নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাম জেনে কি হবে

নাম জেনে কি হবে › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট সেক্টর

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭

প্রাইভেট সেক্টরে চাকরি করা পুলাপানরা আসলেই একেকটা স্টুপিড।
এরা যে প্রতিনিয়ত কি পরিমান ধর্ষনের শিকার হয় বলে বুঝানো যাবে না।:-/:-/:-/:-/:-/
এরা তাদের জীবন-যৌবন সব বিলিয় দেয় একটা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু প্রতিষ্ঠান কি করে???
বসের সাথে
মতের অমিল হলেই বলা নেই কওয়া নেই বের করে দেয়।
একবারও চিন্তা করেনা যে ঐ ছেলেটা তার মাকে কথা দিয়েছে আগামী মাসে বেতন হলেই তোমাকে নতুন চশমা কিনে দিব, এই মাসটা কোন রকমে টেনেটুনে পার কর।
ছেলেটা বাবাকে বলে রেখেছে যে সামনের সপ্তাহে বেতন পেলে ঘরের ছাদের কাজটা শুরু করে দিব।
ব্যংক লোনটাও আস্তে আস্তে শোধ করে দিব।
একজন চাকুরিজীবি মাসের শুরুতেই বাজেট করে রাখে যে এই মাসের বেতন পেলে কোন খাতে কত টাকা খরচ করবে।

কিন্তু কম্পানির বসদের এত সবের ধার ধারার টাইম কই,,
টাইম নাই কারন,

প্রাইভেট প্রতিষ্টানেও এখন রাজনীতি, গ্রুপিং।
সবাই দল ভারী করতে ব্যাস্ত।
তুমি আমার দলে নেই??
so get out.
আর বস ভূল করলেও চাকুরী যাবে আপনার কারন
পানি সব সময় নিচের দিকেই গড়ায়।
আমি আমার চোখের সামনে এই ৬ মাসে অন্তত ১০ জনকে চাকুরি হারাতে দেখেছি,
কি কারনে চাকুরি হারিয়েছে তা কেহ জানবেনই না।
জানতেও চাইবে না কারন জানতে গেলেও চাকুরি চলে যেতে পারে।
তবে আরেকটা কথা খুব অবাক হবার মত,
এক এক জনের চাকুরির বয়স ১৫ বছর ২০ বছর হয়ে গেছে, তবোও প্রতিদিন বলে আজ বুঝি চাকরিটা চলে যাবে।
আজব ২০ বছর চাকুরি করার পরও তার চাকুরি হারাবার চিন্তা কিন্তু কেন???
তাইতো বলি,
বুদ্ধিমানরা চাকুরী করে না।
বুদ্ধিমানরা একটা কিছু করে না,
এক সাথে অনেক কিছু করে।
আর আমার মত স্টুপিডরা চাকরি করে।
আমার ব্যাক্তিগত অভিমত, সবার সাথে নাও মিলতে পারে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

বনসাই বলেছেন: বস ইজ অলওয়েজ রাইট- জানুন, মানুন।
কাজ জানা লোকের চাকরি যায় না। তরতর করেই তারা এগিয়ে চলে। তারা চাকরি ছাড়ে।
অকাজের ঢেঁকিরা যত ঝামেলা বাঁধায়।

২| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২০

নাম জেনে কি হবে বলেছেন: মানতে পারলাম না, ২০ বছর চাকরি করেও যাদের চাকরি যায় তারা কি অকাজের ছিল, তাহলে ২০ বছর সার্ভিস করল কি করে কাজ না জেনে????????????????????

৩| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

শব্দ অর্থ বলেছেন: বনসাই বলেছেন:
কাজ জানা লোকের চাকরি যায় না। তরতর করেই তারা এগিয়ে চলে। তারা চাকরি ছাড়ে।
সহমত।

সবার আগে কাজ। কোন কোম্পানিই চায়না ভালো কাজের/ যোগ্য লোককে বাদ দিতে। যারা ব্যবসা করে তারা বোঝে যোগ্য লোকের কত অভাব। কারো দ্বারা বেনিফিট না হলে কত দিন কোম্পানি বসে বসে বেতন দিবে। তাই অনেককে স্বপ্ন দেখানোর আগে নিজের যোগ্যতাকে বাড়াতে হবে।তাহলেই চাকরি হারানোর ভয় থাকলেও চাকরি তাকে খুজবে।













৪| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১

নাম জেনে কি হবে বলেছেন: সবার আগে কাজ।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৭

টারজান০০০০৭ বলেছেন: অনিশ্চয়তাও আছে , আবার যোগ্য লোক পাওয়াও যায় না। প্রাইভেট জব সবসময় চ্যালেঞ্জিং। নিজেকে আপডেট রাখাটাই বুদ্ধিমত্তার কাজ।

৬| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮

নাম জেনে কি হবে বলেছেন: সেটাই চেষ্টা করছি ভাই # Tarzan

৭| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: প্রাইভেটে দুই মাস কাজ করার অভিজ্ঞতা আছে। প্রথম মাসেই বুঝতে পারি আগামী কয়েক বছর কঠিন পড়াশোনা করে সরকারী চাকরি নিতে হবে, না হলে লাইফ শেষ। আর কর্পোরেট খাতও আগের আকর্ষণ হারিয়েছে। প্রাইভেট ব্যাংক আর বহুজাতিকে তরুণদের যা একটু আগ্রহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.