![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
কন্ঠে শুধু প্রতিবাদের চিতকার
চোখ নয়, ঘৃণার অগ্ন্যুতপাত
কোথায় মানুষ - এগুলো '৭১ এর আত্না
ক্ষুধা নেই, তৃষ্ণা নেই
ঘর্মাক্ত শরীর আর
ধুলোমাখা জিন্সের দিকে তাকানোর সময় নেই
আছে শুধু ক্ষোভ
লাল-সবুজের ক্ষোভ
বেয়নেটে ক্ষত-বিক্ষত উলঙ্গ শরীরের ক্ষোভ
উপরে নেয়া নখগুলোর ক্ষোভ
থেতলে দেয়া চোখের ক্ষোভ
মাটিতে নয় - লাশের ওপরে লাশ হয়ে পড়ে থাকার ক্ষোভ
"মা চললাম, আর ফেরা হবে না"
শাহবাগ -
কী করে দিলে তুমি
কেন ৪২ বছরের পুরোনো রক্তে আগুন ধরালে
ক্লান্তি আসে
স্লোগান থেমে গেলে কিছুক্ষণ
বৃদ্ধ মুজিব সামনে এসে দাঁড়ায় - লজ্জা দেয়
কানে কানে বরকত-জব্বার এসে বলে - ব্যস এতোটুকুই?
আমি থামতে পারিনা
আমি নিজেকে আটকাতে পারিনা
কখনো আমি, কখনো আমার হাত স্লোগান দেয়
আমি থামতে পারিনা
আমার বুক ভেঙ্গে আসে, আমি থামতে পারিনা
"আজ আমি থামবো বলে আসিনি"
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
রাজীব দে সরকার বলেছেন: রিপোর্টেড এবং ধন্যবাদ
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
শের শায়রী বলেছেন: "লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে "
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
স্পাইসিস্পাই001 বলেছেন: পোষ্টে প্লাস++++....ধন্যবাদ আপনাকে
রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......
সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
নাইট রিডার বলেছেন: +++++++
এই পোষ্ট রিপোর্ট করুন, ছাগুর অন্য পোষ্ট গুলাও এমনি