![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ মায়ায় আবৃত সাধারণ একজন মানুষ
http://facebook.com/rajinreview/
সাসপেন্স থ্রীলার বেশ মজাদার একটি মুভি জনরা হলেও একেবারে নির্ভুলভাবে বানানো বেশ কঠিন। তার উপর যদি পুরো মুভি যদি একটি রুমের ভেতরেই বন্দী থাকে তাহলে তো কথাই নেই। তবুও সব কাঠিন্য দুর করে তৈরি হয় স্প্যানিশ ভাষার এক দারুন মুভি “Contratiempo” । এবার নির্দেশক সুজয় ঘোষ সেই ২০১৬ সালের মুভির হিন্দী রিমেক হিসেবে নিয়ে আসলেন দারুন এক মুভি “বাদলা”।
কাহিনী বলে মুভির মজা একেবারেই নষ্ট করবো না। শুধু এতটুকু বলতে পারি যে পুরো মুভিতে শেষে কী হবে এটা নিয়েই ভাবছিলাম। যেন মুভি না দেখে কোন ধাঁধাঁর সমাধান খুঁজছি। সমাপ্তি দেখে সকল দর্শকের মাথায় অনেক কিছু ঘুরপাক খাবে তবে এটা অবশ্যই মনে হবে “দারুন এক মুভি দেখলাম”।
“কাহানী” খ্যাত সুজয় ঘোষের নির্দেশনা দারুন হয়েছে। যদিও মুভিটি মূল স্প্যানিশ মুভিটির প্রতিটি দৃশ্য ধরে ধরে কপি। তবুও মূল মুভি থেকে কিছু দারুন পরিবর্তন করায় আমি হিন্দী মুভিটিকেই এগিয়ে রাখবো। সে পরিবর্তনের প্রথম প্রসঙ্গ টি হলো অমিতাভ বচ্চন। অসাধারন অভিনয়। মূল স্প্যানিশ মুভিতে প্রতিটি দৃশ্যে শুধু অমিতাভ বচ্চনের অনুপস্থিতিটাই টের পাচ্ছিলাম। এছাড়া মুভির সংলাপে মহাভারতের উল্লেখগুলিও দারুণ লেগেছে।
অমিতাভ বচ্চন ছাড়া অন্যতম মূল চরিত্রে তাপসী পান্নুও মারাত্মক অভিনয় করেছেন। এছাড়া আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে দারুন অভিনয় করেছেন অমৃতা সিং। সব দৃশ্যে এই অভিনেতা গুলি পুরাই আগুন লাগায়ে দিসে। তবে অন্যতম এক গুরুত্বপূর্ণ চরিত্রে বিরক্তিকর লেগেছে টনি লুক কে। ব্যাটা একদম অভিনয় পারে না। অভিনয় তো দুরের কথা হিন্দীও বলতে পারে না।
আল্লাহ বাঁচাইসে মুভির ভিতরে কোন গান নাই। না হলে পুরা মজাই নষ্ট হয়ে যেত। মুভিটি ইতিমধ্যে ব্যবসা সফল হিসেবে ঘোষিত হয়েছে। প্রযোজক শাহরুখ খানের জন্য বিরাট এক সুখবর।
সব মিলিয়ে অসাধারণ মুভি। আমার দেখা অন্যতম সেরা সাসপেন্স থ্রীলার।
রেটিং – ৪.৫ / ৫.০
২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: মুভিটা ইউটিউবে কবে পাবো?
৩| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৯
মাহমুদুর রহমান বলেছেন: ঠিক আছে।
৪| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: ছোট করে রিভিউ ভালো লিখেছেন। মূলছবিটি দেখা আছে। কপি জেনে আগ্রহ কমে গেল। তবুও ভালো প্রিন্ট পেলে দেখব।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
অন্তরা রহমান বলেছেন: পুরানো চাল ভাতে বাড়ে বলে যে একতা কথা আছে সেটা অমিতাভ আর সৌমিত্রকে দেখলে আমার বার বার মনে হয়। এই লোক একা যে কোন সিনেমাকে শুধু নিজের স্ক্রীণ প্রেজেন্স দিয়ে আগা টু গোড়া টেনে নিতে পারেন। 'দেখতে হবে' তালিকায় তুললাম।
৬| ২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি মুভি দেখলাম রে ভাই !!
বচ্চনজি দিনদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তাপসী পান্নু ছিল অসাধারণ। অমৃতা সিং ছিল পুরাই চমক।
আমার দেখা অন্যতম সেরা সাসপেন্স থ্রিলার, বলাই যায়।
মূল ছবি আর কপির মধ্যে পার্থক্য হচ্ছে "অমিতাভ বচ্চন"।
৭| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭
সজল_ বলেছেন: অরিজিনালটাই ভালো ছিলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখার জন্য অপেক্ষা করছি। অবশ্যই দেখবো।
রিভিউ ভালো লাগলো। ধন্যবাদ।