![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
এ কথা তোমাকে বলে যাওয়া প্রয়োজন
কারন তুমি বোধহয় মনে রাখবে
কথাটা জেনে যাও -
যেদিন আমি চলে যাবো
কেউ মনে রাখবে না
এই আমি,
কতোখানি ক্ষুদ্র কতোখানি বড় ছিলাম
কতোটুকু উদাস কতোটুকু গভীর
কতোটুকু ভারী কতোটুকু নিস্তেজ
কতোটা পুরু কতোটা পাতলা
কতোটা রুক্ষ কতোটা মসৃন
কতোখানি স্বার্থপর কতোখানি উজবুক
কতোটুকু শীতল আর কতোখানি উষ্ণ ছিলাম
কেউ মনে রাখবে না আমি কেমন ছিলাম
লোডশেডিং এর অন্ধকারে এ হাত কতোদ্রুত
দিয়াশলাই ধরাতো
ভোরের আলোয় রাত জাগা চুলগোল কতোটা
এলোমেলো থাকতো
হাত বাড়িয়ে এ হাত কতোবার ফিরে এসেছে
কতোবার ঘুম ভেঙ্গেছে
ঘুম না ভাঙ্গার ইচ্ছে সত্ত্বেও
কতোবার - কতোবার -
কতোখানি - কতোটুকু
এ কথা তোমাকে বলে যাওয়া প্রয়োজন
কারন তুমি বোধহয় মনে রাখবে
(০২ / ০৭ / ২০১৫)
©somewhere in net ltd.