![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
~ সামু ব্লগের সকল ব্লগারকে শারদীয় দূর্গোতসবের অনেক অনেক শুভেচ্ছা ~
পঞ্জিকা মতে এবার মা দূর্গা দেবী আসবেন গজের পিঠে চড়ে অর্থাৎ হাতির পিঠে।
আর ফিরে যাবেন পালকিতে করে
শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনে বিশ্বব্যাপী মঙ্গল ধ্বনির সুরে সুরে মা দূর্গা দেবীর এসময়ে পৃথিবীতে আগমন ঘটে
আসুরিক অপশক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় মা দূর্গার আরাধনা করে আসছে যুগ যুগ ধরে
আসুন নিজের মনের অসুরকে দমন করি এবং এক শুভ দূর্গেয় শক্তির উত্থান ঘটাই আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক জীবনধারায়
০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৫
রাজীব দে সরকার বলেছেন: শুভেচ্ছা রইলো
২| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:১১
খইকাঁটা বলেছেন: ভাই শিক কাবাব, ধর্ম বড় স্পর্শ কাতর জিনিষ। আপনার যদি কোন কিছুতে বিশ্বাস না আসে, না আসুক। তাতে অন্যের কোন ক্ষতি নাই। অন্যের বিশ্বাসে বালি না ছিটানোই ভাল (আমার ব্যক্তিগত মতামত)। পরের বিশ্বাসকে আঘাত করটা কি খুব যৌক্তিক? ভাল থাকবেন।
০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
রাজীব দে সরকার বলেছেন: শিক কাবাব রিমুভড
৩| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:২০
বালক বন্ধু বলেছেন: প্রথম মন্তব্যটি না করলেও হত।
আপনাকে শারদীয় দূর্গোতসবের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি এই পূজের মাধ্যমে আপনার সকল মনবাসনা পূর্ণ হবে।
০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
রাজীব দে সরকার বলেছেন: শুভেচ্ছা রইলো
৪| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:২২
নষ্ট কবি বলেছেন: সবাইকে শুভেচ্ছা
০২ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৬
রাজীব দে সরকার বলেছেন: শুভেচ্ছা রইলো
৫| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৯
ইমন কুমার দে বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
৬| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৯:২০
স্বার্থত্তা বলেছেন: শারদীয় শুভেচ্ছা।
৭| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৯:৪০
কান্নার ছায়া বলেছেন: শারদীয়া শুভেচ্ছা আপনাকে ।
৮| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ১১:৩১
অসীম বেস্ট বলেছেন: আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা।
৯| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৩১
রাইসুল জুহালা বলেছেন: দুর্গোৎসবের শুভেচ্ছা আপনাকে এবং অন্যান্য ("জেনুইন") হিন্দু সহব্লগারদের।
১০| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৩৫
প্রজন্ম৮৬ বলেছেন: আসুরিক অপশক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায়ের মা দূর্গার আরাধনা সফল হোক।
পুজো'র শুভেচ্ছে রইলো।
১১| ০৩ রা অক্টোবর, ২০১১ সকাল ৭:০৩
রাইসুল জুহালা বলেছেন: রাইসুল জুহালা বলেছেন: দুর্গোৎসবের শুভেচ্ছা আপনাকে এবং অন্যান্য ("জেনুইন") হিন্দু সহব্লগারদের।
এই মন্তব্যের "জেনুইন" কথাটা বোধহয় ব্যাখ্যা করা দরকার। আস্তিক-নাস্তিক বিবাদের সময় কিছু উগ্র আস্তিক মুসলমান ব্লগার হিন্দু নিক নিয়ে গালাগালি করেছিলেন। এইসব ভুয়াদের জন্য শুভেচ্ছা নাই।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
সিংহরাজ বলেছেন: শুভেচ্ছা রইলো