![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
ব্লগার ডাঃ ইমরান এইচ সরকারের বিরুদ্ধে একজন মুক্তিযোদ্ধা সন্তান মামলা ঠুঁকে দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ!
মামলায় ডাঃ ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়, ইউনুস সেখ নামের একজন মামলাটি করেছেন - তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবী করেন এবং এভাবে পতাকা উত্তোলন তাকে ব্যাথিত করেছে, তাই তিনি এর বিচার চান ...
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে দোষ করলে বিচার চাওয়া যাবে - কোন প্রবলেম নেই
১. বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার শিব নারায়ন দাস শাহবাগের ডাঃ ইমরানের নেতৃত্ব দেওয়া এ আন্দোলনে শরীক হয়েছেন, তিনি কেবল জাতীয় পতাকার ডিজাইনারই ছিলেন না- তিনি একজন একজন মুক্তিযোদ্ধা। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের সুযোগ্য শিষ্য।
২. ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়
[১৯৭০ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ন দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন। সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১১৬ নং কক্ষে রাত এগারটার পর শিবনারায়ন দাশ পুরো পতাকা ডিজাইন সম্পন্ন করেন]
যাই হোক, শিব নারায়ন দাস জাতীয় পতাকার এহেন অবমাননা কে অবমাননা মনে করেন নি, কিংবা মনে করলেও তার পকেটে পয়সা না থাকায় তিনি মামলা করতে পারেন নি
৩. বিএনপি ও চার দলীয় ঐক্যজোটের শাসনামলে প্রমাণিত রাজাকারের গাড়িতে লাল-সবুজের জাতীয় পতাকা উঠেছিল, তখন সম্ভবতঃ মামলার বাদী শেখ ইউনুস জন্ম গ্রহণ করেন নি - করলে তিনি তখনই মামলা করতেন
৪. আমি বাংলাদেশে থাকি - টুকটাক বিশেষ দিনে জাতীয় পতাকা বের করে ছাদে ওড়াই - ভাই মাফ চাই, দোয়াও চাই
আমি আর জাতীয় পতাকা ওড়াবো না
৫. বাদীর মামলার নিবন্ধনে কিছু ত্রুটি আছে - "অন্যায় যে করে আর অন্যায় যে সহে" দুজনেই সমান অপরাধী, মামলার আসামীর স্থানে কয়েক কোটি মানুষের নাম উঠবে - নাহলে বলবো "মামলাটি আন্তর্জাতিক মানের হয়নি"
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
রাজীব দে সরকার বলেছেন: রাষ্ট্রপতি লিখিত দিবে, সেটার কপি ফ্যাক্স করে সবার হাতে হাতে পৌঁছবে, তারপর পতাকা!!
নাহলেই মামলা!!!
২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মামুণ বলেছেন: অপরাধী, মামলার আসামীর স্থানে কয়েক কোটি মানুষের নাম উঠবে - নাহলে বলবো "মামলাটি আন্তর্জাতিক মানের হয়নি"
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রাজীব দে সরকার বলেছেন: মামলাটি আন্তর্জাতিক মানের হয়নি -
এতোগুলো আসামী কে বাদ দিয়ে মামলা হয় নাকি? আপনারাই বলেন
৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
নন্দনপুরী বলেছেন: পতাকা ছিড়লে এদেশে কিছুই হয়না..ওড়ালে সমস্যা!!!
বাদি শিবিরের কাছ থেকে .. কত টাকা খাইছে?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
রাজীব দে সরকার বলেছেন: এসব বলবেন না প্লিজ - শিবির একটি ফুলের বাগান . . . .
৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
জানা বলেছেন:
পোস্টের শিরোনামটা একটু এডিট করে দেবার অনুরোধ করছি। পুরো পোস্ট না পড়ে কেবল শিরোনাম দেখেই জটিলতা তৈরীর মানুষের অভাব নেই। দেখা যাবে কেউ স্বপ্রনোদিত (!!!) হয়ে কেবল এই শিরোনামটা কপি করে অপপ্রচারে মেতে উঠলো।
ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
রাজীব দে সরকার বলেছেন: যারা অপপ্রচারে নামবে এটা ওদের হ্যাবিচুয়াল পারভার্শন
কোন কিছু দিয়েই তাদের সেই সুখানুভূতি পরিবর্তন সম্ভব নয়
উপদেশের জন্য ধন্যবাদ - পরের বার মাথায় রাখবো
৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শাহজাহান মুনির বলেছেন: স্কুলে থাকতে আমিও পতাকা উড়াইছিলাম। আমার বিরুদ্ধে ও কি মামলা হইব?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
রাজীব দে সরকার বলেছেন: হয়ে যেতে পারে - বলা যায় না
৬| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ডাইনোসর বলেছেন: হা হা হা...
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
রাজীব দে সরকার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ
৭| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
পীরসাহেব বলেছেন: ইউনুস সেখ, পতাকা পুড়ানো, পতাকা ছেঁড়া আর দেশের মাটিতে পকিস্তানি পতাকা তুলে "পাকিস্তান জিন্দাবাদ" শ্লোগান দেওয়া - আরেকটা মামলা করেন ভাই, নাইলে অফ যান।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
রাজীব দে সরকার বলেছেন: এতো সাহস এসব ইউনুস এর নেই
৮| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
প্রণতি বলেছেন: সেদিন আমাদের বাসার মোট ৩০ জন মানুষ আমরা পতাকা উড়িয়ে সংহতি জানিয়েছি।
অদ্ভুত দেশ ছিঁড়লে মামলা হয় না। উড়াতে বললে মামলা হয়!!!!!!!!!!!!!!
