![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
(কোন সরকারী হাসপাতালে একদিন রাউন্ড চলাকালীন...)
- চাচা স্লামালিকুম, কেমন আছেন আজকে? রাতের পেটে ব্যাথাটা কমলো?
- এট্টু ইট্টু কম মনে হয়।
- ভালো, খাওয়া দাওয়া করেছেন আজকে।
- দিসে খাইতে দুইডা। তয়... রান্না বালো না।
- চাচা সব রোগীর জন্য তো এই খাবারই সরকার দিচ্ছে। যদি খুব বেশী খারাপ লাগে, আপনাকে আমি সিস্টারকে বলে আপনার বাসা থেকে আনা খাবার খাওয়ার অনুমতি দিতে পারি।
- (চাচা হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন) বাসায় এই খাবার পাইবো কই ?! মাছ মাংশ কি খাইতে পারি নি। এইডাই বালো। যাই দেন, তাই বালা। এইডা বন্ধ কইরেন না।
- আচ্ছা চাচা!!
- তয় বাতরুমডা পরিষ্কার কইরা দেন। ময়লা অনেক।
- আচ্ছা বলে দিচ্ছি খালাদের। চাচা আপনার বাড়ির টয়লেট কেমন?
- না বাজান। জংলায় হাগি। নিজেগো জংলা !!
**
আর কোন কথা হয়নি চাচার সাথে।
সিস্টাররা-আয়ারা হেসেই খুন...
২| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
প্রতিভাবান অলস বলেছেন: জংলা!
৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: হাহাহা.....মজা পাইলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
রাফিন জয় বলেছেন: হা হা হা!