নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

শরতে আমেরিকা (ছবি ব্লগ)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

আমেরিকার ঋতু বৈচিত্র বাংলাদেশের মত নয়। আমাদের বাংলাদেশীদের কাছে তো সম্পূর্ণই আলাদা। এখানে বর্ষা আসে না টিনের চালে রিমঝিম শব্দ নিয়ে, ছেলে পেলের রাস্তায় পানিতে দাপাদাপির আনন্দ নিয়ে, ঘরের কোনে থাকা মেয়েটার ছাদে উঠে বৃষ্টিতে ভেজার অপরিসীম উচ্ছ্বাস নিয়ে। এখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো ছেলে দেয়না চায়ের কাপে তৃপ্তির চুমুক। বৃষ্টি আমেরিকায় শুধুই আকাশ থেকে পানি পরা, ভেজা আবহাওয়া, হাইওয়েতে দ্রুতগতিতে চলা গাড়ি গুলোর গতি কমে আসা। গ্রীষ্মে যদিও চারিদিক সবুজ হয়ে যায়, আমেরিকানরা মেতে ওঠে ক্যাম্পিং, হান্টিং আর ঘোরাঘুরিতে কিন্তু এই গ্রীষ্ম সাথে করে নিয়ে আসে না কালবৈশাখীর মাতাল পরিবেশ। আমের লোভনীয় স্বাদ পাবার জন্য গ্রীষ্মের অপেক্ষা করতে হয়না, এখানে সারা বছরই আম পাওয়া যায়। শীত আসলে এইখানে বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভেসে বেড়ায়। হয়ত তুষারের হয়তবা অন্য কিছুর। পৃথিবীর অন্য প্রান্তের এই আমার কাছে যা একদমই অচেনা। গন্ধটা কেমন যেন উদাস ভাবে মনে পরিয়ে দেয় যে আমি আর দেশে নেই............শীতের সাথে আসেনা খেজুরের রস, ভাপা পিঠা, কুলি পিঠা। শীতের মধ্যে একটা জানালা খুলে লেপের মধ্যে ঢুকে ঘুমানোর যে মজা তা আমেরিকায় থেকে উপভোগ করা যায়না। এখানে প্রযুক্তি হয়ত হারিয়ে দিয়েছে শীতকে কিন্তু কেড়ে নিয়েছে এই আনন্দগুলো ও। কিন্তু একটা ঋতু এখানে খুব ভালো লেগেছে। সেটা হলো শরত কাল। শরতের এমন অপরূপ চেহারা আমি বাংলাদেশে কখনো দেখিনি। অবশ্য আমি সারা বাংলাদেশ যে ঘুরেছি এমন না। আমার দেখা কোনো জায়গায় এত সুন্দর শরত দেখিনি। আমেরিকায় সাধারনত সেপ্টেম্বর এর দিকে শরত কাল আসে। নিচে আমার তোলা কিছু ছবি দিলাম কানেকটিকাট স্টেটের শরত কালের। ছবিগুলো একটু পুরনো। ২০১২ সালের। তাও দিলাম। এমন সৌন্দর্য নিজের কাছে রেখে দেয়াই পাপ। এমনেই পাপী বান্দা, আরো পাপের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনারা দেখে আমার বোঝা হালকা করে যান :P B-) ;)







































মন্তব্য ৩৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

বাবুই পািখ বলেছেন: +...

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ :)

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

chai বলেছেন: ++++

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

ইমরান মামা বলেছেন: জটিল পিলাচ

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

রাজন আল মাসুদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

তন্ময় ফেরদৌস বলেছেন: ফাটাফাটি

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

রাজন আল মাসুদ বলেছেন: :) B-) !:#P

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৫

আরজু পনি বলেছেন:

এতো সুন্দর!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৭

রাজন আল মাসুদ বলেছেন: হ্যা, না দেখলে বিশ্বাস হয় না।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: আমেরিকার ফল কালার সত্যি সুন্দর। স্মোকি মাউন্টেন বা হট স্প্রিং-এর ফল কালার কখনো দেখেছেন? দেখলে পাগল হয়ে যাবেন।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

রাজন আল মাসুদ বলেছেন: এইটা অটামের ছবি.........
ঐসব জায়গাগুলোয় যাওয়ার অনেক ইচ্ছা।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৮

