নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ওআইসি কিংবা সৌদি আরবের বাপের সম্পত্তি না

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

ওআইসি এর মহাসচিব বলেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাতিল করতে!

হয়তো সৌদি বাদশাও একদিন বলবেন

মক্কা-মদিনার জনৈক ইমাম সাহেবও একদিন বলবেন

পাকিস্তান - ভারতের রাষ্ট্রনায়করাও একদিন বলে ফেলবেন

-

১৯৭১ সালে যে ছেলে তার বাবার বুকে বেয়নেট এর ক্ষত দেখেছে, আর যে ভাই তার চোখের সামনে বোনের নিকৃষ্টতম চিতকার শুনেছে

যেদিন তারা বলবেন, সেদিন এই ট্রাইবুন্যাল বাতিল হবে - তার আগে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ওআইসি কিংবা সৌদি আরবের বাপের সম্পত্তি ন



যারা কপি-পেস্ট করবেন এসব নিউজ - নিজ দায়িত্বে করবেন

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: যেই ও আই সি র মহাসচিব আর সৌদি সরকার আমাদের দেশের রাজাকারের বিচার বন্ধ করতে বলে তাদের মাকে আমি ইংরেজীতে ........।

যায়গামতো ভরে দিলাম।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

রাজীব দে সরকার বলেছেন: হা হা হা - ভাই যথার্থ বলেছেন

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

গেস্টাপো বলেছেন: লীগ সরকারের পালে হাওয়া খারাপ দেখতেছি

মুসলিম বিশ্ব-রাজাকার অরুফে ইসলাম পন্থিদের বিচারের জন্য রাগা।এই সব দেশে প্রায় ৯০ লক্ষ বাংলাদেশী কাজ করে
আম্রিকা-ইউনুসকে অপমানের জন্য রাগা।বাংলাদেশের প্রধান গার্মেন্টস আমদানিকারন দেশ।তারা পণ্য না নিলে আমাদের ৮০ লক্ষ শ্রমিক না খেয়ে মরবে
চায়না-ভারতের সাথে মাখামাখিতে রাগা।গভির সমুদ্র বন্দরে বিনয়োগ করলো না।তাছাড়া বাংলাদেশের সাথে সবচেয়ে বেশী আমদানি-রপ্তানি হয়।সেনাবাহিনীর ৯০% চীনের তৈরি
ইউরোপিয় ইউনিয়ন-আম্রিকার পথ অনুসরন
বিম্পিও আম্লিগের উপরে খেপা,এরসাদ কাগুও খেপা।সাইদির রায়ের পরে গ্রাম অঞ্চলের সবাই খেপা


তো হিসাব করলে দেখা যাইতেছে আম্লিগের পাশে মহান ভারত মাতা আর বাংলাদেশে তাদের প্রধান ভোট ব্যাংক বাদে কেউ নাই।দেখি ১০% ভোট দিয়া আম্লিগ কেম্নে জিতে


অবসস আমি টেনশনে আছি জামাতি কুত্তাদের নিয়া।হালারা দেশের ক্ষমতায় আইলে তো মরুম


০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

রাজীব দে সরকার বলেছেন: দারুন মূল্যায়ন!
তবে পোস্টের সাথে আওয়ামীলীগ বিএনপি আসলো কিভাবে বুঝলাম না
ভোট ব্যাকের হিসাব রাজনীতিবিদরা করবে, আপনার আমার মতো ব্লগাররা না করলেও চলবে

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

রাহিক বলেছেন: ভালো বলেছেন । তবে আসলেই এই ট্রাইবুনাল বাংলাদেশের না । এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপ্রতি প্রণববাবু ও তাঁর স্নেহধন্য হাসিনাদির ট্রাইবুনাল ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

রাজীব দে সরকার বলেছেন: "এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপ্রতি প্রণববাবু ও তাঁর স্নেহধন্য হাসিনাদির ট্রাইবুনাল"
তাহলে আর ভালো বললাম কীভাবে?

আমরাই যদি এরকম বলি, তবে বাইরের লোকের বলায় আর দোষ কী?

