নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের রিমান্ডে নিয়ে কি তথ্য বের করবেন "মাননীয়" আদালত?

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

পত্রিকায় এবং অনলাইন নানান গণমাধ্যমে দেখতে পাচ্ছি ডিবি পুলিশ ফলাও করে ঘোষণা দিয়েছে ব্লগার সুব্রত শুভ, রাসেল পারভেজ আর মশিউর রহমান বিপ্লব কে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজকে দেখতে পাচ্ছি আসিফ মহিউদ্দিন কে ১০ দিনের রিমান্ডে চেয়েছিল ডিবি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কিন্তু কেন? এদের রিমান্ডে নিয়ে কি তথ্য বের করবে তারা? বাংলাদেশে আমরা রিমান্ড বলতে জানি, অপরাধীরা যারা স্বীকারোক্তি বা তথ্য দিতে চায় না, অথবা পুলিশের যখন কোনো মিথ্যা স্বীকারোক্তি বের করার প্রয়োজন হয় তখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অমানুষিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনে অপরাধীও অপরাধ স্বীকার করে, ভালো মানুষও না করা অপরাধ স্বীকার করে মাইরের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু এদের রিমান্ডে নেয়া হবে কেন? কি এমন গোপন তথ্য আছে তাদের কাছে যে নির্যাতন করে তাদের কাছ থেকে তথ্য বের করতে হবে? তাদের চার জনকে গ্রেফতার করা হয়েছে ধর্ম বিদ্বেষ মূলক লেখার কারণে। আসিফ মহিউদ্দিন এবং বিপ্লব এর নামে এই ধরনের লেখার সুস্পষ্ট অভিযোগ থাকলেও, বাকি দুই জনের নামে কিন্তু নেই। সুব্রত শুভ ফেসবুকে দীর্ঘদিন যাবত ফ্রেন্ডলিস্টে আছেন। তেমন কথা কখনো না হলেও কোনদিন তাকে দেখি নাই ইসলাম ধর্মের সমালোচনা করে কিছু লিখতে। রাসেল পারভেজ সম্পর্কেও একই কথা শোনা যায়। এখন আসিফ মহিউদ্দিন এবং বিপ্লব যা লিখেছেন তা তো তাদের ফেসবুক আর ব্লগেই আছে, চাইলেই দেখা যায়, এখানে রিমান্ডে নির্যাতন করে কি বের করতে চায় ডিবি? জঙ্গিদের রিমান্ডে নিয়ে না হয় জিগ্গেস করে তাদের লিডার কে, এদের ও কি তাহলে তাই জিগ্গেস করবে নাকি? এদের নাস্তিকতার গুরু কে? সেলুকাস.........এরা যা বিশ্বাস করে তাও তো লিখেই, রিমান্ডে নিয়া আর কি বের করবে? বাংলাদেশে এখনো খুবই অল্প শতাংশ মানুষ অনলাইনে বিচরণ করে। তাই অনলাইনে লেখা লেখি করে এরা ধর্ম বিদ্ধেষ ছড়াচ্ছেন এই কথা হালে পানি পায় না। তাছাড়া এদের লেখা পড়ে যাদের অত্যন্ত ভঙ্গুর ধর্মানুভুতি আহত হয় নিহত হয় তারা এদের লেখা পড়ে কেন তাও এক আশ্চর্যের বিষয়। আসিফ মহিউদ্দিন এবং বিপ্লব দুই জনই ফেসবুক ফ্রেন্ড ছিল বহুদিন। লেখা ভালো লাগেনি, নিজেই বের হয়ে গেছি তাদের কাছ থেকে। যেই বিচারক এই রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন তার বিবেক বুদ্ধিও বলিহারি। এমন বিচারক থাকলে আদালতের উপর আস্থা কোথায় যায় তা বলাই বাহুল্য। আমি বললাম বিচারক আপনি মুর্খ ও অবিবেচকের মত রায় দিয়েছেন। এখন এই কথায় আদালত অবমাননা হইলে অথবা আদালতের বিচারানুভুতি আহত হইলে CTN।



খবর: ভয়াবহ অস্ত্র ল্যাপটপ সহ গ্রেফতারকৃত দুর্ধর্ষ ব্লগারদের ৭ দিনের রিমান্ড

সম্পুরক খবর: রগ কাটার আধুনিক অস্ত্র নিয়ে গ্রেফতার হওয়া আসামির ৩ দিনের রিমান্ড

নির্ণায়ক মন্তব্য: ল্যাপটপওয়ালারা বেশি বিপদজনক কারণ এই দেশের পাবলিকের নানান অনুভুতি কাটা রগের চাইতে বেশি সংবেদনশীল

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

আমার স্বপ্নগুলি বলেছেন: এইডা তুমি বুঝলে এহন কি বোর্ডে টিপাটিপি না কইরা আদালতেই থাকতা। বাচ্চাদের সব কিছু বুঝতে হয় না।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

রাজন আল মাসুদ বলেছেন: আপনে কি আমার সুমুন্ধি লাগেন না বেয়াই লাগেন যে আইসাই তুমি তুমি কইরা কৈতাছেন? আর আপনে যখন এত বুঝচ্ছেন তখন আমারে বুঝায়া কন, শুনি, শুইনা বুঝি...........বোঝার লইগাই তো পোস্ট দিলাম।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

গ্রীনলাভার বলেছেন: @আমার স্বপ্নগুলি B:-/ B:-/
আপনে মনে হয় বুঝছেন। তাইলে আপনে একটু বুঝায়ে দেন।
আম্মু তুতু খাপ :-B :-B

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

রাজন আল মাসুদ বলেছেন: "আম্মু তুতু খাপ :-B :-B"

:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.