নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুস্থ বিবেক সুস্থ মানুষ গড়ে তোলে। আর সেই সুস্থ মানুষই সভ্য মানুষ।

রাজিবুল ইসলাম রাজু

সাদা সিধে মানুষ হয়ে হেটে চলতে চাই জীবনের শেষ মুহুর্তের দিকে।

রাজিবুল ইসলাম রাজু › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এবং ফুল

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

বসন্ত এসেছে, ফুল ফুটতে শুরু করেছে গাছে গাছে। কুহূ ডাকে মুখরিত প্রকৃতি। এমন মাসে প্রকৃতি যেন নিজ হাতে সেজেছে আপন রঙ্গে । তবে মানুষ তার আদিম ধ্বংসাত্ত্বক নেশায় ঝাপিয়ে পরেছে প্রকৃতির উপর। গাছের ফুল এখন মানুষের মাথায়। নিজেকে সাঁজাতে গিয়ে মানুষ ধ্বংস করছে বাহারি রঙের ফুল। কেজানে কি মজা পায় তারা? তবে তারা কি বিবেকের কাছে প্রশ্ন করে না প্রকৃতির অপরুপ দান এই ফুল ছিরে আমরা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করছি। প্রবাদ বাক্য আছে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ কোলে। তাহলে ফুলকি গাছে শোভা পায় নাকি কোন রমণীর মাথায়? আসলে সব জিনিস তার নিদিষ্ট জায়গায় শোভা ছড়ায়। তেমনি ফুলও শোভা ছড়াও গাছে। মানুষের এই ফুল নষ্ট করার সখ প্রকৃতিকে বঞ্চিত করছে তার আপন সৌন্দর্য থেকে। তাই বলতে হচ্ছে, আমাদের বিকেকবোধ কি ঘুমিয়ে থাকবে নাকি সিরিয়ালের মিথ্যা কাহিনীর মধ্যে আবেগ অন্ধ হয়ে থাকবে চির জীবন??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.