![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এ রাজ্জাক রাজ, সরকারী বাঙলা কলেজ
ঈদ মুবারাক। হৃদয়
নিংড়ানো শুভেচ্ছা রইলো। বন্ধুদের এই
ঈদে নিচের কবিতাটি উৎসর্গ করলাম।
অমর ত্যাগের মহিমা বিলিয়ে
এল কুরবানি ঈদ,
জানো কি তাঁর সুমহান কাহিনী
জানো কি এর তাকীদ??
খোদার রাসুল শোনেন স্বপনে {ইব্রাহীম
(আঃ)}
আল্লাহ্র আহ্বান,
নিজেরই হাতে কুরবানি কর
প্রিয়তম সন্তান।
খোদার আদেশে ছেলেকে শুয়ায়ে
নয়ন বন্ধ করি,
সজল দু'চোখে কম্পিত হাতে
চালান গলায় ছুরি।
দেখেন চমকে আঁখি দুটি মেলে
খোদার মেহেরবানী,
ছেলের বদলে পড়ে আছে পশু
হয়ে গেছে কুরবানি।
ত্যাগের এরূপ মহান নমুনা
রবে ভাস্বর হয়ে,
স্মৃতির মিনারে অমর হয়েছে
যাবে না তা কভূ ক্ষয়ে।
খোদার নবীর অমর এ ত্যাগ
হয়ে গেছে চির গাঁথা,
যুগে যুগে মানুষে প্রেরণা যোগাতে
এল কুরবানি প্রথা।
আমার তরফে তোমরা সবাই
ঈদ মুবারাক লও,
মনের পশুকে কুরবানি দিয়ে
ন্যায়ের সাধক হও।
দমন কর হে মনের রিয়াকে
নিয়তের হবে জয়,
আসমানে যাবে পুন্য তোমার
রক্ত-মাংস নয় ।
©somewhere in net ltd.