![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
প্রতিদিনের ভুলে যাওয়া অনেক কিছুর মতো
...বাংলাদেশের মানুষ কাঁদতে ভুলে গেছে
শেষ কেঁদেছিলে ক্ষুদিরামের ফাঁসির দিন তুমি,
তারপর যখন তোমার বাবা ক্যান্সারে ধুঁকে ধুঁকে মরলো, তুমি কাঁদোনি
মিলন কিংবা তাহের, মুজিব কিংবা রুমি
ওঁদের মরাতেও তোমার কান্না আসে নি,
কি যতনে তৈরী তোমার হিয়া!
নতুন দিনে ঝলসে গেছে নতুন কিছু শরীর
তাদেরও ঘর ছিলো, ঘরের মধ্যে তাদের অপেক্ষায়
কেউ না কেউ ছিলো
অদ্ভুত দেশের -
অদ্ভুত প্রিয় মানুষগুলো আমার -
তোমরা কি কাঁদতে ভুলে গেলে
-
(বার্ণ ইউনিট এর নতুন পোড়া মুখগুলোর জন্য উতসর্গ)
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
সকালে কিছু পোড়া মুখের শুশ্রুষা করে ফিরে আসি।
বিকেল হতে না হতে দেখি আরো কয়েকটা নতুন পোড়া মুখ।।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
ফলক বলেছেন: আমরা এখন হিজড়া জাতিতে পরিণত হয়েছি। বাঙ্গালীর ইতিহাস নাকি গৌরবময়। কই সে সংগ্রামী জাতি? মাইর খেয়েই যাচ্ছে কিন্তু প্রতিবাদ করছে না।