| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: রাজু রহমান
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বুদ্ধ খৃষ্টান জাতি গোত্র নাহি রবে।
গত কাল রাত ১১টায় শাহবাগ থেকে বাসায় ফিরলাম, মনে শরীলে এতটুকুও ক্লান্তি নাই। ৭১ এর সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের কথা চিন্তা করলাম। এত এনার্জি কোথা থেকে পেয়েছিল?
বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে টিভি অন করে খেতে বসলাম, শাহবাগের অবস্থা সম্পর্কে নিউজ দেখাচ্ছে প্রায় সব চ্যানেলেই। আগামীকাল খুব ভোরে শাহবাগ যাব তাই খাওয়া দাওয়া শেষ করে তারাতারি ঘুমুতে চলে গেলাম, প্রতিনিয়ত রাত ১টা ২টায় ঘুমানোটাই ছিল অভ্যাস তাই আজ চোখে ঘুম আসছিল না, দেশের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না।
শাহবাগের উত্তাল জনতা মিছিল নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিন করে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে, উদ্দেশ্য একটাই বর্তমান ২ নেত্রির অবসান চাই। দেশে নতুন দুর্নিতী মুক্ত নেতাদের নেতৃত্ত চাই। বর্তমান প্রজন্ম নেতৃত্ত দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশে হবে উন্নত মানের সব শিল্প কারখানা, বিদেশি বিনিয়োগ বাড়বে, অস্থির রাজনিতীর অবসান হবে, হবে কোন পদ্মা সেতু নিয়ে অর্থ কেলেঙ্কারি, হবেনা হলমার্ক কেলেঙ্কারি।
জনতার মিছিল সামনে এগিয়ে যাচ্ছে সাথে সাথে পুলিশও আমাদের মিছিলে অংশ নিয়েছে। আজ তারা হাতিয়ার, তাদের জলকামান, তাদের পিপার স্প্রে সব কিছু উচিয়ে তুলেছে সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে। সেনা বাহিনীও মাঠে নেমেছে তবে তারা জনতার মিছিলে গুলি চালানোর জন্য নয় তারা এসেছে জনতার মিছিলে সহযোগিতা করার জন্য। কৃষক, শ্রমিক, মজুর সব এক হয়েছে দেশকে রক্ষার তাগিদে। শাহবাগ থেকেই যার শুরু। হঠাত দেখি সরকারি দল ও বিরোধী দলের সব দুর্নীতি প্রবন নেতা কর্মীরা দৌড়ে পালাচ্ছে। জনতার মিছিলও ওদেরকে ধাওয়া করে চলেছে, আর শ্লোগান দিচ্ছে আর কত ছিড়ে-খুড়ে খাবি এই বাংলার মাটি। আমিও রয়েছি জনতার এই মিছিলে। ধাওয়া করে চলেছি সকল রাজনৈতিক শাসক শোষকদেরকে। একটু সামনে এগুতেই আমার সামনে এসে পরল কোটি কোটি টাকা দুর্নীতি করা এক নেতা, মুষ্টি বদ্ধ হাতে এগিয়ে গেলাম, গন ধোলাই দিতে লাগলাম।
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেল, প্রচুর ঘেমে গিয়েছি। এতক্ষন আমি কি সপ্নে দেখলাম?? আগামী কালকে যদি শাহবাগে এই সপ্ন সত্যি হয়ে যায় তাহলে কেমন হবে? যদি সকাল বেলা পত্রিকার পাতায় হেড লাইন হয় “রাজনীতি থেকে দুই নেত্রীর পদত্যাগের সিদ্ধান্ত এবং সকল রাজাকারের ফাসি কার্যকর”।
ইলেকট্রনিকস মিডিয়ার ব্রেকিং নিউজ “রাজনীতি থেকে দুই নেত্রীর পদত্যাগের সিদ্ধান্ত এবং সকল রাজাকারের ফাসি কার্যকর”।
নিজেকে প্রশ্ন করতে লাগলাম আর ভাবলাম হয়ত এমন হবে একদিন যেদিন এই বাংলা মুক্তি পাবে। মুক্তি পাবে এই দেশ, এই মাটি, এই বাংলা। মুক্তি পাবে অনেক কিছুর বিনিময়ে অর্জিত স্বাধীনতা।
শাহবাগের এই জনসমুদ্র মনে করিয়ে দেয় একাত্তরের ভাষা আন্দোলন, মনে করিয়ে দেয় ৭১ এর মুক্তিযুদ্ধ।
তাই বলছি সরকার তুমি সাবধান হও, খালেদা তুমি সাবধান হও, হাসিনা তুমি সাবধান হও। রাজাকারেরা এই মুহুর্তে দেশ ছাড়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
মো: রাজু রহমান বলেছেন: ২০১৩ সালেই হোক .........................
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
আহ্মুদুল বলেছেন: আহা যদি এমন হতো । যদি হয় , তাইলে গদিতে কারে বসাইবেন? চাচামিয়ারে? এর ৯৯% ভাল শুধু চরিত্র একটু লুজ।
তয় চাচামিয়ার দুইটা পদক্ষেপ ভাল ছিল
১. ছাত্র রাজনীতি বন্ধ
২. গ্রাম এর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
তবে যদি নতুন সৎ কেউ আসে, তার অপেক্ষায় !!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
মো: রাজু রহমান বলেছেন: বিষয় টা সপ্নে ঘটে গিয়েছে, তাই চাচা বাদ পড়েছে। বাস্তবে হলে চাচাকেও বাদ দেয়া যাবে না।
তবে আমরা সেই দিনের অপেক্ষায় যেদিন ঘুনে ধরা রাজনীতির অবসান হবে আসবে নতুন সূর্য।
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
জাওয়াদ তাহমিদ বলেছেন: চাচার তো বয়স হইয়া গেছে।
অখন কি আর আগের মত জোর আছে?
তরুন ছেলেপিলে মিলে নতুন দল গঠন করে নির্বাচনে যেতে হবে। বুড়া-বুড়ির খেল জন্মের পর থিকাই দেখতেছি। আর ভাল্লাগেনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
মো: রাজু রহমান বলেছেন: বুড়া-বুড়িডের খেলা দেখতে দেখেতে নিজেরাও বুড়া হইয়া যাইতাছি, এইবার নতুন কিছু দেখতে চাই ।
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
মুন্তাসীর আর রাহী বলেছেন: রাজনীতি থেকে দুই নেত্রীর পদত্যাগের সিদ্ধান্ত এবং সকল রাজাকারের ফাসি কার্যকর হোক ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
মো: রাজু রহমান বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
রোদের ক্রোধ বলেছেন: রাজনীতি থেকে দুই নেত্রীর পদত্যাগের সিদ্ধান্ত এবং সকল রাজাকারের ফাসি কার্যকর হোক ।