নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীর কতো সাহস!!

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

ভেবেছিলাম

কিছু লিখবো না

এই প্রসংগ টা নিয়েঃ







কোন একজন মন্ত্রী মহোদয় সাংবাদিক সাহেবদের গালি দিয়েছেন প্রকাশ্যে, তাদেরকে খবিশ বলেছেন, চরিত্রহীন বলেছেন।



একজন মন্ত্রীর মুখে উচ্চারিত এহেন বাণী নিয়ে মোটেও কাম্য নয়, তিনি সরকারের দায়িত্বশীল পদে নিযুক্ত এবং আমাদের জনপ্রতিনিধি। তাই তার ভাষা হবে মার্জিত, বস্তুনিষ্ঠ ও প্রোটোকল মাফিক।



এদিকে সুশীল সমাজে নাড়া পড়ে গেছে এই নিন্দনীয় কাজে, আজ রাতে টক-শো এর ঝড় বয়ে যাবে চ্যানেলে চ্যানেলে।



আমরা টিভির সামনে বসবো, এসব দেখবো, একজন আরেকজনকে বলবো, আরে এ যে সেই মন্ত্রী, অনুষ্ঠানে গেলে ঘুমিয়ে পড়ে, প্রকাশ্যে সিগারেট খায়, দেখতেও বেঢক চেহারা!





আমি নিতান্তই অমেধাবী একজন শ্রমজীবী বাংলাদেশি,

তবু গণতান্ত্রিক মনে প্রশ্ন জাগেঃ





১. সাংবাদিক দের গালি দেওয়া হলে তা পত্রিকার প্রথম পাতাতেই বড় হেডলাইনে লেখার কি হলো? (প্রথম আলোতেই প্রথম পাতায় হেডলাইন হয়েছে), অবশ্য এরশাদের দেওয়া ইফতার যে সাংবাদিক দের পছন্দ হয় নাই এটাও একসময় নিউজ হয়েছিলো





২. কয়েকদিন আগে নারায়নগঞ্জের একজন প্রতাপশালী রাজনীতিবিদ সাংবাদিক দের 'কুকুর' বলে সম্বোধন করেছিলেন, শুধু তাই না, তাদেরকে কুকুর বলার কারনও ব্যাখ্যা করেছিলেন, মিডিয়াকে এমন বিশ্নেষণধর্মী অপমান কেই কখনো করেছেন কিনা আমি জানি না, -



এটা নিয়ে সেরকম কোন নিউজ হতে দেখি নাই, ২/১ টা অনলাইন পত্রিকায় এলেও পরে চেপে যায় তারা, এটা নিয়ে কোন ফলো-আপ স্টোরি হয় নাই, কোন প্রতিবাদের ঝড় ওঠে নাই, কোন টক-শোতে কোন সুশীল কথা বলে নাই, সবাই কেমন একবাক্যে স্বীকারই করে নিলো, হ্যাঁ উনি যা বলেছেন, মনে হয় ঠিকই বলেছেন!!





এরকম হবার কারন কি? কারন হলো এই সাংবাদিক প্রানীগুলোর সাহস হয় নাই উনাকে নিয়ে কিছু বলার, খোদ ঊনার দলেরই কারো সাহস হয় না তাকে নিয়ে কিছু বলার, অনেকেই বলেছিলো, 'যেমন কুকুর তেমন মুগুর'





কিন্তু আজ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী কে নিয়ে আমরা প্রতিবাদের ঝড় তুলে ফেলি।



কারন তিনি একজন নিরীহ মানুষ বলে?

কারন তিনি সেই ত্রাস সৃষ্টি করে রাজনীতি করেন না বলে?

তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বলে?

গ্রামের মাটি থেকে উঠে আসা অমিষ্টভাষী মানুষ বলে?

তিনি আওয়ামী লীগ করেন বলে?

নাকি তিনি সেই সব ফ্যাসিলিটি মিডিয়াকে দেন না যা অনেক করাপটেড নেতারা দেন বলে?



তারপরও তিনি খারাপ কাজ করেছেন,

তিনি প্রকাশ্যে একদল খবিশকে খবিশ বলেছেন!



আমরাও চাই তার বিচার হোক, তার আগে তদন্ত হোক, কেন তিনি এরকম কাজ করলেন! তদন্ত হোক খবিশের দল আসলেই কি করেছিলো, এবং যদি সত্যি অভিযোগ প্রমাণিত হয় হবে সেই সকল সংবাদপত্র ও টেলিভিশন চ্যালেনের লাইসেন্স বাতিল করা হোক!!!





আরে, যে দেশে, একযুগের বেশী সময় ধরে চিকিতসা সেবা দিয়ে আসা সহকারী অধ্যাপকের লাইসেন্স বাতিল হতে পারে আর কবিরাজ, ফকির, ওষুধের দোকানদার, মেডিকেল এর পিয়ন, কোয়ার্করা নির্বিঘ্নে দেশের স্বাস্থ্য-সেবায় মহিমান্বিত অবদান রেখে চলে, সেই দেশে ২/৪ টা মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর বেজ্জতি হলে কিছু আসে যায় না!



হোক প্রতিবাদ, মন্ত্রী তুমি পদত্যাগ করো, এদেশ তোমার জন্য না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.