েকগুণ বাড়িয়ে নিয়ে লাভের পাল্লা ভারী করে ফেলবে!
৩০| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫
জেকলেট বলেছেন: লেখক সাহেব দেখি সবদিকেই কথা বলেন। মান এবং ভ্যাটের ব্যাপার আপনিই তুলেছেন। আশাকরি নিজের প্রতি সৎ থাকবেন।
৩১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৯
নাঈম_নাজিউর বলেছেন: গেও গ্যারামের মুরগি পোলাপাইন পাব্লিক বিশ্ব: তে চান্স পাইলে এমন আবালচোদা কথা বার্তাই কৈব। ইগনর
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: আপনি যেগুলার কথা বললেন ওইগুলা বিলাসিতা টাইপের সেবা। কিন্তু শিক্ষা তো বিলাস বস্তু না। জাতির ভবিষ্যতের সাথে সম্পর্কিত। মোবাইলের উপর আরো বাড়াক। ফাস্টফুডে বাড়াক। দেখবেন প্রতিবাদ হবেনা তেমন।