![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
হয়তো ভোর হবে
শিশিরের ডানা ছুঁয়ে তোমার আঁচলের ঘ্রাণে ভোর হবে
বায়বীয় মাধ্যমে তোমার আমার যতো আলাপন সেই ভোরে স্মৃতি হবে
তোমাকে দেখার ইচ্ছেগুলো নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে
অনলাইন অবয়বে সে ইচ্ছে পোষ মানবে কি?
নিছক মোহের ঘোরে, সামান্য খোপায় কিংবা লাল শাড়িতে
মন আটকানোর যে বিদ্যে তুমি জানো,
এই ঘুড়ির কাছে সে বাঁধন ছেড়ার কাঁটাতার নেই
দূরে থেকেও তাই তুমি আঁরাধ্য; স্ক্রীনে থেকেও তাই তুমি স্নিগ্ধ;
এই ভুলগুলো ভুলই থাক, থাক হিসেবগুলো এলোমেলো,
স্মৃতিগুলো ঢেউ এর মতো বার বার ভেসে আসুক
গল্পগুলো বার বার এই শহরের বুকে উচ্চারিত হোক
স্মৃতিগুলো অমিথ্যা, রাতগুলো নির্ভুল
গল্পটা তোমার আমার,
গল্পটা ভোর হবার
(১৫.০৭.২০১৪)
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:১৩
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২০
মিঠু জাকীর বলেছেন: "নিছক মোহের ঘোরে, সামান্য খোপায় কিংবা লাল শাড়িতে
মন আটকানোর যে বিদ্যে তুমি জানো,"--- চমৎকার!
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:১০
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।