![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার খারাপ, রাস্তা-ঘাট খারাপ, আইন-শৃঙ্খলা খারাপ, যুব সমাজ খারাপ, মেয়ারা খারাপ, আপনিও খারাপ,
সব খারাপের ভিড়ে শুধু আমি ভাল।
কতো অভিযোগ, কারো কারোও কাছে তো আবার এই দেশটাই খারাপ!
এই মানুষগুলো কিছুটা তাচ্ছিল্য করে বলে 'বাংলাদেশ সবই হয়, এ দেশে থেকে কিছুই হবে না'।
হ্যাঁ, এটা ঠিক এ দেশে এখন অনেক কিছু হয়...
৭১ এ আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে খেলা হতো, এখনও হচ্ছে তবে তা ভিন্ন কায়দায়।
কে খেলছে তার উত্তর দিয়ে যাবেন।
নিশ্চয় আমাদের দেশের বাইরের কেউ এসে নয়।
বিচার শুরু হয়েছে।
আরে বিচার যে শুরু হয়েছে সেটাও বিচার না হওয়ার চেয়ে বেশি নয় কি??????
কোন কিছু না পাওয়ার চেয়ে সমান্যতম পাওয়াও ভাল নয় কি????
৭১ এ পাকি শাষক আমাদের বুকে গুলি ছুড়েছে এখনও অনেকে গুলি খেয়ে মরে থাকে।
এর কারণে আমরা দোষ সর্বদা সরকারকে দেই, কিন্তু সরকারটা কে? কোথা থেকে আসে সরকার?????
আমাদের মাঝ থেকেই কেউ সরকার হয়েছে, কেউ মন্ত্রী আবার কেউ রাজনৈতিক ব্যাক্তি হয়েছে , এই মানুষগুলোর কেউ চায়না পণ্য নয় যে টাকা দিয়ে মার্কেট থেকে কম দামে কিনে এনে বসিয়ে দেয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাসঁ হচ্ছে, কে করছে? ওবামা! লাদেন!
এই মহান চোর ব্যাক্তিটি আমাদেরই কেউ, হয়তো উনার সন্তান আমার বয়সী বা আমার আপনার চেয়ে বড়।
এই কাজটি যে বা যিনি করছেন তিনিও আমাদেরই কেউ।
দায় আমরা কোন ভাবেই এড়াতে পারি না।
আমাদের ভাবতে হবে,
'প্রথমেই আমাদের সারা বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবা দরকার, নিজের এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে ভাবা দরকার। নিজে প্রতিষ্ঠিত হলে পরিবারের দায়ভার নিতে পারব, সমাজকে এগিয়ে নিতে সাহায্য করতে পারব। এভাবে প্রতিটি পরিবার এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে।'
আসুন নিজের খারাপ দিকগুলো চিহ্নিত করি, নিজেকে এগিয়ে নেই। যে লোকটির আপনার সাহায্য দরকার পারলে তাকে সাহায্য করুন। সবাই নিজের সমাজকে ঠিক করি তবে আসলেই দেশ বদলে যাবে।
আর অন্যকে দোষ দেবার অভ্যাসগুলো ত্যাগ করি।
আমাদের যারা নেতা তারা আমাদেরই আপনজন। ৭১এ নেতা ছিল এমন লোকের চেয়ে ৭১ এর পরে নেতা হয়েছে এমন লোকই বেশী। আজ অনেকে রাজনীতিতে প্রবেশ করছেন । এই আমদেরই কেউ কাল দেশের নেতা হবে তবুও যদি দেশ না পাল্টায় তবে দোষ দেশের নয়, দোষটা আমাদেরই। তাই
কবির ভাষায় ,
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে!
আসুন আগে সবাই নিজে জাগি। এরপর অন্যকে জাগাই । পরিবর্তন আসবেই।
পৃথিবী একদিন সুন্দর হবেই হবে।
২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
আখেনাটেন বলেছেন: মাথাতে পচন ধরলে সারা গায়ে এমনিতেই জ্বালা হওয়ার কথা। আর মাথা ঠিক থাকলে গায়ের কোথাও খোস-পাঁচড়া হলে তা চিকিৎসা করে নিলেই হল।
দেশের সরকার হল মাথা। তাদের পচন গোটা দেশের পচন। 'অাইনের শাসন' থাকলে জনগণও অনেকটাই সচেতন হয়ে যাবে এটাই চরম বাস্তবতা। এই জিনিসটার অভাবেই যত গণ্ডগোল। পরিবারের কর্তা নীতির ব্যাপারে কঠোর হলে পরিবারের অন্য সদস্যরা অন্যায় করতে দ্বিতীয়বার ভাববে।
শুদ্ধি অভিযান উপর থেকে হলেই সেটা উপযুক্ত। কারণ তেনাদের হাতেই সোনার কাঠি-রূপার কাঠি ধরা।
৩| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১
সঞ্জয় নিপু বলেছেন: আশা করছি হবে এবং
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
ওকে, পৃথিবী একদিন সুন্দর হবে, ধরে নিলাম।