নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

সম্পর্ক বড় অদ্ভুত এক ব্যাপার। কখনো দীর্ঘস্থায়ী আবার ক্ষনস্থায়ী। কখনো সাদা-কালো, কখনো রঙিন। সময় যায়। সময়ের সাথে সাথে নতুন সম্পর্ক গড়ে, ভাঙ্গে। কিন্তু সব সম্পর্কই মানুষকে একটু করে বদলে দেয়। থাকলেও, না থাকলেও। প্রত্যেকটা সম্পর্কে মানুষ অন্য মানুষটার কিছুটা অংশ তার ভিতরে নিয়ে নেয়। সেই অংশটা তার ভিতরে বেঁচে থাকে। এভাবেই মানুষ পূর্ণতা পায় সাথে সাথে নি:শেষও হয়।



সাদা-কালো সম্পর্কটা নিমেষেই রঙিন হয়ে ওঠে কেউ নির্মলেন্দু গুনের কবিতার মত "তোমার চোখ এত লাল কেন?" জিগ্গেস করলে, ওয়্যারড্রবটা গুছিয়ে দিতে চাইলে, একসাথে শপিং এ যেতে চাইলে, হতাশার সময় হাত ধরে মায়া মায়া চোখে তাকিয়ে থাকলে। দীর্ঘদিনের রঙিন সম্পর্ক সাদাকালো হতেও সময় নেয় না এই ছোট ছোট কিন্তু অসামান্য ব্যাপারগুলোর অভাবে। তীব্র মন খারাপের সময় প্রিয় মানুষগুলোর নির্লিপ্ততার চেয়ে কঠিন আঘাত সম্ভবত আর কিছু হয় না অথবা হতাশার সময় ভরসা না দিয়ে বিদ্রুপ করলে। অভিমানের সময় হাতে হাত না রেখে বিরক্তির সুরে হিংস্র গলায় কথা বললে অভিমানী মানুষটার কেমন লাগে? সে তো সবচেয়ে আপন মানুষটার সাথেই অভিমান করেছিল।



সম্পর্ক যত দীর্ঘ হয়, প্রত্যাশা ততই বাড়তে থাকে। কিন্তু প্রকৃতি তার স্বভাব সুলভ নির্মমতায় প্রত্যাশিত মানুষের প্রত্যাশা পূরণের ক্ষমতাই কমিয়ে দেয়, সাথে সাথে তার বুঝতে পারার ক্ষমতাও। দূরত্ব চোরাপথ তৈরী করে সম্পর্কের দূর্ভেদ্য দেয়াল ভেদ করে তখনি। দূরত্বের চেয়ে নোংরা আর কিছু হয় না। এ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। দূরত্বের হাত ধরে পাশাপাশি চুপিচুপি আসে একাকিত্ব। দূরত্ব আর একাকিত্ব হাত ধরে পাশাপাশি হাটতে থাকে আর শক্ত করে ধরে রাখা দুজন মানুষের হাত ছুটে যেতে থাকে। মানুষ দুজন দেখে সবই, বোঝেও সবই। তারপরেও নিশ্চুপ থাকে। কেন থাকে কে জানে...............সম্ভবত একসময় কারোরই আর কিছু করার থাকে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি হয়েছে?

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

রাজন আল মাসুদ বলেছেন: কিছু হয়নি স্বর্ণা, কিছুই হয়নি...............ইদানিং আর কিছু হয় না................

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

ডরোথী সুমী বলেছেন: দূরত্ব আর একাকিত্বকে লাই দিলে মাথায় উঠে। একসময় সবকিছু অসহ্য লাগতে থাকে। ভাল থাকুন। শুভ কামনা আপনার জন্য।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ সুমী। আপনিও ভালো থাকুন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

মামুন রশিদ বলেছেন: দুরত্বের চেয়ে নোংড়া আর কিছু হয় না! সম্পর্কের ব্যাপারের ঠিক কথা বলেছেন ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

রাজন আল মাসুদ বলেছেন: :(

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার শেষ প্যারাটি পড়ে মনটা কেমন যেন বিষাদে ভরে গেল,,,,,,,,,,,,ভাল থাকবেন

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

রাজন আল মাসুদ বলেছেন: তীব্র মন খারাপ অবস্থায় লেখা। আপনার মনটাও খারাপ করে দেবার জন্য দুঃখিত :(

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

ফয়সাল হিমু বলেছেন: :||

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: ?

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

ফয়সাল হিমু বলেছেন: তোমার মত ফাইটব্যাক স্টারের কাছ থেকে আশা করি নাই। তাই.....

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

রাজন আল মাসুদ বলেছেন: হিমু তোমার নিজের লেখা থেকেই কোট করি "ক্ষুদ্র এক জীবনের সবচেয়ে বড় কষ্টটা কি? সম্ভবত সবচেয়ে প্রিয় মানুষের দেয়া কষ্ট। এই কষ্ট গুলো অনেকটা ঘায়ের মত। সময়ের সাথে সাথে ঘা-টি শুকিয়ে যায়, শুধুমাত্র আবারও কাঁচা হওয়ার জন্য। কোন নির্দিষ্ট রুটিন নেই, সময়-অসময় নেই, হুট করে শুকিয়ে যাওয়া ঘা আবার জেগে ওঠে, আগের চেয়েও শক্তিশালী হয়ে, আরও বেশি যন্ত্রণা দেয়ার জন্য।" তেমনই কোনো এক সময়ে লেখা। আমার সারা জীবন একাই ফাইট করতে হইছে। ফিজিকালি, মেন্টালি দুইভাবেই। তুমি স্কুল থেকে আমারে চিন। আমি হারতে জানি না। তবে কিছু কিছু ব্রেকিং পয়েন্ট তো সবারই থাকে। তবে ব্যাপার না, আমার অভ্যাস আছে :D

৭| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

স্বপনীল জলরং বলেছেন: সময় যেভাবেই যাক আপনি আবার ফাইটব্যাক করবেন এই দোয়া করি।।

কেমন আছেন আপনি ??

ব্লগে আমি শুধু মাত্র একজন পাঠক এবং আপনার একজন শুভাকাঙ্ক্ষী !!!

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২৬

রাজন আল মাসুদ বলেছেন: হয়ত তাকে হারিয়ে দিয়েছি, নয়ত
গিয়েছি হেরে।
থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম
ছেড়ে!


আমিও পাঠক এবং কালে-ভদ্রে লেখক। শুভকামনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.