![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
কাজিন দের কে বিয়ে করার রীতি হিন্দু ধর্মে নেই
নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে বিজ্ঞানসম্মত নয় - - একথা সনাতন ধর্ম বহু আগেই জানিয়ে দিয়েছে ।
চাচাতো, মামাতো, খালাতো ও ফুফাতো ভাই-বোনদের মধ্যে বিয়ের পরিণামে যে সন্তান হয়, তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি বেশি। দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে এক গবেষণা চালিয়ে দেখা যায়, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানের জিনগত অস্বাভাবিকতার হার সাধারণ শিশুদের তুলনায় ৩০ শতাংশ বেশি।
এসব অস্বাভাবিকতার মধ্যে নবজাতকের অতিরিক্ত আঙুল গজানোর মতো সমস্যা থেকে শুরু করে হূ ৎপিণ্ডে ছিদ্র বা মস্তিষ্কের গঠন-প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। গবেষণায় নেতৃত্ব দেন লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এয়ামন শেরিডান। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে জন্মগ্রহণকারী সাড়ে ১৩ হাজার শিশুকে ওই গবেষণার আওতায় আনা হয়।
ব্র্যাডফোর্ড শহরে দক্ষিণ এশীয় অভিবাসীদের বড় একটি অংশ বসবাস করে। সেখানে পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে ৩৭ শতাংশই রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে থাকে। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। সারা বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ এ রকম সংস্কৃতি ধারণ করে। রয়টার্স ও এএফপি
সনাতন ধর্মে 'গোত্র প্রথা'ও গড়ে উঠেছে বৈজ্ঞানিক কারণেই
ব্রহ্মা মানব জাতির সৃষ্টির পর প্রত্যেক ঋষির বংশধরকে একটি করিয়া গোত্র হিসাবে বিবেচনা করিলেন ।ঋষির নাম অনুসারে গোত্রের নামকরন করা হল । যেমন আলিমান ঋষির থেকে অলিমান গোত্রের সৃষ্টি হল ,কাশ্যব ঋষি থেকে কাশ্যব গোত্র ,অলিমান ঋষি থেকে অলিমান গোত্র ,এইভাবে ব্রহ্মা ধীরে ধীরে অসংখ্য গোত্র সৃষ্টি করলেন ,যতদিন যাইতে লাগলো গোত্রের জনসংখ্যা তত বৃদ্ধি পাইতে লাগলো । ব্রহ্মা একি গোত্র থেকে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করলেন ।
এই বিষয়ীটি বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করা যাক .....
বিজ্ঞানীরা প্রমান করেছে যে রক্তের সম্পর্ক আছে এইরূপ ছেলে মেয়ের একসাথে বিয়ে হলে তাহলে তাদের সন্তান এর উপর এর খারাপ প্রভাব পরে । চিকিৎসা বিজ্ঞানে বলা আছে ,ইহার ফলে ব্লাড ক্যান্সার,thalasamia, birth defects, stillbirths, infant mortality and a shorter life expectancy সহ বিভিন্ন জেনেটিক সমস্যা সন্তানের দেখা দিতে পারে ।বিজ্ঞানীরা আরও বলেছেন যে বিবাহর ক্ষেত্রে ছেলে মেয়ের দূরত্ব যত বেশি হবে সন্তান তত বেশি মেধাবী হবে । এই সুত্রের যদি ব্যাখ্যা করা যাই তাহলে দেখা যায় একি গোত্রের মানুষের মধ্যে সেই গোত্রের ঋষির রক্তের সম্পর্ক রয়েছে ।
বর্তমান গোত্র সৃষ্টি হয়েছে প্রায় ১২ কোটি বছর পূর্বে আত দীর্ঘসময় এর কারনে একি গোত্রের মধ্যে রক্তের সম্পর্ক অতি নগণ্য বা নাই বললে ও চলে তবু ও একি গোত্রের মাঝে বিবাহ নিষিদ্ধ করা হইএছে যাতে সামান্যতম হলে ও এই জাতীয় সমস্যা সন্তানের উপর না পরে ।
(কপি-পেস্ট)
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
রাজীব দে সরকার বলেছেন: তাহলে এই কথা গুলো আগে নিজের ধর্মের মানুষগুলোকে বোঝান
২| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আরিফ আহমেদ বলেছেন: ভাল বিশ্লেষন,আমিও ব্যাপারটা লক্ষ্য করেছি।সব ধর্মই সত্যর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু পরবর্তীতে মানুষ এর পরিবর্তন সাধন করে ফেলেছে
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪
রাজীব দে সরকার বলেছেন: হুমম
৩| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রাজীব বলেছেন: আপনারেও দেখা যায় ভাইরাসে ধরছে।
বিগ্গান দিয়ে ধর্মকে প্রমান করার ভাইরাস মনে হয় ইসলাম ধর্মের পরে অন্য ধর্মের লোকদেরকেও ধরা শুরু করছে।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪
রাজীব দে সরকার বলেছেন: কি জানি ভাই
৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৯
জহুরুল০০৭ বলেছেন: আচ্ছা দাদা, মা দুর্গার মূর্তি বানাতে পতিতালয়ের মাটি লাগে কেন বলতে পারেন?
