![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
তোমার আমার আদান-প্রদান করা শব্দগুলো যদি লিখে রাখা যেতো
এই বাংলায় গীতবিতানের প্রয়োজন ফুরাতো,
অনায়াসে হয়ে যেতো নগর কাব্যের শ্রেষ্ঠ সংকলন,
অ্যাকিলিস এর বর্শার চেয়েও উন্মত্ত
আটলান্টিকের জলের চেয়েও নেশাময়
অভুক্তের চেয়েও অভুক্ত যে হিংস্র প্রেম
তোমার সোনালী চুলের পরতে পরতে গতরাতে দিয়েছি গুঁজে,
তার একটা দলিল যদি রাখা যেতো,
কতোগুলো নক্ষত্র এ ভাবনায় মূর্ছা যেতো তা কি তুমি ভাবতে পারো?
তোমার আমার আদান-প্রদান করা শব্দগুলো,
ভোরের শিশিরে লুকানো রইলো,
বৃষ্টি দেবে না যে মেঘ তার শরীরে লুকানো রইলো,
তোমার ঘরে কড়া নেড়ে ফিরে আসা আমার অভিপ্রায়ে লুকানো রইলো,
যে কবিতা আমি কোনদিন লিখতে পারবো না -
সেই কবিতায়, শব্দ বাক্য ছাড়াই -
তোমার আমার আদান-প্রদান করা শব্দগুলো লুকানো রইলো...
©somewhere in net ltd.