নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব রায় ০১

রাজীব রায় ০১ › বিস্তারিত পোস্টঃ

ওয়ান ডেতে বাংলাওয়াশ শেষ।এইবার টি ২০ তে ওয়াশ হবে।।।

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৬





জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে তাসকিন আহমেদের কাছে অনেক প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমীদের। তাসকিন সেই প্রত্যাশা মিটিয়েছেন অনেকটা। তরুণ সৌম্য সরকারের বেলাতেও একই রকম হয়েছে। তাসকিন-সৌম্যের পর আরেকটি নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সেই লিটন দাসের জায়গা হয়েছে। যদিও ক্রিকেটবোদ্ধা ও ক্রিকেটপ্রেমীদের আশা ছিল তার অভিষেকটা হবে ওয়ানডেতেই। কিন্তু সেখানে চলে এসেছিলেন রনি তালুকদার। তবে ওয়ানডে দলে থাকলেও রনির অভিষেক হয়নি ওপেনিংয়ে তামিম-সৌম্যের অসাধারণ পারফরমেন্সে। তবে লিটন দাসের টি-টোয়েন্টি অভিষেক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কারণ এরই মধ্যে রুবেল হোসেন ও মুমিনুল হক দল থেকে বাদ পড়েছেন। কিন্তু সুযোগ পেলে পারবেনতো লিটন? এ বিষয়ে লিটন বলেন, ‘রাতে জানলাম টিভিতে দেখে। তেমন কোন অনুভূতি কাজ করেনি মনের মধ্যে। আসলে এগুলো নিয়ে আমি চিন্তাই করি না। কিভাবে কাজ করবে। আমি সব সময় বিশ্বাস করি পারফরম্যান্স করলে তার পুরস্কার মিলবে। হয়তো এই কারণেই সুযোগ পেয়েছি। এটা নিয়ে আবেগে গা ভাসানোর প্রয়োজন বোধ করি না আমি। সুযোগ পেলে প্রমাণের চেষ্টা করবো।’

আজ সিরিজে একটি মাত্র টি-টোয়েন্টি। যদি সুযোগ পান তাহলে কি লক্ষ্য থাকবে লিটনের? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোন লক্ষ্যই কখনও স্থির করি না। এখনও করছি না। জানিইতো না, কালকে (আজ) মাঠে নামার সুযোগ পাবো কিনা। যদি পাই স্বাভাবিক, যেমন থাকি তেমনটাই চেষ্টা করবো। আলাদা কিছু করার সুযোগ নেই; সেসব করতে গেলে নেতিবাচক প্রভাব পড়ে।’ দিনাজপুরের স্থানীয় কোচ আবু সামাদ মিঠুর হাত ধরে ২০০৭ সাল থেকে ক্রিকেটে তার পথ চলা। বয়সভিত্তিক দলে প্রতিভার স্বাক্ষর রেখেই এগুতে থাকেন তিনি। নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বেশ দারুণ খেলেন। এরপর ধীরে ধীরে বয়সভিত্তিক দলের পাঠ শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট ও ক্লাব ক্রিকেটে পারফরমেন্স করে চলছেন। এই বছর প্রিমিয়ার লীগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন এবার জাতীয় লীগেও ১০২৪ রান করে ইতিহাস গড়েছেন। শুধু কি তাই? জাতীয় লীগে ৫টি সেঞ্চুরি করে নতুন রেকর্ড করেছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা তরুণ এই ক্রিকেটার নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলছেন বেশ ভাল ভাবেই। সেই ধারাবাহিকতায় গতকাল টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ে অভিনন্দনে ভাসছেন। এ বিষয়ে লিটন বলেন, ‘সবাই অভিনন্দন জানিয়েছে, ভাল লেগেছে। সবাই খুশি। ২০ বছর বয়সী লিটন কুমার এখন পযন্ত ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। সেখানে ৩৫ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরি হাঁকিয়ে করেছেন ১৮১১ রান। লিস্ট ‘এ’ ম্যাচেও তার সংগ্রহ ২৪ ম্যাচে ৯৬৪ রান। এখানে ১ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। এ ছাড়া টোয়েন্টি ২০ ম্যাচও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন তিনি। ১১ ম্যাচে ১৪৮.৭১ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১৭৪ রান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.