নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

দ্যা সিটি দ্যাট নেভার স্লীপস (ছবি ব্লগ): পর্ব ১

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

স্বপ্নের নগরী নিউ ইয়র্ক। এখানে স্বপ্ন ভাঙ্গে, নতুন স্বপ্নের দানা বাঁধে। নিউ ইয়র্ক শুনলেই মনে হয় ছবির মত একটা শহর হবে। আলো ঝলমলে, ব্যস্ত, সমস্ত বিল্ডিং গুলো হবে আকাশ ছোঁয়া। মানুষগুলো হবে ধনী। সব সত্যি না হলেও নিউ ইয়র্ক সিটির মানুষ গুলো যে অসম্ভব ব্যস্ত তাতে এক কনাও মিথ্যা নেই। এটা তাদের হাঁটা দেখলেই বোঝা যায়। এখানে কারো জন্যই কারো সময় নেই। নিউ ইয়র্ক সিটি বলতে হলিউডের সিনেমায় দেখানো যে দৃশ্য ভেসে ওঠে, ঐটাই কিন্তু এই সিটির একমাত্র চেহারা না। এখানেও আকাশ ছোয়া অট্টালিকার ছায়াতে দারিদ্রতা, অপরাধ পাশাপাশি থাকে। নিউ ইয়র্ক সিটির উঁচু বিল্ডিং গুলো আর রকমারি আলো অনেক সময়ই এগুলো ঢাকতে পারে না। আজকে আপনাদের আমার চোখ দিয়ে নিউ ইয়র্ক সিটি দেখাবো। যেহেতু নিউ ইয়র্ক তাই উঁচু বিল্ডিং আর অসাধারণ ল্যান্ডস্কেপ থাকবেই, কিন্তু সাথে সাথে এমন কিছু ছবি ও থাকবে যা দেখলে আমাদের ঢাকার সাথে মিল পাবেন। তবে ওই সব ছবি কম। আসলে ছবি তুলতে গেলে কেন জানি সুন্দর দৃশ্যের দিকেই ক্যামেরা ঘুরে যায়। সব ছবি একদিনে তোলা নয়। বহুদিন ধরে বহুবার নিউ ইয়র্ক যাওয়ার ফাঁকে ফাঁকে তোলা। ছবির রেজুলেশন অতটা ভালো নয়। মোবাইল ফোনের ক্যামেরায় তোলা সব ছবি।















কিঞ্চিত এডিট করা B-)







এখানে আছে সব জাতির, সব রঙের, সব ধর্মের মানুষ







কোন এক বিকেলে











টাইম স্কয়ার



















































সামার টাইম





































মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আমিই মিসিরআলি বলেছেন: ভালোই লাগলো
অনেকদিন পর আপনার পোষ্ট দেখলাম :)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকদিন পর আসলাম সত্যি। নানান ঝামেলায় থাকি। সময় বের করা কঠিন হয়ে যায় ইদানিং।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

বিপ্লব06 বলেছেন: অনেক সুন্দর!
চেনাজানা সবকিছুই। ওয়াটার ফলস টা কোথায়?
অনেক দিন পর আপনার ব্লগে এলাম। কেমন আছেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

রাজন আল মাসুদ বলেছেন: আমি ভালো। আপনি কেমন আছেন বিপ্লব ভাই? ওয়াটার ফলসটা কোথায় ঠিক বলতে পারতেছি না। যেহেতু নিউ ইয়র্ক থাকি না তাই সব জায়গার নাম জানি না। আর সব ছবিই রাস্তায় চলার পথে তোলা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

তামিম ইবনে আমান বলেছেন: যাইতে মুঞ্চায় 8-|

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

রাজন আল মাসুদ বলেছেন: আইসা পরেন তামিম ভাই। স্বাগতম জানানোর জন্য রেডি আছি।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

সাাজ্জাাদ বলেছেন: ভালো লাগে নাই। আঙ্গুর ফল টক হলে যা হয় আর কি।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

রাজন আল মাসুদ বলেছেন: :P

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

ফয়সাল হিমু বলেছেন: এহ! আমরার ঢাকা এরতে বহুত সুন্দর । আইসে ! হুহ্‌ ! X(

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

রাজন আল মাসুদ বলেছেন: ঢাকা ইজ দ্যা বেস্ট হিমু নো ডাউট এবাউট দ্যাট।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোথাও যাওয়ার সময় বা একটা নির্দিষ্ট স্থানের আশেপাশের ছবিব্লগগুলো আমার বেশি ইন্টারেস্টিং লাগে। মনে হয় ছবির সাথে সাথে আমিও ঘুরছি। :)

তবে আপনার ছবিগুলোও ভালো লাগল। পুরো সিটিই ঘুরে আসলাম। :)


১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

রাজন আল মাসুদ বলেছেন: ছবি অনেক বাকি আছে ভাই :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: খুব ভালো লাগলো রে রাজন

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

রাজন আল মাসুদ বলেছেন: থ্যান্কস দোস্ত :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৮

এহসান সাবির বলেছেন: চমৎকার...

নতুন বছরের শুভেচ্ছা!!

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৬

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ এহসান ভাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: দিনের প্রায় ১২টি ঘন্টা এখানেই থাকা হয় তবুও আপনার চোখ দিয়ে দেখে অন্য রকম সুন্দর লাগলো

ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৭

রাজন আল মাসুদ বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ :)

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: একটু দেরী হয়ে গেল। আপনি কি এখনো নিউ ইউয়র্কেই আছেন? থাকলে আওয়াজ দিয়েন। আমি নিউ ইয়র্কেই আছি।ভালো থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৮

রাজন আল মাসুদ বলেছেন: আমি আসলে কানেকটিকাটে থাকি। সপ্তাহে দুইদিন নিউ ইয়র্কে আসি। আপনিও ভালো থাকুন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গিয়েছি কয়েকদিন আগে ;)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪০

রাজন আল মাসুদ বলেছেন: তাইতো। দেখা হইলো তো আপনার সাথে ;)

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪১

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

আল ইফরান বলেছেন: অনেক সুন্দর হইছে :)
কিন্তু কবে যে যামু এইসব জায়গায় :#> :-B :P

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: ইচ্ছা থাকলে উপায় একটা হয়ই ভাই।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

লিখেছেন বলেছেন: সুন্দর ভুবনে নেই জার চোখের আল -- আঁখি ক্রে ছল ছল

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

রাজন আল মাসুদ বলেছেন: :#>

১৫| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:০৮

কেএসরথি বলেছেন: আহ সুন্দর ছবিগুলো। একটা সময় বাদাইম্যার মতো 42nd street এ যে কত ঘুরেছি।

:) :)


Concrete jungle where dreams are made of
There's nothing you can't do
Now you're in New York

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২৯

রাজন আল মাসুদ বলেছেন: ভাদাইম্মা জীবনে ফিরে যেতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হত না। কেমন আছেন রথী ভাই?

১৬| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:২৫

মুদ্‌দাকির বলেছেন: ভালো লাগল ++

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২৯

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ মুদ্‌দাকির ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.