নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলামী কি করেছে? জামায়াতে ইসলামীর আবার বিচার হবে কেন?

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

একদল মানুষের

এই লেখা

পছন্দ

হবে না,

তারা না হয়

না ই বা

পড়লেন!!






সম্প্রতি স্বাধীনতার বিরোধী শিবির জামায়তকে বাচানোর জন্য নতুন গেইম প্ল্যান ঠিক করেছে





তারা এখন আওয়ামীলীগ এর কন্ঠে কন্ঠ মিলিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে, কিন্তু যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে মানতে রাজী নন -



তাদের সাধারণ যুক্তিঃ পরিবারের 'ছেলে' খারাপ কাজ করতে পারে কিন্তু এজন্য 'পরিবার' কিভাবে দোষী হয়?



আসুন একটু ফিরে তাকাই পেছনে...



হিটলার কি করেছিলেন? মানুষ হত্যা? এতোটুকুই? আমরা যে সংবিধান অনুসরণ করি তার বয়স সবে ৪৩ পেরিয়েছে, তারও ২০ বছর আগে 'ইউনিভার্সাল হিউম্যান রাইটস' এর প্রচলন হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে, কোনক্রমেই মানুষকে যুদ্ধের জন্য প্ররোচিত করা যাবে না।



যুদ্ধবিরতির জন্য কাজ করা যাবে, কিন্তু কখনো কোন জনগোষ্ঠীকে কোন জনগোষ্ঠীর দ্বারা যুদ্ধের আমন্ত্রণ জানানো যাবে না। এটা যুদ্ধের থেকেও বড় অপরাধ। হত্যার জন্য ধ্বংসের জন্য মানুষকে সংগঠিত করা হত্যার চেয়েও বড় অপরাধ।



হিটলার কি করেছিলেন? শুধু কি ইহুদী হত্যা, কমিউনিস্ট হত্যা, বিরোধীদের হত্যা - না!!



তিনি যুদ্ধের বীজ ছড়িয়েছিলেন, মানুষকে হত্যা করার জন্য মানুষকে মাতিয়েছিলেন, মানুষ হত্যার আনন্দের মাতোয়ারা করেছিলেন সৈনিকদের, রক্তপিপাসু জনতা তৈরী করেছিলেন, আর এটা তিনি কি একা একাই করতে পেরেছিলেন?



তার মতো মেধাবী ক্রিমিনালেও একটা প্রশাসন প্রয়োজন হয়েছিলো, জনবল প্রয়োজন হয়েছিলো



তার অপরাধ শুধু হত্যা করা নয়, হত্যার এই যজ্ঞে তিনি মানুষকে উতসাহিত করেছেন, তাদের সংগবদ্ধ করেছেন



আমরা শুধু নিজামী, মুজাহিদ, গোলাম আযম, সাইদী নিয়ে কথা বলছিনা -

একটি সংগঠন ছাড়া এরা কি খুব বেশী কিছু?

এক গোলাম আযম নিজে কতো জনকেই বা মারতে পেরেছেন?



ব্যাপারটা কিন্তু 'যুদ্ধাপরাধ' - কথাটার মধ্যেই এর ব্যাপ্তি ছড়ানো। এই গর্হিত অন্যায় একা করা যায় না,



এই শুয়োরের বাচ্চাগুলো নিজেদের এই ষড়যন্ত্র আর খুন-লুটপাট-ধর্ষণ এর মতো মানবাধিকার নস্যাতের প্ল্যান করেছিলো জামায়াতে ইসলাম বা ছাত্রসংঘের ব্যানারে। একটা-দুইটা খুন করলেই যুদ্ধাপরাধ হয়ে যায় না। 'ওয়ার ক্রাইম' এর ব্যাপ্তি এর থেকেও অনেক বড় - একটি দেশ একটি চেতনা একটি জাতির স্বপ্ন নষ্ট করা কিংবা করার প্ররোচনা হলো ওয়ার ক্রাইম।



মানুষকে হত্যা করার প্ল্যান, মুক্তিযোদ্ধা পরিবারকে অত্যাচার করার প্ল্যান, নিরস্ত্র মানুষকে ভয় দেখানো, তাদের ঘর থেকে স্ত্রী-কন্যাকে তুলে নিয়ে যাওয়া, কন্সেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে জুলুম, ভীতি সঞ্চার করে মানুষকে স্বাধিকারের স্বপ্ন থেকে সরিয়ে নিয়ে আসা - একা একা কি করা যায়?



