নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালা পোলা

আমি শুনে হাসি, আখিঁ জ্বলে ভাসি, এই ছিল মোর ঘটে- তুমি মহারাজ সাধু হলে আজ , আমি আজ চোর বটে।

রাজ্জাক রাজ

এম এ রাজ্জাক রাজ, সরকারী বাঙলা কলেজ

রাজ্জাক রাজ › বিস্তারিত পোস্টঃ

এইসব আবালকে ব্লক মারতে সামুর সমস্যা কোথায় ????????? মডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

সত্য কথা বলি বলেছেন:

পহেলা বৈশাখ সম্রাট

আকবরের তৈরি। আর আকবর

ছিল ফারসীভাষী এবং তার

দাদা বাবর ছিলেন আফগান।

তাহলে এটা কিভাবে বাঙালীর উৎসব

হল ! ইসলাম বিদ্বেষীরা অজ্ঞতার

কারণেই ইসলামের বিরোধীতা করে,

কিন্তু তাই বলে এত অজ্ঞতা !

আর ৩১ ডিসেম্বর অর্থাৎ 'থার্টি ফাস্ট

নাইট' বাঙালীর উৎসব ! হায়রে মূর্খতা !

এসব অজ্ঞতা দিয়ে কী শ্বাশত জীবন

ব্যবস্থা ইসলামের ক্ষতি করা যাবে !

মনে রাখা দরকার,ইসলামের যত

বিরোধীতা এসেছে ইসলাম তত

বেশী বিস্তার লাভ করেছে।



আমি বলি কি আমাদের অনেক মুসলিম ভাই-বোনদের

দেখা যায় যে হিন্দুদের বিভিন্ন

পূজা এবং অনুষ্ঠানে গিয়ে রোমান্স

করতে! কিন্তু এইটা কি মুসলিমদের জন্য অনুষ্ঠান ?আপনি বলতে চান

আমি তো সেখানে পূজা করতে যাচ্ছি না,

শুধুমাত্র দেখতে যাচ্ছি। কিন্তু কেন?

কোন হিন্দু কি আপনার

সাথে মসজিদে গিয়ে দেখতে যায়

যে আপনি মসজিদে গিয়ে কি করেন?

সে তো আর নামায পড়বে না। তবু

কি দেখতে আসে!



উমার ইবনে খাত্তাব বলেছেন

"তোমরা মুশরিকদের উপসনালয়ে তাদের

উৎসবের দিনগুলোতে প্রবেশ করোনা।

কারন সেই সময় তাদের উপর আল্লাহর গযব

নাযিল হতে থাকে। (বায়হাক্বী)- হাজী সাহেব



ধর্ম। যার যার। উত্সব সবার। (কাফির নাস্তিক)

সৃষ্টি যার বিধান তাঁর (আল কোরআন সূরা: আল আরাফ-৫৪ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

সারাহেপি বলেছেন: ভাই সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সমস্যা কোথায় সেইটা বললে ব্যান হয়ে যাওয়া লাগবেরে ভাই... :| :|

৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ম্রিয়মাণ বলেছেন: সামু আর সামু নাইরে ভাই। X((

৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রাজ্জাক রাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। @ সারাহেপি

Typed with Panini Keypad

৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

রাজ্জাক রাজ বলেছেন: @॥॥মুহাম্মদ জহিরুল ইসলাম এন্ড ম্রিয়মাণ আসল সত্য টা বুঝতে পেরেছন তাহলে। thanks both

৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

রাজ্জাক রাজ বলেছেন: একমত @ ম্রিয়মাণ ॥॥ X((
X(( X((
Typed with Panini Keypad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.