![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তববাদী মানুষ।বাস্তবতার সাথে মানিয়ে চলার চেষ্টায় ব্যাস্ত।এই নগরীর রাস্তায় হেটে চলি একাকী।
আজকের মুভি রিভিউটি একটু অন্য ভাবে শুরু করি।অন্যভাবে করার কারণও আছে সিনেমাটি যে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর পরিচালনায়।শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার তৈরী সব সিনেমাতেই তার পরিচ্ছন্ন পরিচালকের খ্যাতি টা ধরে রেখেছেন।এই সিনেমাটিও এর ব্যাতিক্রম নয়।
সিনেমাটি তে নেই কোন বর্তমান বড় সুপারস্টার নায়ক নায়িকা। নেই নাচ গান,আইটেম সং ও।তবুও সিনেমাটি হলে চলেছে টানা ১৮ সপ্তাহ।কলকাতায় ২০১৫ এর সবচেয়ে হিট সিনেমা এটি।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্রোপাধ্যায় এবং সতীলেখা সেনগুপ্ত।সৌমিত্র আর সতীলেখা একসাথে প্রায় ১৭ বছর পর অভিনয় করলেন।
সিনেমার গল্পে ফেরা যাক,
৪৯ বছর সংসার করে ঘরের কর্তা হঠাৎ ডিভোর্স এর সিদ্ধান্ত নেন।প্রথমে বাড়ির কর্তী ভাবেন পুজোয় সব ছেলেমেয়েকে এক করার জন্য কর্তা এই ফন্দি এটেছেন।কিন্তু তার ধারণা ভুল।কর্তা সত্যি সত্যিই ডিভোর্স চেয়ে বসেন। এর ফলে পারিবারিক এবং সামাজিক কি প্রতিক্রিয়া হয় এটা নিয়েই গল্প।তবে ভিতরের গল্প ছিল আরো আবেগী এবং হৃদয়ছোয়া।যা ভাষায় প্রকাশ করা সম্ভব না।খুব বেশি ভালো লাগার মত একটা সিনেমা।
অনেক বছর ম্যারেজ লাইফ লীড করার পরে অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে এতদিন কি দুজনার মধ্যে ভালবাসা ছিল নাকি শুধুই অভ্যাসবসত এক সাথে থাকা? এই প্রশ্নের সুন্দর একটা জবাব এই সিনেমাটা।সিনেমার ডায়লগ গুলোই এই সিনেমার প্রাণ।
সৌমিত্র চট্রোপাধ্যায় আর সতীলেখা সেনগুপ্তের অভিনয় নিয়ে কিছু বলার নেই। এককথায় বলতে গেলে অসাধারণ।বলা যায় সৌমিত্র-সতীলেখা ডিরেক্টরের “লাকি কাস্ট”।সৌমিত্র-সতীলেখার সাবলীল অভিনয়ই ছবিকে পরিপূর্ণ করেছে।
পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন এই সিনেমাটি।এটি সামাজিক ঘরনার ছবি।সিনেমাটি দেখে চোখের কোণে যদি চিলতে জল জমে তবে অবাক হবেন না………
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: হ্যা।বাস্তবজীবণকে প্রতিফলিত করতে পেরেছে বলেই তো এতো ভালোলেগেছে সবার কাছে.।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
তার আর পর নেই… বলেছেন: ছবিটা দেখছি, খুব সুন্দর!!
ভালবাসা যে ক্যামনে হারায়!
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: শুধু সুন্দর নয়.।অসাধারণ
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
লাল পিপড়ে বলেছেন: ।অন্যরকম নয় , আমি বলবো একটা সত্যিকারের ভালোবাসার গল্প , যারা ভালোবাসি ভালোবাসি বলে চিতকার করে , তাদেরজন্য প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে !!!
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: সত্যিকার ভালবাসার গল্প বিশেষণটাই অধিক মানানসই ..ইডিট করে দিলাম।ধন্যবাদ..
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
লাল পিপড়ে বলেছেন: ।আপনাকে অশেষ ধন্যবাদ নটরাজ , যদিও আপনার শিরোনাম নিয়ে আমার অভিযোগ ছিলো না ।
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: তবুও .....
আপনার বিশেষণটা ভালো লাগল বলেই পরিবর্তন করলাম.....
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
সামছুল কবির মিলাদ বলেছেন: অসাধারণ একটা মুভি।
মুভিটা থেকে অনেক কিছু গ্রহন করেছি, ত্যাগ করেছিও অনেক কিছু!
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: :-)
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
স্বস্তি২০১৩ বলেছেন: কয়েকবার দেখেছি। এক কথায় অসাধারন।
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: আমিও কয়েকবার দেখেছি।সত্যি বলতে,কিছু মুভি আছে যেগুলো প্রতিবারই মনে দাগ কাটে..।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার প্রিয় একটা মুভি।
সৌমিত্র চট্রোপাধ্যায় উনি তো লিভিং লিজেন্ড। চরিত্রকে জীবন্ত করে তোলায় ওস্তাদ মানুষ।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: অবশ্যই পারফেক্ট অভিনেতা
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দেখবো , খুব শীঘ্রই !
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: দেখে ফেলুন।ভালো লাগবে এই গ্যারান্টি দিতে পারি
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
কল্লোল পথিক বলেছেন: দেখার ইচছা তৈরি হল।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: দেখে ফেলুন।কেমন লাগলো জানাবেন :-)
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
সুমন কর বলেছেন: আপনার রিভিউ ভালো হয়েছে।
একটু পরেই ডাউনলোড দেবো....
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: ধন্যবাদ
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
উইশবার্ড বলেছেন: দেখেছি কিছুদিন আগে । খুব দারুন লেগেছে
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: :-)
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
শাহরিয়ার কবীর বলেছেন: ছবিটা দেখছ............
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: হ্যা। দেখেছি.....
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অবশ্যই দেখে নিবো ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: :-)
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
আজাদ মোল্লা বলেছেন: মুভিটা দেখতে ইচ্ছা করছে ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: দেখে ফেলুন.........
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১২
পাউডার বলেছেন: সবার অভিনয় ভাল লাগছে। চমৎকার সামাজিক গল্প।
কিন্তু সিনেমা হিসাবে ভাল মনে হয় নি। কোন সাসপেন্স নাই। সিনেমা শেষ হবার ৩০ মিনিট আগেই শেষটা বোঝা যাচ্ছিলো।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: সাসপেন্স পূর্ণ সিনেমা দেখতে চাইলে এবার শবর, শেষ অঙ্ক,থানা থেকে এসেছি,সন্ধে নামার আগে এগুলো দেখুন।লাট সেকেন্ডে এসেও সালপেন্স পাবেন
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬
জুন বলেছেন: সিনেমার গল্পটি অত্যন্ত বাস্তবসম্মত।