![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
কখনোই কারো 'কাছের মানুষ' হতে পারেনি একটি ছেলে -
না জলের, না আগুনের
না বরফের, না ফাগুনের
না অতীতের, না শহীদের
না কোন বাড়ির, না কোন নারীর
কখনোই কারো 'কাছের মানুষ' হতে পারেনি একটি ছেলে
না দেবতার, না গণিকার
না স্বপ্নের, না কবিতার
না ভোরের, না ভয়ের
না কোন শিকারির, না কোন শরীরের
পড়ন্ত বিকেলে এসেও একলা হাতেখড়ি,
নিজের কবিতাতেও স্ববিরোধী আমি,
স্বপ্ন আর শিহরণে যার নিত্য যাতায়াত -
কি মহিমায় নৈরাশ্য তারে নিত্য করে গ্রাস!
অবশেষে পরাজয়
অবশেষে কালান্তের অপেক্ষা
অবশেষে কোন একদিন মেনে নেওয়া
অবশেষে
কোনদিন কারো 'কাছের মানুষ' হতে না পারা
(২৪ / ০৬ / ২০১৫)
©somewhere in net ltd.