![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি প্রাইভেট সেক্টরে জব করবেন??
অফিস শুরুর নির্ধারিত সময় থাকবে, কিন্তু শেষ করার সময়টা শুধু কাগজে পত্রেই থাকবে।
বাস্তবে নির্ধারিত সময়ে কোন দিনিই অফিস শেষ করতে পারবেন না।
কাজের শুরু থাকবে, কিন্তু শেষ থাকবে না।
কাজ আপনা-আপনি জন্ম নিবে
আপনি দুই মিনিট দেরী করে অফিসে গেলে মাস শেষে সেটার জন্য জবাব দিহিতা করতে হতে পারে আপনাকে, কিন্তু প্রতিদিন যে অতিরিক্ত কাজ করবেন তার জন্য মাসের শেষে কোন লিখিত বা বাহবা কিছুই পাবেন না।
কারন ঐ টা আপনারই কাজ ছিল।
প্রতিষ্ঠান যদি একবার বুঝতে পারে যে চাকুরীটা আপনার খুব প্রয়োজন, চাকুরী চলে গেলে আপনি বিপদে।
তাহলে কাম সেরেছে,
যত রকমের কাজ করানো যায় আপনাকে দিয়ে, যত প্রেসার ক্রিয়েট করা যায়না তার চেয়েও বেশি প্রেসার ক্রিয়েট করবে আপনার উপর।
কারন আপনি চাকুরী ছাড়বেন না।চাকুরীটা আপনার প্রয়োজন যত কষ্টই হোক আপনার।।
আপনার উপর ভর করে প্রতিষ্টান ফুলে কলা গাছ হবে, আর কাজ করতে করতে আপনি শুকিয়ে হয়ে যাবেন তাল-পাতার সেপাই।
তার পরও মানুষগুলো দিনরাত খেটে চলেছে প্রাইভেট সেক্টরে।
জীবন,যৌবন সব দিয়ে দিচ্ছে শুধু বাড়িতে পরিবার নামক একটা কিছু আছে বলে।
শত কষ্ট সহ্য করে নিচ্ছে কারন,বাড়িতে মা,বাবা চেয়ে আছে মাসের ২৮ তারিখের দিকে।
খেয়ে না খেয়ে কাজ করে যাচ্ছে ছেলে- মেয়েকে ভাল কোথাও লেখাপড়া করাবে বলে।
মাস শেষে স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের বেতন, আরোও কত চাহিদা
কিন্তু কাজ করা লোকগুলোর কোন চাহিদা নেই।
কাজ করছেতো করেই যাচ্ছে কারন,
দু বেলা পরিবারের মুখে আহার তুলে দিতে হবে যে ।
এদের কোন ট্রায়ার্ডনেস থাকতে নেই, খারাপ থাকতে নেই, মুখে কৃত্রিম হাসি সেট করে নিত হয় চাকুরি টিকিয়ে রাখতে।
এরা আসলে এক একজন অনেক বড় অভিনেতা।
তাইতো বলি,
শত চাপের মধ্যে অভিনয় করে ফোনের ওপাশে ভাল আছি বলা লোকগুলোর জয় হোক।
জয় হোক মেহনতি মানুষের, ভাগ্যের পরিবর্তন হোক প্রাইভেট সেক্টরে কাজ করা প্রতিটা মানুষের।
স্বপ্ন হোক সার্থক উনাদের।
শ্রদ্ধা।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২২
নাম জেনে কি হবে বলেছেন: ধন্যবাদ #সোহেল ভাই
২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
নতুন নকিব বলেছেন:
"শত চাপের মধ্যে অভিনয় করে ফোনের ওপাশে ভাল আছি বলা লোকগুলোর জয় হোক।
জয় হোক মেহনতি মানুষের, ভাগ্যের পরিবর্তন হোক প্রাইভেট সেক্টরে কাজ করা প্রতিটা মানুষের।
স্বপ্ন হোক সার্থক উনাদের।
শ্রদ্ধা।"
-দারুন লিখেছেন তো!
ভাল থাকুন, নাম না বলা কেউ,
দুলে উঠুক, মনে সুখের ঢেউ।
কর্পোরেটের কঠোর কঠিন গ্লানি,
দিক মুছে দিক, সফলতা আনি।
আঁধার কেটে আলোর প্রভাত আসুক,
সব মানুষে সবাই ভাল বাসুক।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
নাম জেনে কি হবে বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ,সর্বদা ভাল থাকার চেষ্টা করি #নতুন দাদা
৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪১
সঞ্জয় নিপু বলেছেন: উপায় নাই ভাই, প্রাইভেট সেক্টরেই এখন কিছু কাজের সুযোগ আছে, তা না হলে দেখেন সরকারী চাকুরী কয় জন পায় বলুন?
এভাবেই নির্যাতিত হয়ে আমরা চাকুরি করে যাচ্ছি তারপর ও দেখেন প্রতি বছর বেকারের সংখ্যা বেড়েই চলেছে।
সরকারী কোন নীতিমালা নেই প্রাইভেট সেক্টরের ওপর, ছুটির দিন ও অফিস করতে হয় প্রতিনিয়ত, কে দেখবে বলুন ?
আপনার ক্ষোভের প্রতি সহমত।
অনেক ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬
নাম জেনে কি হবে বলেছেন: বেতন না দিলেও অতটা কষ্ট পাই না,যতটা কষ্ট পাই ছুটির দিন কাজ।করলে। #নিপু-দা
৪| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
ঢাকাবাসী বলেছেন: এদেশের সরকার কোনদিন আপনাকে চাকুরীর নিশ্চয়তা দিবেনা। যা চাকুরী আছে তা খুব সীমিত আর সেটা পেতে ঘুষ ছাড়া উপায় নাই্ । ১২ লাখের মত সরকারী চাকুরী অথচ প্রার্থী প্রায় কোটি দুয়েক, কি করবেন? যারা একবার উপরে যায় তারা এক্সটেনশন নিয়ে জেঁকে বসে!
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭
নাম জেনে কি হবে বলেছেন: আসলেই আমাদের জবগুলো সিকিউর না, মন্তব্যের জন্য ধন্যবাদ #ঢাকাবাসী
৫| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখনী ♚
২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮
নাম জেনে কি হবে বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত। +।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪
মোস্তফা সোহেল বলেছেন: শত চাপের মধ্যে অভিনয় করে ফোনের ওপাশে ভাল আছি বলা লোকগুলোর জয় হোক।
জয় হোক মেহনতি মানুষের, ভাগ্যের পরিবর্তন হোক প্রাইভেট সেক্টরে কাজ করা প্রতিটা মানুষের।
স্বপ্ন হোক সার্থক উনাদের।
শ্রদ্ধা।
আমাদেরও শ্রদ্ধা রইল তাদের প্রতি।