![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
আজ নিজের কাছেই জানতে চাইলাম, আমার বেঁচে থাকার এই তাগিদ পাই কোথা থেকে? সারাদিনের ক্লান্ত পরিসরের সীমান্তে দাঁড়িয়ে প্রাপ্তি, বিয়োগ, মানুষের গঞ্জনা কিংবা স্নেহ, সারাদিনের ঠেলাঠেলি-গুতাগুঁতি পেরিয়ে কী সেই অমোঘ ভাইটাল ফোর্স যা আমাদের পরের দিনের বেঁচে থাকার শক্তি যোগায়? কে আমাকে এসে বলে যে আমাকে আরো একদিন বাচঁতে হবে। কেন আমি ভাবি আমার জন্য 'আগামীকাল' বলে কিছু বরাদ্দ আছে। সব কিছু শেষ করেও কেন আমি ভাবি এই শেষ ক্ষণস্থায়ী, এর পরে আরও কিছু আছে।
এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই, জানা থাকবার কথাও না। আমি দার্শনিক কিংবা ভাবানুরাগী নই। তবে রবীন্দ্রনাথের মতো ক'জন আটপৌরে বাঙ্গালী সবজান্তাকে কাছে পেলে বেশ কিছু প্রশ্নের সান্ত্বনামূলক এবং সন্তোষজনক উত্তর পাওয়া যেত। বাঙ্গালী জাতে খাটো, পাতে না। মানে আমাদের বুদ্ধি ঘিলুতে থাকেনা, বুদ্ধি থাকে পেটে। মাথার চেয়ে পেট অনেক বড় জায়গা, তাই আমাদের বুদ্ধি চর্চার ক্ষেত্রটাও অনেক বিশাল।
ফিরে আসি আগের কথায়। আমার 'আগামীকাল' এর কারন কী?
আমাকে বাঁচার তাগিদ কে দেয়? আমার কাজ, আমার প্রিয়জন, আমার স্বপ্ন, নাকি আমার সত্তা হয়তো এগুলোর মধ্যেই কোন কিছু হবে। কিন্তু কেন জানো মন থেকে এই অপশন গুলোকে মেনে নিতে পারছিনা। হয়তো অন্য কোন উত্তর আছে। আমি কাল ঠিক করেছিলাম আজ আমি কোথাও যাবো আর আমি তাই গিয়েছি। গতকাল আমার একজনের বাসায় যাবার নিমন্ত্রন ছিলো, নিমন্ত্রন অ্যাকচুয়ালি না। নিজেই জোর করে দাওয়াত নিয়েছি, ইফতারী খাবার দাওয়াত! এই জিনিসটা ফিক্সড হয়েছে গত পরশু। আমি, আমার ভাই শুভ, অতুনু, আর অনিক গিয়েছিলাম। তবে এ যাবার কারন কিন্তু গত পরশু দিনের নিমন্ত্রন (কিংবা আগ্রাসন)। তার মানে কী এই না আমার গতকালের সকল কাজের জন্য আমার পরশুদিনের কিছু কাজ দায়ী। পরশুদিনই তবে আমার গতকালের দ্রষ্টা।
আমি অতীতের ঐশ্বর্য্যে বিশ্বাস করি। তবে কী এই অতীত আমাকে আমার বর্তমান আর ভবিষ্যত ঠিক করে দেয়। আমার কাল যা হবে তবে কী তা আমার অতীতেই বলা আছে। কারো অতীতে তাকালে তবে কী আমি তার সব জানতে পারবো? হয়তো পারবো। কারো জীবনের সব কিছু তার অতীতেই বলা থাকবে।
অতীত ঘেঁটেই যদি কারো সব জানা যায় - তবে সাবধান বন্ধুরা!
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
রাজীব দে সরকার বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
পাস্ট পারফেক্ট বলেছেন: আফনেও দেখি সরকার বংশ