![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
জানো নুপূর
আজো তুমি ভালোবাসতে শিখলে না
নিষ্ঠুর করে রেখেছো স্বপ্নের মেঘগুলোকে
গোলাপী রঙ কোনটা, তাই জানো না তুমি
অথচ
আমি
ভালোবেসেছি, বহুবার
ছেলেবেলায় ভালোবেসেছিলাম...
ঝড়ের আগের ঠান্ডা বাতাস টা কে,
নতুন নতুন বইয়ের মলাটগুলোকে,
ভালোবেসেছিলাম,
একটা জবা ফুল গাছকে,
একটা ঝুলঝুলিওয়ালা রিকসাকে
অথচ
নুপূর
তুমি, আমার মতো নও
নিজের ঠোঁটেই গোপন রেখেছো নিজেকে
বেঁচে থেকেও হারিয়ে গেছো
ভালো থেকেও ভালো নেই
স্বপ্ন-বিরহ-ঘ্রাণ কিংবা উষ্ণতায় তোমার ঠাঁই নাই
তুমি আছো শুধু বেজন্মা কবিতায়
~~
(২৪/০২/২০১৬)
রা জী ব দে স র কা র এ র ক বি তা
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: নিজের ঠোঁটেই গোপন রেখেছো নিজেকে
বেঁচে থেকেও হারিয়ে গেছো
ভালো থেকেও ভালো নেই অভিমানী সুর।
আর
স্বপ্ন-বিরহ-ঘ্রাণ কিংবা উষ্ণতায় তোমার ঠাঁই নাই
তুমি আছো শুধু বেজন্মা কবিতায় অস্থিরতার গান।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
হাইপারসনিক বলেছেন: সে এতই বেজন্মা ??