সুশীল সমাজের ইচ্ছা এই ঘৃণিত পতিতাবৃত্তি বন্ধ হয়ে যাক, কিন্তু এই পেশা বন্ধ হয়ে গেলে মায়ের মূর্তি বানানোর মাটি পাওয়াটা দুরূহ হয়ে যাবেনা কি?
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
রাজীব দে সরকার বলেছেন: আপনাকে তো উত্তর দিলাম, এক প্রশ্ন কতোবার করেন ভাই
৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫১
অন্ধকারের বন্ধু বলেছেন: বেটা পাগলের দল সব । তোমার কথা শুনে মনে হয় মহাপন্ডিত হইয়া গেছ । জীবনে কোনদিন কোরআন শরীফ পড়ছ ?
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫
রাজীব দে সরকার বলেছেন: বেটা পাগলের দল সব । তোমার কথা শুনে মনে হয় মহাপন্ডিত হইয়া গেছ । জীবনে কোনদিন শ্রীমদ্ভগবতগীতা পড়ছ ?
৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪
রাজীব দে সরকার বলেছেন: আবার কপি-পেস্ট করতে বাধ্য হলাম
@জহুরুল০০৭
আপনার জানতে চাওয়াকে ধন্যবাদ জানাই
তবে জানতে চাওয়ার সাথে সাথে যে হালকা মন্তব্যের সুর ছিলো, তাকে সাধুবাদ জানাতে পারলাম না
যাই হোক
মা দূর্গার প্রতিমা বানানোর সময়, গণিকার দুয়ারের মাটি লাগে
এর উত্তর মূলতঃ হিন্দু ধর্ম দর্শন এ লুকায়িত আছে
মা দূর্গা বিপদনাশিনী হওয়ার সাথে সাথে নারীর মূর্ত প্রকাশ
সময়ে অসময়ে নারীশক্তি অনেক দুরূহ কাজ সম্পাদন করতে পারে তার প্রমাণ মহিষাসুর বধের মাধ্যমে আমরা দেখেছি
কিন্তু সমাজে মা-বোন-জায়া ছাড়াও একটি অন্য চরিত্রেও নারীকে দেখা যায়
গণিকা কিন্তু সমাজেরই সৃষ্টি - আর এই প্রথায় নারীকে ঘৃণা আর অপমান ছাড়া আর কিছুই দেওয়া হয়না
আর মা যেহেতু সকলেরই মা, তাই পূজার এই আয়োজনে যেন সমাজের কোন অংশ বাদ না থাকে, বিশেষ করে ঐ পরিবেশে বেড়ে ওঠা শিশুরা, এই ব্যাপারটাও কিন্তু অমূলক না
মা দূর্গার মঙ্গলাচারণের সাথে তাই এই নারীদেরকেও সম্পৃক্ত করা হয়েছে - সমাজ যাদের সুনজরে দেখে না, অথচ সমাজেরই প্রয়োজনে যে গণিকাবৃত্তির জন্ম তাকে একটি মহৎ আয়োজনের প্রারম্ভে রেখে পূজার মাঙ্গলিক কর্ম পেয়েছে আরো সুগভীর মাত্রা
৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৮
জহুরুল০০৭ বলেছেন: আপনার অন্য লেখাটায় এটার উত্তর পড়েছি।
তবে এই কাজিনদের মধ্যে বিয়ের ব্যাপারে গবেষণার রিপোর্টটা কয়েক বছর আগে বিবিসি রেডিওতে শুনেছিলাম। ইংল্যান্ডের পাকিস্তানী অভিবাসীরা কাজিনদের মধ্যে বিয়ের ব্যাপারটা খুব বেশী করে এটা ঠিক এবং তার ফলাফল যে ভাল নয় তাও ঠিক।
ইসলাম ধর্মে এই ধরণের বিয়ে বৈধ, তবে এটা যে করতেই হবে এমনটা কিন্তু নয়। এই নিয়মটা পূর্ববর্তী ধর্মগুলোর ধারাবাহিকতা থেকে এসেছে মূলত মানুষের পারিবারিক বন্ধন শক্ত করার জন্য। বিয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী না পাওয়া গেলে বা জাত পাত না মিললে তাদেরকে অবিবাহিত রেখে দেওয়ার চাইতে এটা মন্দের ভাল।