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

আমি ব্লগার হইছি! বলেছেন: @রাহিক, ৭১ সালেও রাজাকাররা বলেছিল মুক্তি যুদ্ধ আসলে কিছু না, এইটা ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবের ষড়যন্ত্র।

বান্গালী জাতি এখন আর ঐসব ধোকাবাজীর ফাদে পড়ে নারে পাগল। সেই ১৭৫৭ সাল থেকে ঠকতে ঠকতে আমরা এখন ঠাকুরদাদা হয়ে গিয়েছি বাপধন।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪

রাজীব দে সরকার বলেছেন: তুখোড়!

৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

পৈতাল বলেছেন: যে রিপোর্টটা জামাতি পেপার নয়া দিগন্ত দিয়েছে, তার সঙ্গে ওআইসি সেক্রেটারির বক্তব্যের কোন মিল নাই। সবার জানার জন্য লিঙ্কটা দিয়ে দিলাম

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ, একটু কপি-পেস্ট করে দেন এখানে দয়া করে

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭

সজল কির্ত্তনিয়া বলেছেন: আমি ব্লগার হইছি - ভেবে কি হনুরে ভেবে ঘরে বসে থাকলে চলবে না, সৌদি, তুর্কী, সরকারীদল, বিরোধীদল গোনার সময় এখন নাই - যারাই রাজাকারের ফাঁসির বিষয়ে কম্প্রমাইজ করবে তাদের বিরুদ্ধে ঘরে বাইরে রুখে দাড়াবার এখই সময়।

১৯৭১এ বঙ্গবন্ধূর নির্দেশে যেমন এদেশের এদেশের আবাল বনিত যুবক-বৃদ্ধ যেমন ঝাপিয়ে পড়েছিল পাক-হানাদারদের বিরুদ্ধে। তরুন প্রজন্মের সামনে তেমনী আবার একটি সুযোগ এসেছে দ্বিতীয় মুক্তি যুদ্ধের .................

এদেশের নষ্ট হয়ে পচে গলে দূগন্ধ বের হওয়া কোন রাজনীতিবিদের ডাকে নয়, বরং - শতাব্দীর শেষ্ঠ সন্তান - ডাক্তার ইমরান এইচ সরকারের নেতৃত্বে আরো একবার জাতি ভেদ ভুলে ধর্ম বর্ণ নিবিশেষে সকলকে আজ ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে রাজাকার আলবদরের ফাঁসির দাবীতে, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করণের দাবীতে, শান্তির দাবীতে।



০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

রাজীব দে সরকার বলেছেন: সহমত, দারুন বলেছেন

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

নিকষ বলেছেন: ওআইসি এর মহাসচিব বলেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাতিল করতে!

কোন জায়গায় কইসে?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

রাজীব দে সরকার বলেছেন: ্জামাতীদের অপপ্রচার

৮| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১

পিচ্চি পোলা বলেছেন: চাপাবাজির একটা সীমা থাকে। জামায়াতি ছাগুরা এত মিথ্যাচারিতা করতে পারে! রিপোর্টে যা লেখা হয়েছে তার ১% ও নেই ওআইসির বিবৃতিতে। ওআইসির বিবৃতিটি খুব ছোট ৪/৫ লাইনের। তাতে ট্রাইব্যুনাল কিংবা সাঈদী রাজাকারের নাম একবারও নেই। বলা হয়েছে উভয় পক্ষকে সংযমের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে। B:-)

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

রাজীব দে সরকার বলেছেন: সহমত, দারুন বলেছেন

৯| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩১

কাজী মামুনহোসেন বলেছেন: আমার যখন আমার ভাইয়ের হত্যা আর আমার-মা বোনের শ্রীলতাহানীর বিচার চাইতে গেলাম তখন যারা এই বিচারের বিরোধীতা করলেন এবং বাধা প্রদান করলেন, তাদেরকে কাছে আমার একটা প্রশ্ন ...

৭১ সালের মত আজ যদি কেউ আপনার ভাইরে হত্যা করে তাইলে তার বিচারের বিরোধীতা করবেন ?

৭১ সালের মত যদি আপনার সামনে আপনার মা / বোনকে ........... (বলতে কষ্ট হচ্ছে) করা হয়, তখনও কি আপনি বাধা দিবেন ?

৭১ সালের মত যদি আপনার পিতা এবং ভাইকে হত্যা করা হয় এবং আপনার মা বোনকে যদি ........... (বলতে কষ্ট হচ্ছে) করা হয়, তখনও কি আপনি বাধা দিবেন ?

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

রাজীব দে সরকার বলেছেন: সহমত, দারুন বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.