![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
তুমি আমার ভার নাও
আমার অস্তিত্বহীনতার সাক্ষ্য বহন করো
আমি অনেকদিন রাত জেগে চেষ্টা করে
অতন্দ্র ভিখীরির মতো প্রাণিজ আস্ফালন করেও স্বপ্ন দেখতে পারিনি
তুমি আমাকে
এক টুকরো বলাকার মতো সাদা মেঘ
আর একটা রঙধনু এনে দিতে পারো?
আমি একটি বার আকাশ হবো
স্বপ্ন দেখবো -
আমি অনেকদিন পথ চলি না
পাপের শিকড়ে আর মিথ্যার আর্দ্রতায় এ দেহ মন্থর
তুমি আমাকে
একটা অবাধ্য তুফান এনে দেবে?
অনাদি থেকে অনন্ত যার পরিধি
আমি একটিবার প্রলয়ী হবো
গতি হবো -
আমার বুকের ভেতর টা অনেকদিন ধরে অন্ধকার
তুমি
এক ঝলক বিদ্যুত আমার বুকের মধ্যে ভরে দাও
আমি আমার মাঝে একটা প্রদীপ জ্বালতে চাই
অন্তরে আলোকিত হতে চাই
আমার সকল ভাবনা জুড়ে শুধু ধুলো আর নিস্তব্ধতা
তুমি আমাকে
এক পশলা বৃষ্টি এনে দিতে পারো?
বৈশাখের দুরন্ত ঝাপটার মতো সব ধুয়ে মুছে যাক...
আমি কালাদিকাল থেকে মৃত
নিথর - অথর্ব - শীতল
আমাকে তুমি তাজা একটা মৃত্যু এনে দাও
শাহবাগ কিংবা মশাল জ্বালানো রাত জাগা বাংলাদেশ
আমি একটা তাজা মৃত্যু চাই
দোহাই তোমার
ক্লান্তির এ পদযাত্রায় আমি হত একটি পতাকা অথবা ধর্ষিত একটি মিনার
তুমি আমার ভার নাও
আমার অস্তিত্বহীনতার সাক্ষ্য বহন করো
[কবিতাঃ বহন '৭১ - ফেব্রুয়ারী ২৩, ২০১৩]
রা জী ব দে স র কা রে র ক বি তা
©somewhere in net ltd.