![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
যদি একবার ডাকো
অ্যাকিলিসের বর্শার মতো মাইথোলজির প্রান্তর পেরিয়ে ছুটে আসবো,
ঝড়ের আগে ঘরে ফেরে যে বাতাস তাকে হার মানিয়ে চলে আসবো,
মিথ্যে কথার শহর মাড়িয়ে,
অপেক্ষার প্রহরগুলো সিগারেটে পুড়িয়ে,
দাঊ দাঊ করে জ্বলা এ শরীরের সব বৃষ্টি,
আকাশের সব গুলো মেঘ, অরণ্যের সব টুকু প্রেম
দিক-দিগন্ত কাঁপিয়ে তোলা আমার সবটুকু জৈব-অস্তিত্ব
সব, হ্যাঁ, সব কিছু নিয়ে - আমি সাইক্লোন হয়ে ছুটে আসবো,
যদি একবার ডাকো
ভুলে যাবো, আমি কি ছিলাম
তীক্ষ্ণ মিছিল ভুলে যাবো, ফেস্টুন ভরা রাজপথ ভুলে যাবো,
নেশায় ভরা স্লোগান ভুলে, সময় গড়ার প্রতিজ্ঞা ভুলে
আমি দিগন্ত জোড়া স্বপ্নহত্যার জলোচ্ছ্বাস হয়ে ছুটে আসবো
যদি একটিবার ডাকো
তোমার কাছে ছুটে আসবোই
এই আরোহণে, এই ছুটে আসায়, যদি শোনো-
আমি নেই, আমি ভেঙ্গেচুড়ে নিঃশেষ হয়ে গেছি
তাও তোমার কাছে ছুটে আসবো...
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১২
রাজীব দে সরকার বলেছেন: হেঃ হেঃ
২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সত্যি চমৎকার লেখনী।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১১
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদধন্যবাদ
৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ছোটে আসা অর্থময় হোক ।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১১
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫
চড়ুই বলেছেন: আপনার কবিতাটি দারুন হয়েছে। আর বলতে ইচ্ছা করছে, হ্যাঁ নেব আপনাকে।
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:১৭
রাজীব দে সরকার বলেছেন: হা: হা:
মন্তব্যের জন্য ধন্যবাদ
৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
যদি একবার ডাকো
অ্যাকিলিসের বর্শার মতো মাইথোলজির প্রান্তর পেরিয়ে ছুটে আসবো,
শুরুটা দূর্দান্ত হয়েছে, কবিতার মধ্যে ঢুকিয়ে নেয় নিমিষেই!
কবিতায় ভালো লাগা রইলো!
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:১০
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১০
রসায়ন বলেছেন: ওয়াও
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:১১
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০০
মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ
+++++++
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:০৯
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।
দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।
৯| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা +++
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪
গাধা গরু বলেছেন: ///নেবে আমাকে///-----
হ্যা নেব, আসবে?