আমাদের দেশের কিছু মানুষ - আমাদের দেশেরই মুক্তিকামী মানুষের বিরোধিতা করেছিলো, নিজের দেশের মেয়েদের তুলে দিয়েছিলো সামরিক জান্তাদের বৈঠকখানায়, লুটপাট করেছিলো নিজেদেরই মানুষের সব কিছু - 'যুদ্ধাপরাধীদের সংগঠন' সেই ঘৃণ্য অপরাধে দুষ্ট





আজ থেকে ১০০ বছর পরেও যখন একটি ছেলে এই 'সংগঠন' করবে তার মাঝে সঞ্চারিত হবে এই একই বিষমন্ত্র - সেও একদিন প্রশ্ন করে ফেলবে, আসলেই ২ লক্ষ মা-বোন নির্যাতির হয়েছিলো কিনা। তার ধর্ম-বেঁচা লিফলেটে আবারো বিষাক্ত হবে সমাজের কোন নিভৃত অংশ, এর অপেক্ষাতেই কি থাকবে আমার পরের প্রজন্ম??



না ... বিষবৃক্ষটি তুলে ফেলার এখনই সময়



বিষমুক্ত হোক বাংলাদেশ, শাপমুক্তি হোক রাজনীতির



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

আমি রিয়াদ বলেছেন: ভাল লিখছেন

২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

লেখোয়াড় বলেছেন:
আপনি ওসব বাদ দেন তো।

জামাতের সেইসব ব্যক্তি ও জামাতের বিচার হতে হবে, এক কথা।
বিষমুক্ত বাংলাদেশ চাই।

"যুদ্ধাপরাধের দায় ব্যক্তির, দলের নয়—যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন র‌্যাপের এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত?"

প্রথম আলোর আজকের প্রশ্ন।
মাকিনীদের খেলা চলছেই।

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮

নিজাম বলেছেন: যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন দূত স্টিফের এর নিকট প্রশ্নঃ (১) জার্মানের হিটলারের দলের নেতাদের বিচার করার পরও কেন নাজি বাহিনীকে নিষিদ্ধ করা হলো? (২) ইরাকের সাদ্দামের দলকে কেন নিষিদ্ধ করা হয়েছে? (৩) আল-কায়েদা কেন নিষিদ্ধ? এরকম আরও অনেক উদাহরণ দেয়া যায়। অপরাধের কারণে যদি ব্যক্তি দায়ী হয় এবং দল দায়ী না হয় তাহলে আমেরিকা সারা পৃথিবীতে যেসব দলকে নিষিদ্ধ করেছে সেসব দলকে আগে প্রকাশ্যে আসার সুযোগ দেয়া হোক। মাননীয় দূত, আপনি ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের দিকে নজর দিন। আমাদের সমস্যা আমরাই সমাধান করব। এখানে নাক গলানোর দরকার নেই।

৪| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার একটি মাত্র প্রশ্নঃ

৭১ সালে জামায়াতের সংগঠনের পক্ষ থেকে গনহত্যা বা কোন ধরণের মানবতাবিরোধী অপরাধ করার জন্য এর কর্মীদেরকে অফিসিয়ালি কোন নির্দেশনা দেয়া হয়েছিল, নাকি কেবল অখন্ড পাকিস্তানের স্বার্থে কাজ করার জন্য বলা হয়েছিল?

তাহলেই বোঝা যাবে, সংগঠন হিসেবে জামায়েতের অপরাধ আছে কিনা

৫| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

নিষ্‌কর্মা বলেছেন: গুয়া-নিজামি-মুজাহিদদের দায় জামাতের। যেমন হিটলারের দায় নাজি দলের। যেমন সাদ্দামদের দায় বাথ পার্টির। যেমন ওসামার দায় আল-কায়েদার।

এর চেয়ে বেশি কিছু বুঝি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.