নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

আমি স্বার্থপর

কারণ ভালোবেসেছি শুধু তোমাকেই।

তোমার ভালবাসার সেই বিস্ময়

আমি পেতে চেয়েছি অস্তিত্বের সবটা দিয়ে।

হ্যা আমি স্বার্থপর

ভেবেছি শুধু আমাদেরকে নিয়েই।

অন্য কারো স্থান নেই সেখানে

তোমার আমার ছোট্ট পৃথিবীতে,

আমার সিংহ-হৃদয় নেই কাউকে ভাগ দেয়ার।



ছিলনা কোনো নিশ্চয়তা,

তবু আমি ছুটে গেছি সেই অনিশ্চয়তার পথ ধরে,

স্বার্থপর বলেই তো.........

স্বার্থপর বলেই মেনে নিয়েছিলাম সব

আমার স্বার্থ ছিল সুখী হওয়ার;

একহয়ে, মিশে যেয়ে, একসাথে।



তোমাকে নিয়ে স্বপ্ন দেখার আগে

নেইনি তোমার অনুমতি।

প্রয়োজনই বোধ করিনি

স্বার্থপররা অনুমতির ধার ধারেনা।

তারা শুধু স্বপ্ন পূরণ করতে চায়,

তার জন্য যাই করতে হোক না কেন।



তোমার দু:খগুলো মেঘের ভেলা

তাইতো আমার হয়নি ছোঁয়া

স্বার্থের মই কি কখনো আকাশ ছুঁতে পারে?

তবু ঘিরে রাখতে চাইতাম সবটুকু তোমাকে

ক্ষুদ্র আমার হারাবার ভয়টা বেশিই ছিল;

স্বার্থের বহি:প্রকাশ বোধ:করি।

স্বার্থপর বলেই তো ছাড়তে চাইনি কখনো একা

একসাথে চলার এই লোভ আমি ছাড়ি কি করে?



নত হয়েছি বারবার

স্বার্থপর বলেই তো

একা থাকতে যে আমার বড় ভয়

হারাতে চাইনি সেই অদ্ভুত দৃষ্টি মমতাময়।

তাই আটকে রাখতে চেয়েছি যে কোনো মূল্যে,

পাগলামি করেছিলাম বুনো মোষের মত

ভালবাসার লাল কাপড় যে ছিল আমার চোখের সামনে।

বিপক্ষে দাড়িয়েছি সারা পৃথিবীর

স্বার্থপর বলেই তো

তুমি থাকতে সারা পৃথিবীর কি দরকার?



হৃদয়ের এপিটাফে তোমার নাম লিখেছি

তোমাকে ভুললে আমার চলবে কি করে?

তোমাকে ভুলতে চাইনা কোনদিন।

ভালবাসার এই তীব্র অনুভূতি

স্বার্থপর আমি পারবনা হারাতে।



যা করেছি সব নিজের জন্যই

স্বার্থপর বলেই তো.........

আমাদের আর আমি, ভিন্ন কিছুতো নয়।



তুমি আর আমি, আমি আর তুমি

আজ কাউকে না চিনি, কাউকে না জানি

আমি স্বার্থপর বলেই তো................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: কবতে লেখা শুরু করছিস নাকি !! শেষ পর্যন্ত তুই ও !

তবে ভালো হইসে ।

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.