নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

হাওয়া সাংবাদিকতা / নয়া অনলাইন জার্নালজিম

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩২

সাপ্তাহিক ছুটির দিন, অথচ বৌ এর জ্বালাতনে আর ঘুমানো হলো না

ঘুম থেকে উঠতেই অরিন্দম এর বৌ অরিন্দমকে বলা শুরু করলো

"এই শোনো, তুমি আর বিছানার ডান দিকে শুবানা, আর বাম হাতে ব্রাশ ধরে দাঁত মাজবা আর তাহসান এর নতুন গানটা তোমার মোবাইলের রিং টোন বানাবা"

অরিন্দম পুরা মানসিক প্রতিবন্ধির মতো তাকিয়ে আছে নিশাত এর দিকে। কি বললো তার বৌ তাকে!! কেন বললো?!
হঠাৎএই আচরণের ধাক্কায় ঘুম পুরো পগার-পার... দাঁত মাজতে মাজতে ভাবছে অরিন্দম, কোন কূল কিনারা খুঁজ়ে পাচ্ছে না

এবার অরিন্দমকে অনলাইন ফাতরামির একটু গভীরে নিয়ে যাই

ইদানিং ফেইসবুকে কিছু অনলাইন জ্ঞানীর উপদ্রব বেড়েছে!!
তাদের জ্ঞানগর্ভ মাথা থেকে বেরিয়ে আসছে দারুন সব উপদেশ এর মসলা,
শুধু মসলা বললে কম বলা হবে, এর সাথে মালেরও অভাব নেই
সব মিলিয়ে জ্ঞানীদের মাল-মসলা বয়ান

নিউজ ফীডে এখন হরহামেশাই দেখতে পাবেন এই ধরনের শিরোণামঃ

* যে ১০ টি কাজ বিয়ের প্রথম রাতে অবশ্যই করবেন
* যে ১২টি কাজ বিয়ের প্রথম রাতে ভুলেও করতে যাবেন না
* যে ৭ টি কারনে মেয়েরা স্বামীদের ভুল বোঝে
* যে ৮ টি কারনে ছেলেরা অকালে বুড়িয়ে যায়
* যে ১১ টি কারনে আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হবে
* প্রেমের আগে যে ১০টি জিনিস অবশ্যই জেনে নেবেন
* যে ১২ টি কারনে লেবু জল খেয়ে দিন শুরু করবেন
* যে ৭টি কারনে আপনার প্রেম ভেঙ্গে যেতে পারে
* যে ১০টি কারনে একটু বেশী বয়সে প্রেম করা ভালো
* যে ১১ টি কারনের কম বয়সে বিয়ে করা ভালো

অনলাইন পোর্টাল পরিচালনা করেন এমন কিছু 'হাওয়া সাংবাদিক' (অনলাইন জার্নালিস্ট) এর মাথা থেকে এসব জ্ঞানগর্ভ চিন্তা আসে - এগুলো আসলে তাদের 'মহাবাণী' যার আলটিমেইট উদ্দেশ্য লাইক আর শেয়ার। লাইক আর শেয়ার পাবার জন্য যেকোন জায়গায় তারা কাতুকুতু দিতে পারে। আর কাতুকুতু দিলে লাইক শেয়ার হবেই হবে। 'অনলাইন কাতুকুতু'র মাত্রা এখন তাই ছেলে মেয়ে যুবক বৃদ্ধ সকলেই টাইমলাইনেই থাকে

* 'যে ১০টি কারনে মেয়েরা সেক্স করে' - এরকম একটি রগরগে লাইন আপনার চোখে পড়লে আপনি কোনভাবেই এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে ওটাতে ক্লিক করতেই হবে।

আমি জানতে চাই যারা এ ধরনের উপদেশ বা বাণী দেন, তারা এগুলো কিভাবে পান? নিজের জীবনের অভিজ্ঞতা? নাকি স্বপ্নে পাওয়া? নাকি অনলাইনে কিছু একটা লিখতে হবে তাই লেখা?

একটা সময় ছিলো কিছুদিন আগেও, আমরা রবীন্দ্রনাথ কিংবা শেক্সপিয়ারের উপদেশ শেয়ার দিতাম। আর এখন চোখ পড়ে গিয়ে 'যে দশটি কাজ মেয়েদের সামনে কখনোই করবেন না'

তাহলে কি ধরে নেওয়া যায়, ঘরে ঘরে শেক্সপিয়াররা জন্ম নিচ্ছেন? তাহলে ভালো দেশ এগিয়ে যাচ্ছে... যাক! আমি তাদের এগিয়ে যাওয়া টেনে ধরবার কে?!?!

আমার গল্পের অরিন্দম আর নিশাতের মাঝে ঝগড়া লেগেছে, তাই আর ওদের টেনে আনলাম না, ওরা একটু ঝগড়া করুক

তবে যে ২ লক্ষ কারনে অগা-মগা দের কোন রকম যোগ্যতা ছাড়া অনলাইন জার্নালিস্ট হতে যাওয়া উচিত না, সেটা নিয়ে একটা পোস্ট দেওয়া জরুরী। কেউ লিখলে কৃতার্থ হতাম...

শেষ করি একটা পুরোনো জোকস দিয়ে, বুদ্ধিমানদের জন্য ইশারাই নাকি যথেষ্ট!!!

এক বুড়া বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখলঃ
বাবা, আমার অনেক বয়স হয়েছে। এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না।
তুই থাকলে একটু সাহায্য করতে পারতি' .
-
--
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দিলঃ 'তুমি ঐ ক্ষেত খনন করো না ।
কারণ,
ক্ষেতে আমি আমার, সব অস্ত্র লুকিয়ে রেখেছি।
--
পরেরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেত
খনন করে দেখল, কিন্তু অস্ত্র পেলো না।
--
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখলঃ 'বাবা,
আমি জেলে থেকে তোমার জন্য এতটুকু সাহায্যই করতে পারলাম।
এখন শুধু আলুর
বীজ লাগিয়ে নিও!!!
--------------------
[ পোস্ট শেষ ]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.