নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালা পোলা

আমি শুনে হাসি, আখিঁ জ্বলে ভাসি, এই ছিল মোর ঘটে- তুমি মহারাজ সাধু হলে আজ , আমি আজ চোর বটে।

রাজ্জাক রাজ

এম এ রাজ্জাক রাজ, সরকারী বাঙলা কলেজ

রাজ্জাক রাজ › বিস্তারিত পোস্টঃ

কুকুরের সন্তানদের ঘেউ ঘেউ চিৎকারে ২য় বার আর না লিখে পারলাম না।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

লালখান

বাজার

মাদ্রাসায় আইপিএস

বিষ্ফোরণে অগ্নিকান্ড ও ৪জন

নিরহ

ছাত্রের আহত

হওয়া নিয়ে দেশবাসী মর্মাহত,

গত

বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের

একটি হলে মোবাইল

বিষ্ফোরণে আহত

একজন ছাত্রীর জন্য

যেভাবে মর্মাহত

হয়েছিলো। কিন্তু কলংকিত

চ্যানেল

৭১টিভি সহ হলুদ

মডিয়া গুলা যে নিউজ

গুলা প্রসব করছে তা দেখে আমার

মাথা রিঃ রিঃ করছে। এই হলুদ

দুনিয়ার জন্টিস রোগীরা,

ক্বাওমী মাদ্রাসার ছাত্র

শিক্ষকরা এ দেশের ঘর জামাই নয়!

তারা দরিয়ার

পানিতে ভেসে এ

দেশে আসে নাই! তারা সবাই এ

দেশের

মাটিতে জন্ম নেয়া এদেশেরই

সন্তান।

তোরা এই শান্তশিষ্ট ছাত্রদের

পিছনে কেন উঠে পরে লাগলি!?

কলেজ

ইউনিভার্সিটির অস্ত্রের

ঝনঝনানী,

রাম দা চাপাটির

কোপাকোপি তোদের

চুখে পরে না!? ধর্ষনের

মহড়া দেওয়া সেঞ্চুরি মানিকরা

মা বোনের বয়ফ্রেন্ড নাকী?!

ক্বাওমীয়ার ছাত্ররা,.।

হয়তো তাহারা কিছুটা সরল

চুপচাপ

সাদা-সিধা, এদের

কারণে সমাজের

হলো কি এমন অসুবিধা!? ঈমান আমল

দেশপ্রেম সব আছে তাহাদের

মাঝে,

জেনে বুঝে সব সুপচাপ

তারা আছে তাহাদের কাজে।

তাই

বলি বাচা, আযথাই শুধু

খুচিওনা তাহাদেরে,

বলাতো যাইনা,

আরামেন ঘুম

নিতে পারে তারা কেড়ে।

লাল কুত্তাদের উপমহাদেশ

থেকে তাড়ানোর

ইতিহাসটা ভাল

করে পড়। তোরাতো কিছুই না।

ছারপোকার

দল, মরার টাইম

হলো বলে পাকনা গজিয়েছে ত

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২

গান পাগলা বলেছেন: ভালোই লিখসন।ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

রাজ্জাক রাজ বলেছেন: ধন্যবাদ u2@ গান পাগলা

Typed with Panini Keypad

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০

সেতু আশরাফুল হক বলেছেন: মাথা বিগড়াইলেও এমন হয়।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
আইপিএস বা ইউপিএস এ সুধু একটা ব্যাটারি থাকে, আর সার্কিট।
বড়জোর শর্টসার্কিটে আগুন ধরতে পারে,

বিষ্ফোরোন হতে পারেনা, হাতের কবজি, আঙ্গুল উড়ে যেতে পারে না, বিল্ডিঙ্গের লোহার গ্রিল উড়ে যেতে পারেনা ফ্যান বাকা হতে পারে না।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৬

আশিকুর রহমান ১ বলেছেন: কুকুর সারাধিন ঘেউ ঘেউ করলেও মানুষ তার দিকে না তাকিয়েই বুঝতে পারে এটা কুকুর। ঠিক তেমনি এই দেশের হলুদ ব্যবসায়ীরা যতই চিল্লাচিল্লি করুক তারাযে হলুদ ব্যবসায়ী তা মানুষ ভালোকরেও জানে। আমিতো এদের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিই। কুকুরের কাজই হলে ঘেউ ঘেউ করা এদের এই ঘেউ ঘেউ ডাককে দাম দেয়ারতো কোনো কারন দেখি না :D

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

এম এ এইচ রাজ বলেছেন: ঠিকই আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.