নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন! যার জন্যই স্বপ্নযাত্রা...

মানব ধর্ম বড় ধর্ম

মো: রাজু রহমান

এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বুদ্ধ খৃষ্টান জাতি গোত্র নাহি রবে।

মো: রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশ (পর্ব – ২)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

১ম পর্ব

অফিসে পৌছালাম ০৮.৫৮ মিনিটে আমার পিছনে পিছনে বসও অফিসে ঢুকলো, মনে মনে আমি মহা খুসি!! বসের আগে অফিসে আইসা পরছি!!!

অফিসে নিজের ডেস্কে বসে কম্পিউটার অন করতে করতে পিয়নকে চা দিতে বললাম। পিয়ন চা এনে আমার টেবিলে রাখার সাথে সাথে ইন্টারকমে বসের ফোন, হ্যালো স্যার, জি স্যার, জি স্যার, জি আসছি স্যার। আজকে হঠাত করে স্যালারী সিট নিয়ে বস তার রুমে ডাকলেন, কাহিনী কিছুই বুঝলাম না! চা খাওয়া বাদ দিয়ে স্যালারী সিট নিয়ে বসের রুমে হাজির হইলাম।

দরযায় উকি দিয়ে জিজ্ঞাসা করলাম, আসবো স্যার?

আসুন, বসুন

আমি স্যালারী সিট এগিয়ে দিতেই বস আড় চোখে জিজ্ঞাসা করলেন, সব কিছু ঠিক ঠাক আছে তো?

আমি খুবই বিনয়ের সাথে জবাব দিলাম জি না স্যার, আজকে মাসের মাত্র ২ তারিখ।

কড়া একটা ঝাড়ি দিয়ে বললেন, ২ তারিখ তো কি হয়েছে?? এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে স্যালারী সিট রেডি করবেন, বুঝলেন?

জি স্যার, বুঝেছি।

বস আমার দিকে আড় চোখে তাকিয়ে আবার বললেন, কি বুঝলেন?? বুঝলেনটা কি শুনি??

আমি কিছুটা আমতা আমতা করে কনফিডেন্স নিয়ে বল্লাম স্যার এখন আমাদের কোম্পানির অবস্থা খুব ভাল তাই এখন থেকে প্রতিমাসেই খুব তারাতারি স্যালারী হয়ে যাবে।

বস আমাকে ছোট্ট একটু ধমকের সুরে বললেন, কিছুই বুঝেন নাই।

এখন শুনেন সরকার থেকে নোটিশ এসেছে, সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্ত-শাসিত সকল প্রতিষ্ঠানের বেতন ভাতা মাসের প্রথম ৩(তিন) কার্য দিবসের মধ্যে প্রদান করতে হবে। নাহলে ঐ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হবে এবং এইসব মনিটরিং এর জন্য সরকারের পক্ষ থেকে আলাদা টিম গঠন করা হয়েছে।

জি স্যার, এইবার বুঝেছি স্যার। মনে মনে কয়েকটা গালি দিলাম(সালার বস তুমি সারাদিন চেয়ারম্যান স্যারের পা চাটো আর আর প্রত্যেক মাসের বেতন ১৫ কি ২০ তারিখের পরে দাও, আর এখন সরকারি ফাপরে পইরা কাপড় নষ্ট করার মত অবস্থা তোমার)।

::চলবে........

১ম পর্ব

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

রিওমারে বলেছেন: ডেস ডেহি ডিডিটাল হইয়া ডাইতাছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

মো: রাজু রহমান বলেছেন: হ ভাই, দেশ ডিজিটাল হইয়া যাইতাছে, আরো অনেক কিছুই দেখবেন। অপেক্ষা করেন !

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে করা লাগবে, কেস ডিসমিসড! =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

মো: রাজু রহমান বলেছেন: কেস পুরাই খালাশ হইয়া যাইবো!!!
B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.