![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এ রাজ্জাক রাজ, সরকারী বাঙলা কলেজ
জজমিয়া স্বরণে ............................................................
বিস্ফোরণের পর প্রথম যখন পুলিশ
কমিশনার মাদ্রাসায় যান,তখন সব
কিছু দেখে তিনিও স্বীকার
করেছেন,আইপিএস আর
ল্যাপটপের
বিস্ফোরণের কারণেই এই
অগ্নকান্ড ঘটেছে!আবার পাঁচ-ছয়
ঘন্টা পর
তিনি মাদ্রাসায়
গিয়ে তাজা গ্রেনেড আর
বিভিন্ন সরন্জামাদি উদ্ধার
করেছেন বলে দাবি করছেন! :
কি বুঝলেন?আসলে প্রথমবার
তারা গিয়েছেন তারা সরল
মনে,বিনা প্রস্তুতিতে তাই
সত্যই প্রকাশ করতে বাধ্য
হয়েছেন!
পরে যখন ভেবে দেখলেন,এই
চমকাৎকার ইস্যুটাকে তো হাত
ছাড়া করা যায়না!সুন্দর একখান
নাটক
তৈরী হতে পারে এখানে!তাই
এবার
আর ভূল না করে নাটকের
সরন্জামাদি সহ গেলেন
সেখানে এবং সুন্দর
একখান নাকটও মন্ঞ্চস্থ হয়েও
গেল!হলুদ মিডিয়াও মাইকিং শুরু
করে দিল,হৈ হৈ কান্ড,রৈ রৈ
ব্যাপার!জঙ্গী তৈরীর
কারখানা পাওয়া গেছে! :যদি
তাই
হয়,তাহলে মনে রাখুন,নাটকের
শেষ দৃশ্যও কিন্তু অত্যাসন্ন!
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: কোরবানীর চামড়া আর যাকাত ফেতরার টাকা আরো বেশী করে মাদ্রাসায় দেন। ভবিষ্যতে মিসাইল বানানোর কারখানা হবে ঐগুলো।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
চাদের জোসনা বলেছেন: হারামিদের ধইরা গদাম দেন। আর হুজুররা তো আগের জামানাতেই বাস করতাছে___ তারা মোবাইল দিয়া ছবি তুইলা নেটে ছাইড়া দিবার পারে না ? ওদের আলু পটল আর হলুদ মিডিয়া আছে হুজুররা একট কী বোর্ড আর ক্যামেরা দিয়াই মিডিয়া বানাতে পারে।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
রাজ্জাক রাজ বলেছেন: @আমি ব্লগার হইছি! আপনি 100% ব্লগার হননি। 50% অন্ধ আর বাকিটা সন্দেহ জনক।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
রাজ্জাক রাজ বলেছেন: @ সত্য কথা বলি। আপনি সত্যিই হাচা কতা কইছেন।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫
রাজ্জাক রাজ বলেছেন: চাদের জোসনা@ হুম....
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭
এই আমি সেই আমি বলেছেন: বাঙলা ভাইয়ের এগুলিও মিডিয়ার সৃষ্টি ।
তারপর যখন একসাথে পাঁচশ জায়গায় এক সাথে ফুটব তখন পাবলিকের হুশ হবে ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭
এই আমি সেই আমি বলেছেন: বাঙলা ভাইয়ের এগুলিও মিডিয়ার সৃষ্টি ।
তারপর যখন একসাথে পাঁচশ জায়গায় এক সাথে ফুটব তখন পাবলিকের হুশ হবে ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭
এই আমি সেই আমি বলেছেন: বাঙলা ভাইয়ের এগুলিও মিডিয়ার সৃষ্টি ।
তারপর যখন একসাথে পাঁচশ জায়গায় এক সাথে ফুটব তখন পাবলিকের হুশ হবে ।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭
এই আমি সেই আমি বলেছেন: বাঙলা ভাইয়ের মত এগুলিও মিডিয়ার সৃষ্টি ।
তারপর যখন পাঁচশ জায়গায় এক সাথে ফুটব তখন পাবলিকের হুশ হবে ।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৫
আশিকুর রহমান ১ বলেছেন: যেইভাবে বাংলার পুলিশ সব উদ্ধার করে ফেলছে তাতে আগামীকাল সকালে হয়তো শুনবো "মুফতি ইজহারের মাদরাসায় থেকে পারমানবিক বোমা উদ্ধার"
১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৮
গরম কফি বলেছেন: সব মিথ্যা বেলুন ফুট ছে
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
রাজ্জাক রাজ বলেছেন: জজ মিয়া এখনো মরে নাই ।
Typed with Panini Keypad
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
সত্য কথা বলি বলেছেন: বাংলাদেশের পুলিশ বলে কথা ! ঘটনা ঘটার পরই বুঝতে পেরেছি সরকার একটা সূযোগ পেয়েছে ! এবার কয়েকদিন চলবে মাদ্রাসাকে নিয়ে হইচই ! ঘটনার পর টিভিতে দেখাল, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আগুন নিভানোর পর বলল যে, তারা এখনো বলতে পারছেন না ঘটনাটি কিভাবে ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিভালো কিছুই পেল না । আর পুলিশ গিয়েই ৩ টি তাজা গ্রেনেড আর ৫০ টি গ্রেনেডের খোসা পেয়ে গেলো !