বিলাতী পাকিরা যে কারণে এটি করে থাকে তা হচ্ছে এদেশের ইমিগ্রেশনের সুবিধা আদায় করা। অন্য বংশের পাত্র পাত্রী আনার চাইতে নিজের বংশের কারো সাথে বিয়েটা হলে নিজ বংশের একজনকে ব্রিটিশ নাগরিক বানানোর একটা বিরাট সুযোগ পাওয়া যায়। পাকিস্তানীরা এই সুযোগটা হাড়ে হাড়ে কাজে লাগায়। তারা এমনকি তাদের উচ্চ শিক্ষিতা বিলাত পড়ুয়া মেয়েদেরকে পাকিস্তানে নিয়ে গিয়ে বিয়ে দেয় এক অশিক্ষিত মূর্খ ভাগ্নের বা ভাস্তের সাথে শুধুমাত্র তাকে ব্রিটিশ বানানোর লোভে। এ ধরণের কার্যকলাপ অবশ্যই নিন্দনীয় এবং বর্জনীয়। এটা যতটা না ধর্মীয় তার চাইতে বরং সামাজিক এবং পারিবারিক ব্যাপার।
যেহেতু ব্যাপারটার অপকারিতা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে তাই সেটা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব সিরিয়াসলি নিচ্ছে এবং বর্জন করছে।
ধর্মগ্রন্থে যা লেখা আছে তা থাকবে, কারণ তা পরিবর্তন করার ক্ষমতা মানুষের নাই। মানুষের যদি একান্তই উপায় না থাকে তখন নাহয় দু একজন কাজিনকে বিয়ে করবে।
তবে দাদা, প্রসঙ্গক্রমে একটা বিষয় এসেই গেল যা জিজ্ঞাসা না করে পারছি না। ভারতের কোন কোন অঞ্চলে মামার সাথে ভাগ্নীর বিয়ে হয় - এ ব্যাপারে বেদ বা গীতায় কি নিয়ম লেখা আছে?
আর রাধা - কৃষ্ণ প্রেমলীলায় দেখা যায় তাঁরা মামা ভাগ্নী ছিলেন। মামা ভাগ্নীর প্রেম কি ঠিক ছিল দাদা? নাকি দেবতাদের সাত খুন মাফ?
৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
রাজীব দে সরকার বলেছেন: রাধা-কৃষ্ণ শুধু মামা-ভাগ্নি না, বরং রাধাঁ অন্যের বিয়ে করা স্ত্রী ছিলেন
কিন্তু ভাই এসব নিয়ে মন্তব্য কেন??
এরকম কাদা ছোড়াছুড়ি শুরু করলে আপনাদের নবী-রাসুলরা কি বাদ যাবেন?
মন্তব্য এখানেই শেষ
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
sanjay paul বলেছেন: হিন্দু ধর্মে কি বাবার জেঠাতো বোনের মেয়েকে বিবাহ করা যায়??
১০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৩
সঞ্জয় সূত্রধর বলেছেন: হিন্দু ধর্ম মতে খালাতো বোনকে বা মামাতো বোনকে আই মিন কাজিনকে বিয়ে করা যাবেনা এটা কোন হিন্দু ধর্ম গ্রন্থে পাব কোন অধ্যায়ে পাব একটু স্পেসিফিকেলি বলতে পারবেন দাদা???
রেফারেন্স টা দিলে উপকৃত হতাম।।।।
১১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৩
এভো বলেছেন: বর্তমান গোত্র সৃষ্টি হয়েছে প্রায় ১২ কোটি বছর
বর্তমান মানুষ হোমোসেফিয়ান্সের আবির্ভাব হয়েছে ১০ লক্ষ বৎসর আগে সেখানে কোন বিজ্ঞান থেকে পেয়েছেন ১২০ লক্ষ বৎসর বা ১২ কোটি বৎসর ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
ইমরান হক সজীব বলেছেন: বর্তমান বিজ্ঞানের সাথে অতীতের মানুষের জানা বিষয়ের দু একটা মিলে যেতেই পারে, তারমানে সেই মানুস গুলর পালন করা ধর্ম বিজ্ঞান ভিত্তিক এমন চিন্তা করা হাস্যকর ।