![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ছোট ছিলাম তখন চিন্তার সীমাটা ছিল অসীম।
আমি চিন্তা করতাম বড় হয়ে এই পৃথিবীটাকে বদলে দেব।
বাকিটা ইতিহাস........
যখন একটু বড় হলাম তখন বুঝতে পারলাম পৃথিবীটাকে বদলে দেওয়া অনেক কঠিন কাজ, যা একার পক্ষে সম্ভবপর ন,, সহজ কথায় অসম্ভব ।
তখন আমি চিন্তার পরিধিটাকে ছোট করে ফেললাম। চিন্তা করলাম করলাম আশে-পাশের মানুষগুলোকে বদলানোর।
তাদের বদলাতে গিয়ে আমি নিজেই যে কখন তাদের মত হয়ে পড়লাম টেরই পাই নি।
এখন আমি বুঝতে পারছি সবার আগে যদি আমি নিজেকে বদলাতে পারতাম তাহলে জীবনটা বদলে যেত, অন্য রকম, অন্য কিছু হতে পারত।
জীবনের কোন এক পর্যায়ে কারও কথা দ্বারা অনুপ্রাণিত হলে মনে হয় আজকেই জীবনকে বদলে দিবো , পরের দিনেই আবার আগের মত হয়ে যাই।
মনে রাখা উচিত ছিল একদিনে জীবন কেন জীবনের "জ" টাকেও বদলানো সম্ভবপর নয়।
সবার আগে নিজেকে বদলাতে হবে।
পৃথিবীটাকে বদলানো স্বপ্নে প্রেমিকার মুখে জান ডাক শুনার মতই
২| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৬
নাম জেনে কি হবে বলেছেন: ধন্যযোগ #অমিত ভাই
৩| ০১ লা মে, ২০১৮ রাত ১০:০৯
বনসাই বলেছেন: কালীপ্রসন্ন সেন এর ভাবনা একটু ঘষে নিজের করে নিলেন, একটু কৃতজ্ঞতা দেখালে খারাপ হতো না।
২ বছর তো পেরুলো নিজেকে কতটা বদলাতে পারলেন?
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৬
অমিত অমি বলেছেন: সুন্দর চিন্তাভাবনা।।