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
রাজীব দে সরকার বলেছেন: সহমত
৯| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
নিয়েল ( হিমু ) বলেছেন: ঐ লোকের জন্ম গত পরিচয় নিয়ে যদি আমি প্রশ্ন করি ?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রাজীব দে সরকার বলেছেন: থাক - এতোটা লাগবেনা - সবাই এতোক্ষণে জেনে গেছেন তিনি কে
১০| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
১৬ই ডিসেম্বর গাড়ীতে বাড়ীতে
২৬সে মার্চ হাতে, বাচ্চাদের মাথায়
স্কুল মাঠে।
স্টেডিয়ামে বাংলাদেশের খেলার দিন।
বিদেশে দেশী টিম জয়লাভ করলে বিজয় মিছিল।
রাষ্ট্র পতির পারমিসান লাগবো?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
রাজীব দে সরকার বলেছেন: জামায়াত শিবিরের দেশে আলবত লাগবে
১১| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
শিপু ভাই বলেছেন:
শিরোনামটা অপ্রাসঙ্গিক লাগলো।
পরিবর্তন করে দিলে ভাল হবে বলে মনে করি।
পোস্ট দারুন হৈছে।+++++++++
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
রাজীব দে সরকার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ
১২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আল-আমিন সেখ বলেছেন: মামলার আসামীর স্থানে কয়েক কোটি মানুষের নাম উঠবে - নাহলে বলবো "মামলাটি আন্তর্জাতিক মানের হয়নি....
ভাই ভাল লাগল+++++++++++++ ...
শিরনাম নিয়া রাজনিতি হইবার পারে। খেয়াল রাইখেন।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
১৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মিনহাজুল হক শাওন বলেছেন: ভাই শিরোনামটা একটু বদলান প্লিজ, এতে সামুর সহ আমার আপনার মত ব্লগারদের নিয়ে আরো প্রোপাগাণ্ডা ছড়ানোর সুযোগ আসে। তবে আপনি যা বলছেন তার সাথে সহমত, আমিও এই মামলায় ব্যথিত, ক্ষুদ্ধ।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
রাজীব দে সরকার বলেছেন: ভাই যারা অপপ্রচারে নামবে এটা ওদের হ্যাবিচুয়াল পারভার্শন
কোন কিছু দিয়েই তাদের সেই সুখানুভূতি পরিবর্তন সম্ভব নয়
উপদেশের জন্য ধন্যবাদ - পরের বার মাথায় রাখবো
১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০
ফয়সালরকস বলেছেন:
বাংলাদেশ - শ্রীলংকা ট্যুরে কি হইবো তাইলে?
বাংলাদেশ যদি জিতে তাইলে শ্রীলংকার পতাকা উড়ামু?
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
রাজীব দে সরকার বলেছেন: দারুন
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০
ব্লগার রানা বলেছেন: ইমরান জাতীয় সংগীত গাওয়ার নিয়ম ও জানে না ।
তবে নাও জানতে পারে । আগে জানান উচিত, তারপর মামলা ।
আর একটা বিষয় জানেনা বলেই মামলা..... তাহলে সবাই আমরা কারাগারেই থাকতাম
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪
এস আর সজল বলেছেন: ভালো পোস্ট। ++++++
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
জিয়া চৌধুরী বলেছেন: জানা বলেছেন:
পোস্টের শিরোনামটা একটু এডিট করে দেবার অনুরোধ করছি। পুরো পোস্ট না পড়ে কেবল শিরোনাম দেখেই জটিলতা তৈরীর মানুষের অভাব নেই। দেখা যাবে কেউ স্বপ্রনোদিত (!!!) হয়ে কেবল এই শিরোনামটা কপি করে অপপ্রচারে মেতে উঠলো।
ধন্যবাদ।
১৮| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০
কাজী মামুনহোসেন বলেছেন: সব মিলায় দারুন হইছে, শিরোনম বদলানোর কোন দরকার নাই, যে ভাবে আছে সেভাবে থাকুক....
লেখককে ধন্যবাদ...
১৯| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
Kal+ponik Amit BD বলেছেন: মামলা যে করেছে আমার টাকা থাকলে আমি তার নামে মামলা করতাম।
২০| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
বাধা মানিনা বলেছেন: এদেশটা এমন যে, পতাকা ছিড়লে এদেশে কিছুই হয়না..ওড়ালে সমস্যা!!! জাতীয় পতাকা অবমাননায় দায়ে মামলা হয় যদি কেউ দেশ প্রেমে উদ্জিবিত হয়ে পতাকা ওড়ায়। কিন্তু জাতীয় পতাকা ছিড়ে ফেললে বা আগুনে পুড়িয়ে ফেললে মামলা তো দুরে থাক কোন প্রতিবাদও বেশী দিন টিকেনা....
২১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
রানার ব্লগ বলেছেন: ভাই আমার ব্যাগের মধ্যে আমি একটা পতাকা রাখি, এটা কি মামলা যোগ্য
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
যোগী বলেছেন: হ আমগোরে গিরামে ইসকুলে হ্যাড সারে কইলেও আমরা পতাকা উড়াইনা। মহামান্য রাষ্ট্রপতির পারমিশনের লাইগা বইয়া থাকি।