নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুস্থ বিবেক সুস্থ মানুষ গড়ে তোলে। আর সেই সুস্থ মানুষই সভ্য মানুষ।

রাজিবুল ইসলাম রাজু

সাদা সিধে মানুষ হয়ে হেটে চলতে চাই জীবনের শেষ মুহুর্তের দিকে।

রাজিবুল ইসলাম রাজু › বিস্তারিত পোস্টঃ

শিশু হত্যা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬



মানুষের বর্বরতা দিনের পর দিন বেড়েই চলছে। সামান্য অপরাধে শিশু মৃত্যুর ঘটনা এমনি ইঙ্গিত দেয়। খুলনায় রাকিবকে মধ্যযুগীয় কায়দায় পাযুপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। তার অপরাধ ছিল এক গ্যারেজ থেকে অন্য গ্যারেজে কাজ করতে যাওয়া। বাঁচার জন্য অনেক আকুতি করেছিল রাকিব, চিৎকার করে বলছিল, ‘মামা, মরে যাবো। কিন্তু তাকে ক্ষমা করেনি গ্যারেজ মালিক। যার ফলে তার শেষ পরিণতি হয়েছিল পৃথিবী থেকে বিদায়।
এর কিছু দিন আগে রাজনকে চুরির অপরাধে পিটিয়ে হত্যা করেছিল ক্যামেরার সামনে এবং সেই ভিডিও প্রচার করা হয়েছিল সামাজিক মাধ্যমে। এরপর হত্যাকারীদের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘাতককে সসম্মানে দেশের বাইরে চলে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে। মামলা নেয়া তো দূরের কথা, উল্টো নিহত শিশুর বাবাকে পুলিশি হুমকির শিকার হতে হয়।
তার কিছু দিন পরে জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সেনের হাতে মর্মান্তিকভাবে গুলিবিদ্ধ হলো মাতৃগর্ভে থাকা আট মাসের শিশু। তার মানে মায়ের গর্ভে থাকা শিশুও এই পৃথিবীতে নিরাপদ নয়।
১৩ এপ্রিল রাজধানীর খিলক্ষেতের মস্তুল এলাকার ৭-৮ ব্যক্তি কিশোর নাজিমের ওপর বর্বর হামলা চালায়। রশি দিয়ে ১৬ বছরের কিশোর নাজিম উদ্দিনের হাত-পা বেঁধে ফেলে। বেধড়ক পেটানোর পর অচেতন হয়ে পড়ে। এরপর বাঁচার জন্য পানি খেতে চাইলে লাথি মেরে নাজিমের দেহ ফেলে দেয়া হয় বালু নদীতে। অট্টহাসিতে ফেটে পড়ে হামলাকারীরা।হামলাকারীদের এমন অট্রহাসিই প্রমান করে আমরা জাতি হিসাবে কতটা বর্বর। যে কারনে বারবারই প্রমান করছি আমাদের বর্বরতা।

এমন ভুড়ি ভুড়ি উদাহারন আছে শিশু হত্যাকাণ্ডের। গত সাত মাসে ৬৯ জন শিশুকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বীভৎসতা এবং ভয়াবহতা দেখলে আঁতকে উঠতে হয়। মানবিক মূল্যবোধ, মানবতা ছাড়া কোন ব্যক্তি বা রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে। আমরা যতই বলি মধ্যম আয়ের দেশ হব। কি হবে সেই মধ্যম আয়ের দেশ হয়ে, যদি মানুষের প্রতি মানুষের কোন ভালোবাসাই না থাকে। তাই আগে মানবিক বিবেক সম্পন্য জাতি গঠন করা প্রয়োজন।আর সেই জন্য প্রথমেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং ছোট বেলা থেকেই পাঠ্যপুস্তকে মানবতার পাঠ্যদান করাতে হবে। অধুনিক শিক্ষা ব্যবস্থাকে সভ্য মানুষ গড়ার হাতিয়ার হিসাবে গড়ে তুলতে হবে। তবেই মানবিক জ্ঞান সম্পন্য জাতি গঠিত হবে। আর সেই প্রজন্ম আমাদের উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাবে। ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.