![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
দাবী ছিলো একটাই; আমি অন্ধ তেপান্তরের দস্যু হবো, অথচ
স্নেহশূন্যতার অবগাহনে তীর্যক করে নিয়েছো আমাকে,
তোমার সমস্ত বেলাভুমি জুড়ে যে ঘুড়িটা মেঘ হয়েছিলো
তোমার রিক্ত বিলাসিতায় তাকে আর আটকাতে পারলাম না,
ভোর গুলো এখন একা একাই ভোর হয় -
মোবাইলের চার্জ এখন ফুরোতে বেশ সময় নেয় -
স্নেহশূন্যতায় বেড়ে ওঠা মেঘ গুলোর খোঁজ কেউ রাখেনি
কে যেন একদিন চামড়ার খুব কাছে এসে বলেছিলো,
একদিন রাতে আমি ঝর্ণা হবো, প্রতিজ্ঞার পূরণের জোছনা হবো
সাত সমুদ্র তৃষ্ণার গ্লাসে ঠোঁট হবো, তোমার শরীরে শিউলির ঘ্রাণ হবে
কে যেন বলেছিলো একদিন... কে যেন
২| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৩৪
বোকামানুষ বলেছেন: স্নেহশূন্যতায় বেড়ে ওঠা মেঘ গুলোর খোঁজ কেউ রাখেনি
৩| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
সামুস কিং বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৯
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: কে যেন বলেছিলো একদিন... কে যেন
আমি মনে রাখলেও সে কি করে অস্বীকার করবে ? ন্যুনতম লজ্জা হলেও সে পাবে।