খেয়া ঘাট বলেছেন: এ ছবিগুলো যে না দেখবে মনে হয় সেও পাপী হবে, পাপমোচন করলাম।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪

রাজন আল মাসুদ বলেছেন: আপনি এখন দুধে ধোয়া তুলসী পাতা B-)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমেরিকায় আবার শরৎ কাল? :-B :-B B:-)

অসাধারণ ছবি!!!!!! আমি কানেকটিকাটে গিয়েছি একবার, অসম্ভব সুন্দর। আবারও যেতে মন চায়। মেয়েদের জন্য নাকি সবচেয়ে ভাল স্টেট কানেকটিকাট ;)

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫

রাজন আল মাসুদ বলেছেন: অটামের বাংলা তো শরত কাল ই? নাকি?
কেন কানেকটিকাট এ মেয়েদের জন্য কি এমন আছে? জানি না তো কিছুই.............চুপি চুপি বলে যান ;)

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারন তো !!!

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫

রাজন আল মাসুদ বলেছেন: :) :) :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

লাবনী আক্তার বলেছেন: চমৎকার ছবি!


২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

রাজন আল মাসুদ বলেছেন: :) :) :)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

বোকামন বলেছেন:





আপনার পোস্ট খুব ভালো লাগলো !

আসলে পরিবেশটাই এমন হয়ে যায়, যেন প্রতিটি ছবিই অসাধারন...

কিন্তু আমার মন ভরে উঠে বাংলার সবুজে ...

আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯

রাজন আল মাসুদ বলেছেন: বাংলার সবুজের সাথে কোনো কিছুর তুলনা হয়না ভাই........পড়ার জন্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের ছবিটা নাইস হৈছে !

এই কিছুদিনের ওয়েদার টা নাইস - দিনে তেমন শীতও না গরমও না আবার সানি!

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

রাজন আল মাসুদ বলেছেন: হুম, তবে রাত্রে কিন্তু ভালই ঠান্ডা পরে।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮

নীল-দর্পণ বলেছেন: এত সুন্দর!!! ছবিগুলো মুগ্ধ চোখে দেখে শুধু একটা কথাই মনে হলো চমৎকার

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

রাজন আল মাসুদ বলেছেন: আসলেই অসাধারণ প্রকৃতির এই রূপ....................

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জানি না, নিউজে দেখেছি। স্যাটারডেতে গ্র্যান্ড কনকোর্স ট্রেন স্টেশান থেকে বের হয়েই দেখি 'হোস্টোস কমিউনিটি কলেজ'।

০১ লা মে, ২০১৩ ভোর ৪:৫৫

রাজন আল মাসুদ বলেছেন: শোনা কথায় কান দিতে নেই :P

হ্যা, ওই স্টেশন থেকে বের হলেই কলেজ।

১৫| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:০৪

কালোপরী বলেছেন: :)

১১ ই মে, ২০১৩ ভোর ৪:৩৭

রাজন আল মাসুদ বলেছেন: :)

১৬| ১২ ই মে, ২০১৩ ভোর ৫:১৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার !!

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১২

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ দা.না. :)

১৭| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:০৬

নীলপথিক বলেছেন: আমি নির্বাক !!!
কেমন আছেন মাসুদ ভাই?

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

রাজন আল মাসুদ বলেছেন: কিছু কিছু সৌন্দর্য দেখে আসলেই কিছু বলার থাকেনা। অনেকের কাছেই শেষের ছবিটা ভালো লাগলেও আমার প্রিয় প্রথম ছবিটা.........প্রথমটা ছবি হিসাবে সুন্দর হলেও শেষেরটার চোখ জুড়ানো ভিউ ছিল।
আমি ভালোই..........পথিকের পথচলা কেমন চলছে?

১৮| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২২

আরমিন বলেছেন: সুন্দর ছবি! :)

২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ আরমিন :)

১৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:০৮

ত্যাজ্যপুত্র বলেছেন: ভাই এগুলা দেখাইয়া মনে কষ্ট দেন কেন?

১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

রাজন আল মাসুদ বলেছেন: নিজে একলা একলা দেইখা কষ্ট পাই, আপনাদের সুখে রাখব কেন? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.