![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা এই বছর এইসএসসি পরিক্ষায় পাশ করেছ ---------
জিপিএ ৫ পাওনি নো প্রব্লেম
জিপিএ ৪ ওঁ পাও নি নো প্রব্লেম
জিপিএ ৩,৫ ওঁ পাও নি কুস পরোয়া নেহি
এই পোস্ট পড়েই তুমি হয়ে যাবে হাফ ইঞ্জিনিয়ার কিংবা জাহাজের ক্যাপ্টেন ।
প্রথমে তোমাকে সব পাবলিক বিশ্ব বিদ্যালয় ট্রাই করতে হবে । যদি কোথাও এলাউ হও তাহলে ধরে নিতে হবে তুমি মেরিনের জন্য অযোগ্য।
এখানেই তারাই আসবে যারা দুনিয়ার কোথাও চান্স পাও নাই ।
ভয় পাচ্ছ বেশি দেরি না হয়ে যায় । কুন সমস্যা নাই । এক বছর পরেও ভর্তি করা যায় । পেছনের একবছর কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিবে ।
ভাবছ ভর্তি হয়ে এত্ত এত্ত পড়াশুনা ?? কুন চিন্তা নাই । দরকার হলে টিচাররা তোমাদের পরিক্ষা দিয়ে দিবে
তোমাদের যেটা দরকার সেটা হল বাপের টাকা । বাপের না থাকলে মামুদের থাক্লেও হবে । সব মিলায় ২০ লক্ষ টাকা থাকলেই হবে ।
প্রথমেই বাসার আসে পাসে খোজ খবর নাও কুন প্রাইভেট মেরিন একাডেমী আছে কিনা ? বাসার আসে পাসে হলে খানাদানায় সুবিধা হবে।
যাতায়াতের খরচ বাচবে । মন চাইলে রাতে বাসায় থাকা যাবে ।
ভর্তি হবার পরই আবে এপুলেট ওয়ালা সার্ট এবং নোজ্ঞর মার্কা ক্যাপ । এর পর ফেবুতে একটা একাউন্ট করতে হবে এবং প্রফাইলে এপুলেট ক্যাপ ওয়ালা প্রফাইল পিক দিতে হবে । আর নামের আগে লিখতে হবে ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ার । ব্যাস হয়ে গেল । চাকরীর কুন দরকার নাই কারন তুমি অলরেডি ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছ ।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪
শাহ আলাম বলেছেন:
২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫
সুজন চন্দ্র পাল বলেছেন: ভাবছিলাম মজার কিছু, মজাটা এই ভাবে মজাইলেন
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩
সিন্দবাদ বলেছেন: পোস্টটা কি অতি দুক্ষে দিলেন নাকি প্রাইভেট মেরিনের ******গুলারে শরম দেওয়ার জন্য দিলেন?