![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
কয়েকজন বিজ্ঞ ভদ্রলোকের বক্তব্য এরকম - ছোট ছোট বাচ্চা শাহবাগে গিয়ে ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিল্লাচ্ছে। ওরা কি আদৌ জানে রাজাকার কী, মুক্তিযুদ্ধ কী, যুদ্ধাপরাধ কী - না বুঝে শেখানো বুলি আওরাচ্ছে - এটা নাটক নয় তো কী -যত্তোসব ফাইজলামী
প্রিয় বিজ্ঞ
টেলিভিশন কিংবা পত্রিকায় ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণ দিয়ে কী বোঝানো হচ্ছে তা আপনার অতি উর্বর মস্তিষ্ক বুঝতে পারে নাই। একজন শিশুর এসব জানার কথা না এবং তারা জানেও না।
তবে তাদের এই অংশগ্রহণ এটা প্রমান করে যে তাদের দায়িত্বশীল বাবা-মা খুব ছোটবেলা থেকেই তাদেরকে দেশ, দেশের ইতিহাস, দেশাত্ববোধ এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অল্প অল্প করে পরিচিত করাচ্ছে। এ শিক্ষা পরিবার থেকেই আসে।
দুঃখজনক হলেও সত্যি আপনার বাবা-মা এই শিক্ষা আপনাকে দিতে পারেন নাই - দিতে পারলে দেশে আপনার মতো একজন কুলাঙ্গার তৈরী হতো না।
সুতরাং যারা শিবির করে সন্দেহ করি তারাও তাদের বাবা-মা'র কাছ থেকে উপযুক্ত শিক্ষা পায় নাই
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
রাজীব দে সরকার বলেছেন: নিজেই বুঝে নিন ভাই
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
দূরবী৩২১ বলেছেন: কয়েকজন বিজ্ঞ ভদ্রলোকের আপনারা জেনে কার কি বাল ফেলছেন ? |কয়েকজন বিজ্ঞ ভদ্রলোকেরা সব মুখোজ দারি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
রাজীব দে সরকার বলেছেন: বিজ্ঞরা তো শাহবাগে আসেন না!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: পাগলে কী না বলে? কী বুঝলেন তো??
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
রাজীব দে সরকার বলেছেন: জ্বী ভাই, পাগল দের কী চিকিতসা হতে নেই? ওরাও তো মানুষ!!!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এম আর সুমন বলেছেন: কার কথা বলছেন?