![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
যতদূর মনে পড়ে, ৫ই মে থেকে দেশ চালাবে বলেছিলেন হেফাজতের নেতারা
আওয়ামীলীগ দেশ চালাচ্ছে, তারা অনেক খারাপ
বিএনপি দেশ চালিয়েছে, তারাও অনেক খারাপ
দুই সরকারের আমলেই প্রতিপক্ষের বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে
কিন্তু হেফাজতের প্রতিপক্ষ কে?
পুলিশ?
শাহবাগীরা?
ব্লগাররা?
নাস্তিকরা?
নাকি বাংলাদেশের সবাই ...
গত দুই দিনের তান্ডবে যা দেখেছি, নিঃস্ব হয়েছে সাধারণ মানুষ (এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান)
যার দোকান এবং একমাত্র আয়ের দোকানটি পুড়ে গেছে, সে কিন্তু শফী সাহেবের মতোই পাচ ওয়াক্তের নামাজী মানুষ
বিজিবির যিনি মারা গেলেন, তিনিও মুসলমান এবং ব্লগার/শাহবাগী নন
হেফাজতে ইসলাম কোন ইসলামকে রক্ষা করছে আমার জানা নেই, তবে জিহাদ করে মানুষ মারার এই রাজনীতির স্বয়ং আল্লাহও কি সহ্য করছেন??
কুরআন পুড়িয়ে, মানুষ মেরে, আগুন জালিয়ে দেশ চালানো যাবে কি?
...
আমার ঐ দোকানী কিংবা পবিত্র কুরআন পোড়ানো ঐ পশুটার জন্য দুঃখ হয় না
যার জন্য দুঃখ হয়, তার নাম 'বাংলাদেশ'
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
রাজীব দে সরকার বলেছেন: হা হা ভালোই বলেছেন
২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
যোগী বলেছেন:
দুই তিন হাজার শহীদ হয়াইতো লোকবল কইম্মা গেছে
তানাহলে ঠিকি দেশ চালাইতো
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
রাজীব দে সরকার বলেছেন: কঠিন বিশ্লেষণ
৩| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ঐ দোকানী কিংবা পবিত্র কুরআন পোড়ানো ঐ পশুটার জন্য দুঃখ হয় না
যার জন্য দুঃখ হয়, তার নাম 'বাংলাদেশ' ++++
১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৮
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ছাগল দিয়ে কি হালচাষ হয়?