নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

ভুল করে আমার হাত ছেড়ে দিও না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯



এবার এক দফা এক দাবী নিয়ে

তোমার সামনে দাঁড়াবো

পূর্ণিমার সন্ধ্যায় তোমাকে সাথে নিয়ে রিকসায় ফ্লাই-ওভারে উঠতে চাই,



নীল শাড়ি নীল টিপ

লাগবে না

হাত ভরা চুড়ি, গলায় নকল মণিহার

লাগবে না

ঠোটে আর্দ্র লালিমা কিনবা ঘন কালো টানা চোখ

লাগবে না



চাই না তোমার শরীরের ঘ্রাণ আমাকে ভাসিয়ে নিক

চাই না তোমার নাকের ভাঁজে আমার চোখ আটকে যাক

কোন পার্থিব কামনা নেই,

কোন কিছু দখল করার দানব আঁচড় নেই,



শুধু -

ভুল করে আমার হাত ছেড়ে দিও না

ভুল করা মেয়ে আমার ভালো লাগেনা...



(০৪/০২/২০১৪)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

নিশাত তাসনিম বলেছেন: ভুল করে আমার হাত ছেড়ে দিও না
ভুল করা মেয়ে আমার ভালো লাগেনা...

তাই সঠিক মানুষটিকে বেছে নিন যে কখনো আপনার হাত ছেড়ে দিবে না। কবিতা সুন্দর হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

রাজীব দে সরকার বলেছেন:

উপদেশ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:








এবার এক দফা এক দাবী নিয়ে
তোমার সামনে দাঁড়াবো
পূর্ণিমার সন্ধ্যায় তোমাকে সাথে নিয়ে রিকসায় ফ্লাই-ওভারে উঠতে চাই,

নীল শাড়ি নীল টিপ
লাগবে না
হাত ভরা চুড়ি, গলায় নকল মণিহার
লাগবে না
ঠোটে আর্দ্র লালিমা কিনবা ঘন কালো টানা চোখ
লাগবে না

চাই না তোমার শরীরের ঘ্রাণ আমাকে ভাসিয়ে নিক
চাই না তোমার নাকের ভাঁজে আমার চোখ আটকে যাক
কোন পার্থিব কামনা নেই,
কোন কিছু দখল করার দানব আঁচড় নেই,

শুধু -
ভুল করে আমার হাত ছেড়ে দিও না
ভুল করা মেয়ে আমার ভালো লাগেনা...







-----------চমৎকার হয়েছে। লিখতে থাকেন একদিন নিশ্চয় ভালো কবি হবেন।

ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ

/:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.