![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
কথা ছিলো কষ্টের কবিতা আর লিখবো না,
সুদিনের লোভ জাগিয়ে
সুদিন যদি ঘরের দরজায় এসে না দাঁড়ায়,
তবে কবিতার কি দোষ...
কথা ছিলো অনেকগুলো শিউলি ফুলের মালা পাবো,
শিউলিমালা জড়ানো একটি হাত কপালে ঠাঁই নেবে আমার,
আমার ফুল যদি আমাকেই ভুলে যায়
তবে এ জীবনের কি দোষ...
পাহাড়টা ডিঙ্গিয়ে এক সাথে সমতলে ফেরার কথা ছিলো
পাহাড় এলো, সমতল এলো, অশ্রুর সাগর এলো, অন্ধকার এলো,
অন্ধকারে হাত নেড়ে যে অতীতকে আমি স্পর্শ করি
সেখানে শুধুই ঘন অন্ধকার থাকে,
একটি শিউলি ফুলও না...
(০৬ - ০৩ - ২০১৫)
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৪
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
শুভ কামনা রইলো
২| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৮
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৮
সুফিয়া বলেছেন: অন্ধকারে হাত নেড়ে যে অতীতকে আমি স্পর্শ করি
সেখানে শুধুই ঘন অন্ধকার থাকে,
একটি শিউলি ফুলও না
এই ক'টা লাইন বেশী ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৮
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৪| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৮
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৫| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৯
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৬| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১১
নাহিদ রুদ্রনীল বলেছেন: পাহাড়টা ডিঙ্গিয়ে এক
সাথে সমতলে ফেরার কথা ছিলো
পাহাড় এলো, সমতল এলো, অশ্রুর সাগর
এলো, অন্ধকার এলো,
অন্ধকারে হাত
নেড়ে যে অতীতকে আমি স্পর্শ করি
সেখানে শুধুই ঘন অন্ধকার থাকে,
একটি শিউলি ফুলও না...
অনেক সুন্দর লাইন। ভালো লেগেছে।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৯
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৭| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২২
ডি মুন বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
তবে প্রথম দুই প্যারা বেশি ভালো লাগল। শেষ প্যারাটা অতোটা নয়।
+++
কবিকে শুভেচ্ছা।
ভালো থাকা হোক।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৮| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ফুল যদি আমাকেই ভুলে যায়
তবে এ জীবনের কি দোষ..
আসলেই তো
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৯
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
৯| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
কালো গুপ্তচর বলেছেন: কথা ছিলো অনেকগুলো শিউলি ফুলের মালা পাবো,
শিউলিমালা জড়ানো একটি হাত কপালে ঠাঁই নেবে আমার,
আমার ফুল যদি আমাকেই ভুলে যায়
তবে এ জীবনের কি দোষ..
লাইন গুলো খুব নাড়া দিয়ে গেলো। অনেকটা মিলে যায় আমার সাথে। কবির প্রতি অনেক শুভকামনা রইল।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০
রাজীব দে সরকার বলেছেন: শুভকামনা রইলো
ধন্যবাদ ...
১০| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯
আরজু পনি বলেছেন:
কষ্টের কবিতা আমিও আর লিখব না।
শুভেচ্ছা রইল, রাজিব।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:২৮
উদীয়মান সূর্য় বলেছেন: ভালো