নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

পার্লামেন্টে কি একবার আবৃত্তি হতে পারে না এই কবিতাটি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

পার্লামেন্টে কি একবার আবৃত্তি হতে পারে না এই কবিতাটি?



কবিতায় আমি আদিখ্যেতা করে প্রেম রাখিনি

প্রেমিকার হাত ধরা সোনালী বিকেলের অভিসার রাখিনি

জাতিসঙ্ঘের যেমন খুশি তেমন সাজানোর চিঠি

কিংবা মার্কিনীদের কূটনৈতিক হা-ডুডু খেলার অভিপ্রায়

এসব নেই এই কবিতায়

যে কিশোরী নিথর দেহ ঘন্টার পর ঘন্টা কাটাতারে ঝুলে থেকেও

ক্লান্ত হয় না, তার কথা গুণাক্ষরেও নেই



পার্লামেন্টে কি একবার আবৃত্তি হতে পারে না এই কবিতাটি?



এ কবিতায় কবি আর মন্ত্রীদের মধ্যে কোন শত্রুতা নেই

বিরোধী নেত্রীর মেক-আপের ঘনঘটা নেই,

বাজেট নেই, বলদা গার্ডেন নেই, শাহবাগের স্লোগান নেই

আর ছাপ্পান্ন হাজার বর্গমাইল চাষ করে যে কৃষক

তার গতকাল সারাদিনের না খেয়ে থাকার কষ্টের কথা নেই



পার্লামেন্টে কি একবার আবৃত্তি হতে পারে না এই কবিতাটি?



সেই শিশুটির কথা এখানে বলা নেই

লাল ককটেইলের আঘাতে যার থ্যাতলানো মাথা

তার মায়ের দেখতে হয়েছিলো

৩০ লক্ষ লাশ এর দামে যে পতাকা বাংলার আকাশে উড়েছিলো

তাকে ধর্ম হেফাজতের নামে পোড়ানোর উল্লাস এ কবিতায় নেই

এ কবিতায় ক্ষুধা নেই, ধর্ষণ নেই, পোড়ানো দেবী প্রতিমা নেই

নেই বার্ণ ইউনিট থেকে দগদগে পোড়া লাশ যে পিতা বয়ে এনেছেন তার কথা



পার্লামেন্টে কি একবার আবৃত্তি হতে পারে না এই কবিতাটি?



আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো এই জ্যামে ভরা রাজপথ

ঐ ধুলোমাখা বুড়ো শহীদ মিনার যার কাছে

নতুন দিনের কথা নেই

তারুণ্যের বিপ্লব নেই

মুজিব নেই, ভাসানী নেই, রবীন্দ্রনাথ নেই

অজস্র ধর্মান্ধ কুকুরের ভিড়ে এক মুঠো বাংলাদেশ নেই



এরকম একটি কবিতা



পার্লামেন্টে কি একবার আবৃত্তি হতে পারে না এই কবিতাটি?



(০৫/০২/২০১৩)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালোই লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.