![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
অনেকে অস্বীকার করতে পারেন, তবে এটা সত্যি এবং প্রমাণিত
>
>
>
>
>
>
আসুন কয়েকটা লাইন বলি আপনাদের, সাম্প্রতিক ঘটনা থেকে ...
আমরা আসলে কী চাই?
জামায়াত-শিবির-আওয়ামীলীগ-বিএনপি নির্বিশেষে আমরা কী একটা 'সংখ্যালঘু-মুক্ত' দেশ চাই?
ব্লগার রাজীব কী লিখেছে বা লেখেনি তা না পড়েই সবার ধর্মানুভূতিতে এত আঘাত লাগলো। সবাই ইসলাম বাঁচাও আন্দোলনে শরিক হলো। কিন্তু সারা দেশে যখন ভাঙা মন্দির আর মাথা ভাঙা প্রতিমা দেখাচ্ছে টিভিতে, তখন কারো ধর্মানুভূতি জাগে না? একটুও খারাপ লাগে না?
কোথায় গেলেন মিজানুর রহমান, ফখরুল সাহেব, খালেদা জিয়া কিংবা প্রধানমন্ত্রী?
যে গণজাগরণ মঞ্চে স্লোগান দিয়ে গলা ভেঙ্গে ফেলেছি, তারাও তো কর্মসূচী দিলো না।
তবে কী ধর্মানুভূতি শব্দটা এদেশে শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য?
ব্লগার রাজীবের জন্য সাধারণ রাজীব দে সরকারকে মূল্য দিতে হবে - এখন এটাই সত্যি
আমি সংখ্যালঘু এবং দেশের নিকৃষ্ট শ্রেণীর নাগরিক - এখন এটাই সত্যি
আমার মন্দির ভাঙ্গলে কারো কিছুই যায় আসেনা - আপনাদের জন্য সংখ্যালঘু-মুক্ত একটি দেশের জন্য মহান আল্লাহ পাকের কাছে মোনাজাত করছি
সৃষ্টিকর্তা সকল সংখ্যাগরিষ্ঠ দের ভালো রাখুন ...
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৯
রাজীব দে সরকার বলেছেন: তাই ভাই?
First class first citizen দের মন্দির - ঘর বাড়ি কেন ভাঙ্গা হলো যদি একটু বলতেন।
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
অেসন বলেছেন: এসব লিখে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। স্বাধীনতার পর থেকে কমতে কমতে হিন্দু সংখ্যালঘু ৮% এ দাড়িয়েছে। আপনি জানেন না, ২য় শ্রেনীর কেন আপনাকে এদেশের নাগরিক হিসাবেই এদেশ চায় না।
সেদিন বেশী দূরে নাই হিন্দু, বৌদ্ধ, চাকমা মুক্ত বাংলাদেশ হবে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২০
রাজীব দে সরকার বলেছেন: আমিও সেই মোনাজাতই করি
৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কিছু ধর্ম অন্ধ লোকের জন্য এমন হইতাছে --
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
রাজীব দে সরকার বলেছেন: Sohomot
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
রাজীব দে সরকার বলেছেন: Sohomot
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২৬
স্বপ্নক বলেছেন: লেখক বলেছেন: তাই ভাই?
First class first citizen দের মন্দির - ঘর বাড়ি কেন ভাঙ্গা হলো যদি একটু বলতেন।
আর অনেক ক্ষেত্রে ভাংচুরের জন্য যতনা দায়ী ধর্মীয় কারণ, তার থেকেও বেশি দায়ী রাজনৈতিক কারণ।
দেখবেন, যে কয়জন হিন্দু ক্ষতিগ্রস্ত তার চেয়ে অনেক বেশি মুসলমানরা ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানে হিন্দু/মুসলিম বলে নয়া সাম্প্রাদায়িকতা সৃষ্টির কোন লজিক নাই।
কিছুকিছু ক্ষেত্রে যদি শুধু ধর্মীয় কারণে হামলা হয়ে থাকে সেটা অবশ্যই সাম্প্রাদিয়কতার দায়ে দুষ্ট।
আর যে কারণেই হোক, আর মুসলিম বা হিন্দু যার উপর হামলাই হোক, সেটা অবশ্যই নিন্দনীয়।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
রাজীব দে সরকার বলেছেন: কিছুই বুঝলাম না ভাই - দয়া করে যদি আমার লেখাটা আরেকবার পড়েন ভালো হয়
আমারই দোষ আমি আপনাকে বোঝাতে পারলাম না
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
ইউআরএল বলেছেন: সহমত.....।
আর অনেক ক্ষেত্রে ভাংচুরের জন্য যতনা দায়ী ধর্মীয় কারণ, তার থেকেও বেশি দায়ী রাজনৈতিক কারণ।দেখবেন, যে কয়জন হিন্দু ক্ষতিগ্রস্ত তার চেয়ে অনেক বেশি মুসলমানরা ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানে হিন্দু/মুসলিম বলে নয়া সাম্প্রাদায়িকতা সৃষ্টির কোন লজিক নাই।
মানলাম.। বাড়ি ঘর, মানুষ ক্ষতিগ্রস্ত হবে মেনে নেয়া যায়। কিনতু মন্দির আর প্রতিমা ভাঙবে কেন ?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
স্বপ্নক বলেছেন: এখন বাল সরকারের আমলে হিন্দুরাই First class first citizen. আর মুসলমানরা second/third class citizen.