নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুস্থ বিবেক সুস্থ মানুষ গড়ে তোলে। আর সেই সুস্থ মানুষই সভ্য মানুষ।

রাজিবুল ইসলাম রাজু

সাদা সিধে মানুষ হয়ে হেটে চলতে চাই জীবনের শেষ মুহুর্তের দিকে।

রাজিবুল ইসলাম রাজু › বিস্তারিত পোস্টঃ

মূল্যবোধ এবং আমরা

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

মা কতৃক সন্তান হত্যা সামাজিক অবক্ষয়ের একটি সাধারন রুপ। প্রতিটা মানুষ তার মায়ের কোলেই নিরাপদবোধ করে। কিন্তু এই ঘটনা মানুষকে আবার ভাবিয়ে তুলতে বাধ্য করেছে সামাজিক অবক্ষয় আরো কত জঘন্য হতে পারে। যদিও এই ঘটনা ব্যতিক্রমী । কিন্তু প্রশ্ন তোলা যায়, একজন শিক্ষিত মা কি করে তার সন্তানকে হত্যা করতে পারে? র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মা সচেতন ভাবে তার সন্তানদের হত্যা করেছে। পরবর্তি সময়ে মায়ের তৈরি করা গল্পই প্রমান করে তিনি কতটা সচেতনভাবে হত্যা এবং হত্যা পরবর্তি গল্প তৈরি করেছেন।

একটা সময় ছিল যখন নিরপরাধ শিশুদের কখনোই প্রতিশোধ নেওয়ার হাতিয়ার মনে করা হত না। কিন্তু এই সময়ে এসে শিশুরাই বলী হচ্ছেন মা-বাবার অপরাধের দায়ে। মানুষের মূল্যবোধের ঘাঁতটিই এই সব ঘটনার জন্ম দিচ্ছে। এখনকার শিক্ষা ব্যবস্থা শুধুই মানুষকে একটা দায়সারা সার্টিফিকেট দিয়েই তার দায় শেষ করছে। কিন্তু প্রকৃত মূল্যবোধের শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা দিতে ব্যার্থ। যে কারনে মানুষের মানবিক উতকর্ষ সাধিত হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থার দ্বারা।
যতদিন আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে পারছি না ততদিন এই প্রতিষ্ঠানিক শিক্ষা সমাজ বা মানুষের কোন উপকারে আসবে না। শিক্ষা হতে হবে মানুষকে প্রকৃত মানুষরুপে গড়ে তোলার মাধ্যম হিসাবে। যতদিন আমরা না পারছি এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে ততদিন এমন ঘটনার পূনারাবৃত্তি ঘটতে থাকবে। যার দ্বারা ক্ষতিগ্রস্থ হবে সমাজ পক্ষান্তরে সমাজের মানুষ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: একদিন মূল্যবোধ ফিরে আসবে।

২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

রাজিবুল ইসলাম রাজু বলেছেন: সেই আশা আছে দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.